Wednesday, October 21, 2020
বিদ্রোহীর বানী
দ্বিধা
দ্বিধা
এম এ মাসুদ রানা
কঠিন সময় হচ্ছে পার,
কিছু কথায় স্রোত ধরে রাখা।
যুক্তিক বানীতে থেতো করা হলো
কয়েকটি কঠিন কথার কথা।
পাতায় ছিলো এক ফোঁটা বৃষ্টির জল ,
উপমা দিয়ে করছে যে, টলমল।
বিশ্বাসের মধ্যে লুকিয়া থাকা কিছু কথা,
ওজনও নেই জানা, এটাই তো বড় ব্যথা
মনের গভীরে একটু আসে তো যথাতথা
হয়তো সময়ে অসময়ে অনেক কথা।
অবলম্বন চাইছে,
মেঘের ওপর আঁকা আছে ধুসর নক্সাখানি
তোমার কথায় কথা মিলিয়ে তা জানি
প্রেষ্যে হয়েছে অনেক কথা এটাও তো মানি
হাই বলবো এখন যায়নি মনের দ্বিধা খানি।
দিশেহারা মন
দিশেহারা মন
এম এ মাসুদ রানা
পরন্ত বিকেলে
মায়াবী চোখ
এলোমেলো চুল
আর মুখে হাসি।
কি যে, মন চায়
আমি কি যে, করি
সেই তরে শুধু নড়ি
মন চায় ভালোবাসি।
অজানা দিগন্তে
অজানা প্রান্তে।
মন চাই শুধু জানতে
পারি না কিছু মানতে ।
উদাসী মন করে গন্ গন্
অজানা শব্দ করে ঝনঝন
কীটপতঙ্গ করে ভনভন
সাহসে হয়েছি টনটন।
কিছু খুঁজার তরে
রয়েছি তো পরে
তবুও নাহি কেন নড়ে
তাহলে কি যাবো ঝরে।
অযাচিত অশোভনে
কোন কিছুর লোভনে
তার কিছু শ্রবণে
আছি কোন এক ভবনে।
ফিরে পেতে চাই
ফিরে পেতে চাই
এম এ মাসুদ রানা
আবার একটা কঠিন সংগ্রাম চাই
সংগ্রাম ছাড়া কখনো শান্তি নাই।
স্বাধীনভাবে বাঁচা হয়ে গেছে দায়
জনসাধারণ বলে সর্বক্ষেত্রে হায় হায়।
সুবর্ণ জয়ন্তী এসে গেছো মাথার কাছে
মৌলিক অধিকার নিয়ে নাহি কেহ বাঁচে।
এখনো কেন সর্বসাধারণ অধিকার যাচে?
তাহলে কী এই স্বাধীনতার মূল্য আছে?
স্বাধীনতা তুমিও তো রক্ত দিয়ে কেনা
সেই রক্তের নেই কি কোন রকম দেনা?
আমারও দরকার আছে তোর কাছে জানা
জানতে চাইলে করে সবাই শুধু মানা
তোমাকে তো বুহু প্রাণের বিনিময়ে আনা।
তোমার তরে রক্ত গঙ্গায় করতে হবে আবার স্নানান
তোমার তরে রণ হবে সবাইকে দিতে হবে জানান
তোমার রক্ষায় দিতে হবে নতুন নতুন তাজা প্রাণ
রণ করে ফিরে পেতে চাই স্বাধীনতার মান।
কলঙ্ক মুক্ত হতে চাই
কলঙ্ক মুক্ত হতে চাই
এম এ মাসুদ রানা
ভাটির জননী, তুমি এখনো নিরব কেন?
তুমি তোমাকে নিয়ে ভাবো না কেন?
তোমার প্রতিবাদ করতে এতো বিড়ম্বনা কেন?
তোমার নিজের প্রতি নেই কেন অনুতাপ?
তোমার প্রতি মাঝে মাঝে হয় অনেক রাগ
তোমার প্রতি তবুও থাকি অনেকটাই সজাগ।
তোমার প্রতি থাকে অনেক অভিযোগ,
তোমার প্রতি তবুও থাকে অনেক অনুরাগ।
তোমাকে রক্ষা করতে যারা রক্ষাকবচ
তারাই আজ কেন এতোটা অবুঝ?
