Monday, July 1, 2019

মুক্তমনের পাখি আমি

মুক্তমনের পাখি আমি

_ এম এ মাসুদ রানা _

___________________
___________________
মুক্তমনের পাখি আমি,
স্বপ্ন আমার ডানায় ভরা।
উড়ে চলি দূর অজানায়
সুখ পাখির সন্ধানে।

মেঘহীন এ গগণ,
পুরোটাই যেন আমার শহর।
পারো তো এসো এই শহরে,
চাঁদনী রাতের মৃদু বাতাস হয়ে,
পূর্ণদীপ্ত শশী হয়ে এসো
রৌদ্র হয়ে পোড়াতে নয়।

আমার এই সুখের শহরে
মুক্তডানায় মাখবো জোছনা।
না হয় এসো মুক্ত পাখি হয়ে,
আপন মনে, দুর্বার ডানায় উড়ে উড়ে।
দূর অজনায় হারিয়ে যাব,
ভালবাসার গহীন বনে।

Saturday, June 29, 2019

ফিরে এসো তুমি

ফিরে এসো তুমি

এম এ মাসুদ রানা


ফিরে এসো তুমি
দূর আকাশের নীলিমা হয়ে
চারিদিকে নীলিমার রঙ হয়ে
হ্নদয়ের সকল আঁধার দূর করে।

ফিরে এসো তুমি
দূর আকাশে গোধুলী বিকাল হয়ে
নির্জন মাঠে অতি গোপনে
আমার হৃদয় ছুয়ে দিতে।

ফিরে এসো তুমি
দূর আকাশের ঝিরিঝিরি বৃষ্টি হয়ে
চারিদিকে ভিজিয়ে দিয়ে
আমার হ্নদয়টা সতেজ করে।

ফিরে এসো তুমি
সাগরের ঢেউ হয়ে
চারিদিক প্লাবিত করে
আমার পুরো হ্নদয় ভরে।

ফিরে এসো তুমি
রাত্রি বেলার জোৎস্না হয়ে
নির্জনে বলব কথা দুজন মিলে
অতি গোপনে গোপনে।

ফিরে এসো তুমি
বিদেশী অতিথি পাখি হয়ে
আপ্যায়ন করবো তোমায়
অনেক দিন পরে পেয়ে।

ফিরে এসো তুমি
বসন্তের পাখির গানে গান হয়ে
শুনব তোমার মন দিয়ে
হ্নদয় মন পুলকিত করে।

ফিরে এসো তুমি
আকাশের পূর্ণিমা চাঁদ হয়ে
সারা রাত দেখব তোমায়
আকাশের দিকে তাকিয়ে।

ফিরে এসো তুমি
জ্যোৎস্না রাতের জোনাকি হয়ে
দু’হাত দিয়ে ধরে রাখব তোমায়
জন্ম জনমের তরে।

ফিরে এসো তুমি
পোষ মানা পাখি হয়ে
মনের খাঁচায় রাখব তোমায়
আজীবন বন্দি করে।

ফিরে এসো তুমি
ফুলের বাগানের মৌ মৌ গন্ধ হয়ে
সুভাষিত গন্ধে আমার কোমল হৃদয়
হ্নদয় তোমার ঘ্রাণে ভরে যাবে।

ফিরে এসো তুমি
খণ্ড-বিখণ্ড এই হ্নদয়ে
ভাঙ্গা মনে লাগবে জোড়া
কোন দিনও যাবে না ছিড়ে।

Wednesday, June 26, 2019

আমার কিছু কথা

সালাম নিবেন কাকা!
আমার কিছু কথা!
আমিই বাংলাদেশ!
আমার ডাক নাম লজ্জা!!
আমি বিশ্বজিত,আমি অভিজিৎ,আমি নাদিয়া, আমি তনু, আমি খাদিজা, আমি রাজন, আমি নুসরাত!
আমি ব্যার্থ ছাত্র,
আমি প্রশ্নপত্র না পাওয়া হত দরিদ্র!
আমি অবিরাম বাংলার মুখ!
আমি লাল সবুজের কফিন!
আমি পিলখানার অসহায় সেনা অফিসারের আঁধারে দাফন!
আমি পাতানো নির্বাচন!
আমি স্বাধীন দেশের পরাধীন জনগন!
আমি আন্তর্জাতিক 'নিরাপরাধ' ট্রাইবুনাল!
আমি শেয়ার বাজার, ডেসটিনি, হলমার্ক, রিজার্ভ চুরি! আমি বাসে ধর্ষিতা মাজেদা!
আমি ছেলের সামনে ধর্ষিতা মা!
আমি ভাইয়ের সামনে ধর্ষিতা বোন!
আমি এমপির গুলিতে গুলিবিদ্ধ সৌরভ!
আমি গুম হওয়া সন্তানের মায়ের নিরব কান্না!
আমি রানা প্লাজার ধুলোয় উড়া লাশ!
আমি সরকারী ভবনে রডের বদলে বাশঁ!
আমি তাজরীনের অগ্নিকান্ডের অসহায় গরীব কর্মচারী! আমি শিল্পী হয়েও স্তব্ধ আসিফ আর মনির খান!
আমি 'দৈনিক আমার দেশ, ইসলামিক ও দিগন্ত টিভি'! আমি শত্রু রাষ্ট্র ভারতের পা চাটা গোলাম!
আমি ধ্বসে পড়া ভবনের নিচে গলিত লাশের গন্ধ আর পদ্মার লঞ্চ ডুবি!
আমি গুম হওয়া ইলিয়াস,আযমী, আরমান আর হুম্মাম!
আমি সাগর-রুনির মেঘ!
আমি ছিনতাই হওয়া অসহায় পথচারীর ব্যাগ!
আমি জন্মের আগেই গুলিবিদ্ধ নবজাতক শিশু!
আমি শাপলা চত্বরের নির্মম গনহত্যা!
আমি সাত খুণ শীতলক্ষ্যার পাড়!
আমি ফেলানী,
আমি ১৬ কোটি মানুষের ভাগ্য ঝুলে আছি কাঁটাতারে!
আমি অন্ধ, তাই আমার বিবেকের দরজা বন্ধ।


Friday, June 21, 2019

প্রিয়ার কাছে নিবেদন

প্রিয়ার কাছে নিবেদন

        এম এ মাসুদ রানা 


আমি যাবো তোমার কাছে
আমি করবো দেখা তোমার সাথে
আমি বলবো কথা মিষ্টি সুরে
আমি পরিশেষে চলে এলাম তোমার কাছে।

তুমি আসবে বলে ওয়াদ করছিলে
তুমি দেখা করবে বলে কথা দিয়েছিলে
তুমি কথা বলবে বলে বেকুল হয়েছিলে
তুমি আয়োজন নিয়ে ব্যস্তও হয়েছিলে।

তুমি এসেছি, ওয়াদর কারনে
তুমি বলেছিলে, কথা দেওয়ার কারণে
তুমি নিজে রেখেছিলে ডেকে, ওয়াদার চাদরে
তুমি ব্যস্তও ছিলে, অবয়বে ছিল বিস্বাদের স্বাদ।

আমি শুধু নিঃচুপ ছিলাম
আমি চিন্তায় চিন্তায় বিভোর
আমি ভেবেছি শুধু তোমায় সারাক্ষণ
আমি চিন্তায় জানার চেষ্টা করছি এর কারণ।

তোমার অবয়বে যে, আঘাতের দাগ
তোমার অবসবে কি ব্যথার অনুতাপ?
তোমার  এই কারণে করেছি নিজের উপর রাগ,
তোমার প্রতি ছিল যে,  প্রবল অনুরাগ
তোমার আসার জন্যও ছিল বড় চাপ।

তোমায় তাই তো করেছিল অনেক চাপ
তোমায় করেনি এই কারনে মাফ।
তোমায় করেছে আঘাতের উপর আঘাত।
তোমায় করছে আঘাত, সেই কারনে কেঁদেছি দিনরাত।

তোমার আঘাতে আহত যে, আমি আজ
তোমার ব্যথায় ব্যথিত যে, আমি আজ
তোমার বোবা কান্নায় কাঁদিতেছি যে, আমি আজ
তোমার ব্যথা ভরা মনের জন্য দায়ী যে, আমি আজ।

পরিশেষে বলি,
আমি করিতছি মিনতি
আমি হলাম সবচেয়ে বড় দোষী
আমি হলাম সবচেয়ে বড় অপরাধী
আমি করিছে যে, ক্ষমার অযোগ্য ভুল।
আমায় তুমি করিও ক্ষমা, মাফ করে ভুল
আমায় ক্ষমা না করিলে পাবো না যে, কোন কুল।

Tuesday, June 18, 2019

ভাগ্য



ভাগ্য
এম এ মাসুদ রানা  

বয়সটা আর কত হবে?
সাত কিংবা আট,
পায়ে পায়ে ঘুরে বেড়ায়
নেই কোন ফাট্।

ভাবনায় ঘুম ভাঙ্গে
মাকে নিয়ে চিন্তা,
সকালটা কি মধুর হবে
কেমন যাবে দিনটা?

ঘড়িতে জানান দেয়
বেজে গেছে সাতটা,
তড়িঘড়ি ছুটে বেড়ায়
হাতে নিয়ে প্রাণটা।

দাদা দিদি কেউ নেই
নেই তার বাবা,
আছে শুধু মা তার
তাও আবার বোবা ।।

শরীর তো নয় আর
শুধু রোগে ভর্তি,
চিন্তায় ঘুম নেই
নেই মনে ফূর্ত্তি।

পেটে নেই দানাপানি
পকেটটা শূণ্য,
রাতভর মায়ের সেবায়
নিজে হয় ধন্য।।

মনে মনে ভাবে আর
করে কাজ আনমনে,
বিধাতার একি খেলা
শয়নে ও স্বপনে।

পাশাপাশি দুটি পথ
জীবন ও মরণ,
মানা ছাড়া গতি নেই
ভাগ্যের লিখন।।
*****

Sunday, June 16, 2019

শ্রদ্ধেয় বাবা


শ্রদ্ধেয়  বাবা 

 এম এ মাসুদ রানা 


ঘাম ঝড়ানো পরিশ্রম করে
অন্ন তুলে দিতো আমার মুখে,
তিনি আর কেহ নয়
 আমার শ্রদ্ধেয় বাবা।

রোজ ভোর বেলাতে ডেকে দিতো
আযানের সময়।
যায়তো ছুটে ফসলের  মাঠে
আহার বুনেন ক্ষেত খামারে
করতো ফসলের তল্লাশি।

সন্ধ্যা সাঁঝে ফিরতো ঘরে
রৌদ্র মাখা ক্লান্ত দেহ
স্বার্থ বিহীন এমন মানুষ
ধরাতে হবে নাতো কেহ।

বাবার ছবি বুকে আঁকা
বাবা মনের কাবা ঘর।
জগৎ মাঝে কোন নেই তুলনা
বাবা আমার বাবা।

Friday, June 14, 2019

তুমি কি শুনবে

তুমি কি শুনবে
এম এ মাসুদ রানা 

আমার ভাল-মন্দ
কিংবা দুঃখ ব্যথা!
তুমি কি শুনবে
আমার কিছু কথা?

আমার ভাল-মন্দ
কিংবা দুঃখ ব্যথা!
মাঝে মাঝে নিজেকে
লাগে বড্ড একা।

মনের মত বন্ধুর দেখা
পাবো আমি কোথায়?
চুপচাপ বসে থাকি
কিছু মনের ব্যথায়।

অচেতন মন বলে ওঠে,
কিছু একটা কর
কি করবো পাই না কিছু 
এবার তুমি নড়।

কখন যে হয়ে যায় পার‌
সকাল-দুপুর-সাঁঝ!
একা একা কোন কিছুতেই
উঠে না মনের বাজ।

ইশ্ একটা কাজ যদি
থাকতো আমার হাতে!
ভাল কিছু করতাম আমি
দিনে কিংবা রাতে।

উদ্ভট কিছু চিন্তা ভাবনা
মাথায় চলে আসে
সেইসব চিন্তা ভাবনার
আগা মাথায় ভাসে।

চিন্তার সাগরে কখনো ডুবে
হাবুডুবু খাই!
মাঝে মাঝে বিরক্ত হয়ে
বলি বাই বাই।

কি আর পড়বো? এখন তো
লাগছে সবই বাসি।
কখনো কখনো মনে হয়
সব কিছুই কাছাকাছি।

কখনো বা জানালা দিয়ে
দূরে তাকায়ে দেখি
চোখের দৃষ্টি মাঝে মাঝে
সুদূরে হারিয়ে যায় জ্বি।

মনের গভীর কল্পনা ছেড়ে
অনন্ত নীলিমায়।
কখনো আমি বন্ধুর কাছে
বলি তোমার আশায়।

উত্তরের প্রতিক্ষায় থাকে
আমার নয়ন দু'টি।
চোখের সামনে ভাসে যে
স্বপ্নে রঙ্গীন জুটি।

মনের মাঝে জাগে কত
হাজারো জটিল প্রশ্ন
মাঝে মধ্যে লিখে ফেলি
ছড়া, কবিতা বা রত্ন।

কখনো পড়তে ভাল লাগে
রূপকথার গল্প কথা
পড়ে বুঝে মনের মাঝে আসে
আসে যথাতথা। 
 

রজনী পোহালেই ঈদ



 রজনী পোহালেই ঈদ

     এম এ মাসুদ রানা 


রজনী পোহালে আসছে ঈদ
তাড়াও না তোমার চোখের নিঁদ
খুশির ছটা বুকে নিয়ে গাও সেই গীত
দূর করে দাও সকল ভেদাভেদ ।

আজকে বাসো সবাইকে ভালো
তাড়াও মনের বিভেদ কালো
মিষ্টি চাঁদের হাসি দেখে নিজে হাসো
হাসির রেখায় হৃদয় করো আলো।

নিজকে নিজে নতুন সাজে গড়ো
বিশ্বটাকে দৃঢ় করে ঈদের নামাজ পড়ো
ঈদের খুশির খুশবু মেখে ঈদগাহে যাও
হৃদয়টাকে ছোট করে খোদার কাছে চাও।

Tuesday, June 11, 2019

অপেক্ষা

   
        

             অপেক্ষা 

         এম এ মাসুদ রানা 


কীসের আশায়, কীসের নেশায়?

কার জন্য আপেক্ষায় আছি?

ক্ষণে ক্ষণে ফেলি দীর্ঘশ্বাস ।

আপেক্ষা যে, আপেক্ষা নয়,

বিষ পান করার মতই স্বাদ। 


কথা ছিলো আসবে 

আসতেও চেয়েছিলে

আসার জন্য মিনতিও ছিল। 

করুণ সুরে বলেছিলে আসবে,

আসতেই হবে তোমাকে। 


কেন করলে তুমি মিছে আয়োজন? 

আয়োজন সাজেলে তোমার মত করে

আমার অপেক্ষায় থাকবে তুমি

বলেছিলে কেঁদে কেঁদে।

কথা ছিল অপেক্ষায় থাকবে 

সেটা না করে অপেক্ষায় রাখলে।

জগৎ সংসার

     

        জগৎ সংসার 

       এম এ মাসুদ রানা 


আপন আপন করিয়া,  কাঁদিলাম জনমভর
কী পেলাম, সেই কান্নার ফল?
কান্না করিয়া কাতোর হলাম
নিরাশ হইলাম আবশেষে, বুঝল না কেউ।

হেলেদুলে দিন গেল, বুঝলে না জীবনের হাল,
এই ভাবে কি আর চলবে কত কাল।
জীবন হলো কঞ্চি বাঁশের মতো,
জন্ম নেওয়ার সাথে  ভাঙ্গে অবিরত।
ধনীরা ধন বাড়ায়, গরীবের তুলে পিঠের ছাল
দয়াল দয়ালেরে তোমার কী কোন দয়াময়া নাই?

জীবন দিলা জীবনের তরে,  সদায় করিবো বাস
সদায় চলিবো সদায় বলিবো এমন ছিল আশ,
কেমনে হল নিরাশার ভীতরে বাস।
আশায় আশায় আছি, আমি হবো যে, সুখী।
যে, সুখের তরে ষাট লক্ষ বীর আছে উচ্চতরে,
না সিধীলে  বিধিয়া কেবল, নর জনম ভর।

Wednesday, June 5, 2019

অভিমানী ভুলে যেওনা

   

