সংশয়
এম এ মাসুদ রানা
আমার শব্দমালা তুচ্ছ
বাক্য গুলো তাই ক্ষুদ্র
কল্পনা গুলো প্রকট
স্বপ্ন সে তো নিদ্রাচ্ছন্ন।
আমার আশাগুলো তিক্ত
জীবনটা হলো নিরবচ্ছিন্ন
তাই চলন হলো ছিন্নভিন্ন
সবে মিলে এলোমেলো।
আমার ভবিষ্যৎ অনিশ্চিত
সুখ আসে কদাচিৎ
থাকে না হার জিত
ধরে না কেহ গীত
আমার নেই হারাবার ভায়
করতে হয় না কিছু জয়
কেউ করবে না পরাজয়
তবুও মনে থাকে সংশয়
No comments:
Post a Comment