Thursday, October 28, 2021

মনের দর্পণ

 মনের দর্পণ

এম এ মাসুদ রানা 


তোমাকে নিয়ে ভাবনা ভাবায় 

আমার হয় বৃথা

সবসময় কথা হয় তোমার সাথে 

বাঁকা ও তিতা।


বলতে চেয়েছিলাম মনের কিছু 

লুকিয়ে রাখা কথা

ব্যস্ততার কারণ দেখিয়ে বললে

তুমি যথাতথা। 


তোমাকে হলো না বলা মনে 

কোন কথা বলা

সিদ্ধান্ত হলো আমার একমাত্র 

আপন পথে চলা।


আমি করি নাই তোমাকে কখনো

কোন দোষারোপ  

জীবনের হিসাব নিয়ে বসে আছি

রয়েছি চুপ।


তোমাকে করিনি কখনো কোন 

দোষে দোষ অর্পণ  

মনে লুকানো কথা বলার জন্য 

ঠিক করলাম দর্পণ।

No comments: