Thursday, October 28, 2021

আযত্ত

 আয়ত্ত 

এম এ মাসুদ রানা 


কিছু কথা বলবো বলবো করে 

কখনো বলা হয়নি, 

কিছু কাজ করবো করবো করে 

কখনো করা হয়নি।


অপেক্ষায় থাকতে থাকতে আর 

অপেক্ষা করি নাই 

আশায় থাকতে থাকতে আর

আশা করি নাই। 


থাকবে না থাকবে না বলতে আর

আসায় হয় নাই

সময় নাই সময় নাই বলতে বলতে 

সময় হয় নাই। 


ঈপ্সিত করে করে একা থাকার 

অভ্যাস হয়ে গেছে

মনের আনন্দে এখনো অবিরাম 

চলি নেচে নেছে।

No comments: