অবুঝ মন
এম এ মাসুদ রানা
তুমি পাসে নেই, আমি বড় অসহায়
স্বপ্ন গুলো ভেঙে গেলে নিঃস্ব হবো তাই।
হরদমে কাছে পাবার দেখায় না প্রয়াস
তাই তো তোমাকে বলি বারবার কি চাস?
হৃদয়ে কাছে না থাকার এলোকেশী ঝড়
তোমার তিক্ততায় আসে হারানোর ডর।
চলন বলনে এসেছে ব্যপক পরিবর্তন
আমাকে করতে চাও কি তুমি কর্তন?
নিরবচ্ছিন্ন চলার পথ করো না চ্ছিন্ন
তুমি এতো দিনের স্মৃতি করো না বিছিন্ন।
তুমি ছিন্ন করে হতে পারবে কি ধন্য?
কথার ভাষায় আসে অনেক কথা অন্য।
তুমি ভেঙে দিওনা, আমার সরল মন
আমার অবুঝ মনটাকে বুঝবে ক"জন।
No comments:
Post a Comment