অভিমানী ভুলে যেওনা

      এম এ মাসুদ রানা  


অভিমানী, চলে যেওনা…!
সবেতো এলে!
এখনো ভালবাসাই হয়নি।
শুভ্র বেলী ফুলের সুভাস মাখিয়ে,
এখনো বলা হয়নি ভালবাসি!
এখনি চলে যেওনা!
শব্দের ছন্দে তোমায় শিশিরে সিক্ত করা হয়নি।
উচ্ছল প্রকৃতির চোখে চোখ রেখে,
এখনো তোমার মোহে সন্মুহিত হইনি।
নিশ্চুপ গভীর মায়ায় জড়িয়ে ধরা হয়নি!
গুধুলী লগ্নে তোমার মায়াবী মুখে সপর্শ করা হয়নি!
অভিমানী, চলে যেওনা!
সবেতো এলে!
এখনো তোমায় ভালই বাসা হয়নি!
তোমার চোখে সার রং মাখিয়ে,
পৃথিবীর বুকে আল্পনা করা হয়নি।
তোমার হাসিতে মুখোরিত পুষ্প কাঁননে,
বিহঙের কলতান শুনা হয়নি!
একটা রাত তোমার আবেশে শিহরিত হইনি!
ভোরের মিস্টি আলোয় চোখ মেলে,
তোমার উস্কোখুস্কো চুলে বিলি কাটা হয়নি!
অভিমানী, চলে যেওনা!
সবেতো এলে!
তোমায় এখনো ভালবাসাই হয়নি!
তোমায় ছাড়া যার ভোর হয়,
সে তো বড় হতভাগিনী!!
তোমার আবেশে যার চোখের পাতা এক না হয়,
সে তো কলংকিনী!
অভিমানী, চলে যেওনা!
সবে তো এলে!
এখনো ভালবাসাই হয়নি!
সবে তো দেখা হলো..!
তোমার ভাগ্যে আমার জীবন শুরু হলো।।
এখনো ভালবেসে ভালবেসে ক্লান্ত হইনি।
সবে তো তোমার ইচ্ছেয় আমার পথ চলা শুরু হলো,
এখনি থেমে যেতে বলোনা!
সবে তো তোমায় ভালবাসলাম।
এখনো ছন্দের সুঁতোয় শব্দ দিয়ে কবিতা লিখা হয়নি।
অভিমানী…..
চলে যেওনা…!
সবে তো এলে,
এখনো ভালবাসাই হয়নি।

Monday, June 3, 2019

কষ্টের সীমানা

কষ্টের সীমানা

এম এ মাসুদ রানা   

কষ্টের সীমানা কতদুর ?
এর শুরু কোথায়? শেষ কোথায় ?
কারো কষ্ট মুহুর্ত মাত্র,
কারো কষ্ট অষ্টপ্রহর।
কারো কষ্ট সপ্তাহ, মাস বা বছর,
কখনো বা যুগ !
কারো কষ্ট জীবনের অন্তিম শয়নেই সমাপ্তি টানে।
কারো কষ্ট শুকতারার মত হঠাত খসে পরে।
কারো কষ্ট ইন্দুরবির মত পালাক্রমে আসে।
কারো কষ্ট তমঃবিষাদে নক্ষত্রের মত জ্বলে।
কারো কষ্টে কষ্টেই গাঁথা সুখের মালা।
কষ্টের সীমানা কতদুর ?
কারো কষ্ট এলোমেলো, কারো কষ্ট একা।
কারো কষ্ট নিরবে কাঁদে, যায়না তারে দেখা !
কারো কষ্ট দিন দুপুরে, কারো কষ্ট রাতে,
কারো কষ্ট লালে লালে নীল,দাগ কেটে রয় সুপ্রভাতে।
কারো কষ্ট নস্ট বলে, নস্টেই কাব্যের কষ্ট ,
নস্টে নস্টে এক জীবন হারে, কষ্টের গল্পটি স্পস্ট।
কষ্ট আমার চোখের কোনে, বুকে কষ্টের মরুভুমি,
কষ্ট আমার একলা রাতের, কষ্ট আমার তুমি।
কষ্টের সুতোয় কাব্য গাঁথি ,কষ্টেই আমি বাঁধা ,
অশ্রু দামে কষ্ট কিনি, কষ্টেই সুখ গাঁথা ।
কষ্ট আমার একটা আকাশ, বরফ গলা নদী,
কষ্ট আমার একটা অতীত, ছুঁয়ে দেখতে যদি।
কষ্ট আমার ঘরের চোকাঠে, শীতল পায়ে হাটে,
কষ্ট নড়ে চোখের ভিতর, কষ্টের কোলে বছর কাটে।
কষ্ট আমার দুপুর বেলা, কষ্ট একলা রাতি,
কষ্ট বুকের ভাসমান পাঁজর,কষ্ট পথের সাথী।
কষ্ট তোমার বিমুখ হওয়া, কষ্ট জলরাশি,
কষ্টের সাথে সন্দ্বি আমার, কষ্টে কষ্টে হাসি।
কষ্ট খুঁজি সকাল সন্দ্ব্যা, কষ্টেই যত ভয়,
কষ্ট আমার গোপন রাতের, সন্দ্ব্যাতারা সাক্ষী রয়।