তারাতো তোমার কামুক বাসনায় মক্তো
তাই তার হতে পারেনি তোমার শক্ত ভক্ত।
তুমি প্রতিবাদী হও প্রতিশোধ নেওয়ার তরে
সবাই নিশ্চুপ হয়ে যায় যেন তোমার ভরে
সকল ধৃষ্টতা যেন তোমার ভয়ে নড়ে
আবার তার সবাই তোমার জয়গান ধরে।
নৎসাৎ করে দাও সেই কুচক্রী মহল
কুচক্র করে যেন তারা না পাই কোন ফল
যেন তারা ফেলাতে না পরে কারো চোখে জল
জ্বালিয়ে দাও তোমার প্রতিবাদী দাবানল।
তুমি ধ্বংস করে দাও তাদের কালো হাত
ভেঙ্গে দিতে হবে তো তাদের বিষদাঁত
কুকর্মের তরে হয় যেন তাদের হয় লাজ
প্রভাতে বলতে চাই কলংকমুক্ত হলাম আজ।
Tuesday, October 20, 2020
আমি আমার মতো
_____ আমি আমার মতো
এম এ মাসুদ রানা
তোমাকে বলি,
তুমি অর্থশালী, অর্থ আছে তাই
তুমি বিত্তবান, সম্পদ আছে তাই
তুমি শক্তিশালী, শক্তি আছে তাই
তুমি ক্ষমতাশালী, ক্ষমতা আছে তাই।
তোমাকে বলি,
আমি অর্থহীন, অর্থ নেই তাই
আমি বিত্তহীন, সম্পদ নেই তাই
আমি নিরবল, গায়ে জোর নেই তাই
আমি অসহায়, আমিই নিরুপায়।
তোমাকে বলি
তুমি মতামত কিনতে এসো না
তুমি অর্থের লোভ দিয়ে ডেকো না
তুমি শক্তি প্রয়োগ করতে চেয়ো না
তুমি ক্ষমতা আমায় দেখাও না।
তোমাকে বলি,
আমি অর্থহীন, অর্থের নেই কোন লোভ
আমি বিত্তহীন, সম্পদের প্রতি নেই লোভ
আমি নিরবল, শক্তি দিয়ে পেতে চাই না ফল
আমি অসহায়, করো উপর ভর করে পেতে চাই ঠাই।
তোমাকে বলি,
অহেতুক বিরক্ত করো না আমায়
অহেতুক লোভ দেখাইয়ো না আমায়
অহেতুক বল প্রয়োগ করো না আমায়
অহেতুক ক্ষমতা দেখাইয়ো না আমায়।
তোমাকে বলি,
আমাকে আমার মতো থাকতে দাও
আমাকে আমার মতো বাঁচতে দাও
আমাকে আমার মতো চলতে দাও
আমাকে আমার মতো বলতে দাও।
Saturday, October 10, 2020
সোনালীর তরে
Thursday, October 8, 2020
ক্ষয়
আর্তচিৎকার
শুভ রাত্রি
Wednesday, September 30, 2020
কর্ম করো
বন্ধু
নামাজ পড়ি
বাঁচার অধিকার
Sunday, September 27, 2020
ছন্নছাড়া
Tuesday, September 22, 2020
আমি
আমার আমি
Friday, September 18, 2020
উল্টো পাল্টা
উল্টা পাল্টা
এম এ মাসুদ রানা
উল্টে গেছে শব্দমালা
পাল্টে নিও অর্থমালা।
ভালো বললে মন্দ বুঝো
শান্তি বললে অশান্তি।
ঘৃণা করার পরিবর্তে কি?
ভালবাসার অর্থ বুঝায় না।
দুরে যাওয়ার বিপরীতে
কাছে আসার পথ খুঁজো না।
তুমি আমায় রাখোনি মনে,
আমি তোমায় রাখেছি দমে।
আমার কথা যদি আসে কোন ক্ষণে
বুকের ক্ষত চিহ্ন পরবে তোমার মনে।
অনেক ভাল আছি আমি
না হয় তুমি মানিয়ে নিও।
তুমি আমায় ভুলে গেলে
জানিয়ে দিয়ো পত্র দিয়ে।