নিঃসঙ্গ
এম এ মাসুদ রানা
আমার সময় কাটে না
স্বেচ্ছা নির্বাসনে
কস্টের যাতাকলে পিষ্ঠ
নিঃসঙ্গ আসনে।
থেমে থেমে মন কাঁদে
বিরক্তির সময়
বিধাতা এ কেমন ব্যাধি
বলে আয় আয়।
লাশের পর লাশে সারি
নয়নে আসে জল
আমি কর্ম করে পায়নি
কর্মের কোন ফল।
বোবা ব্যাথা গুমড়ে ওঠে
বিদায় প্রিয়জন
অনেকে অনেক কথা বলে
আর স্বজন।
No comments:
Post a Comment