Saturday, June 1, 2019

নিমন্ত্রণ

       
নিমন্ত্রণ 

মোঃ জুলফিকার আলী জিল্লুর 


দু'টি
উজ্জ্বল
বর্ণ -
একটি শব্দ
নিয়ে এলো -
একটি
রুপালী ধনুকী চাঁদ
সাথে এলো -
সোনালী বিহন
নানা সাজ নানা রুপে
অপেক্ষিত ঈদ-
অবিরাম অন্তহীন সুখ-
অপেক্ষা,অফুরান ভালবাসা
হৃদয় ডাক তুলে-
আপন জন
প্রিয়োজন
বন্ধু স্বজন
নতুন নাম
নতুন ইঙ্গিত
নতুন ভাষা
নতুন নিমন্ত্রণ।

মা

__________মা____________
____এম এ মাসুদ রানা_______

মা!
তোমার আঁচল এতো যে নিরাপদ
আমি বুঝতে পেরেছি আজ।
তোমার গর্ভ হতে জন্ম আমার
তবু কেন এত জীবনের লাগি বাজি।

মা'গো!
তোমার আমার একই নরীতে বাধা প্রান
ভুলে যাইনি গো মা আজো আমি।
কাজের চাপে ভুলে আছি মা
'করো না অভিমান!
করলে অভিমান
তোমার অভিমানে হবে অকল্যাণ।
তুমি মমতা ময়ী মা' গো তুমি মমতা ময়ী!
আমি পরাজিত তুমি জয়ী।।

মা !
তোমার কাছে তোমার খোকা
তোমার জীবনের চাইতে দামী
তাইতো আমারে রেখেছিলে যঠরে জানে অন্তযামি।

তোমার বকনিতে মধু মাখা
মাগো শাষনেও আদর মাখা!
আমি দৃষ্টির আড়ালে গেলে
পরে মাগো তোমার হৃদয় হাহাকার করে।

 (শূন্য )ফাঁকা !
আমি  অধম মাগো
তোমার সন্তান
তুমি উওম আমি জানি ।
মা বড়ই আমি অপরাধী মাগো •••••••••○○

Tuesday, May 21, 2019

কালবৈশাখী

কালবৈশাখী 

এম এ মাসুদ রানা


 এক বৈশাখে নদীর বাঁকে
চৌরাস্তা বাজারে,
দলে দলে কোলাহলে
যেই না সবাই ঘাটে।

আকাশ  কালো বজ্র আলো
উল্থাল জমিন পর,
এমনি হলো এলোমেলো
কালবৈশাখী ঝড়।

হাওয়ার তোরে সবই ওড়ে
লন্ডভন্ড হলো বালিয়াডাঙ্গী,
ঝড়ের সাথে বৃষ্টি নামে
যায় ভেঙ্গে গাছ-পালা ও বাড়ি।

তৃপ্ত হাওয়ায় দগ্ধ দেহে
শীতল পরশ মনে,
বোশেখ এলে কালবৈশাখী
ভাবায় ক্ষণে  ক্ষণে।

Monday, May 20, 2019

অব্যক্ত কথা

   

________ অব্যক্ত কথা ___________
******* এম এ মাসুদ রানা *******

তুমি ছিলো আমার প্রথম ভাল লাগা
ভাল লাগাতে হয়েছিল ভালবাসা,
ভালবাসা নিয়ে ফুটল ভালবাসার ফুল
ভালবাসার  ফুলে হয়েছিলও মালা
পরবো পরবো বলে হল না পরা।

আজও ভালবাসি বড় বেশি তোমায়
তোমার কথা মনে পরে বারে বারে,
প্রানটা হয় ব্যাকুল। 
ভূলি নাই আমি , তুমিও রেখেছে মনে
 হৃদয়ের গভীর অতলে।

আজ বহু দিন পড়ে মনে পরে যায়
আছড়ে পড়ে হৃদয়ে স্মৃতির ঢেউ, 
যেমনি আছি আমি ,তুমিও ঠিক তাই,
কিছুটা ভাজ বদনে। 
মনের সজীবতা ,চাওয়ার গভীরতা
একটুও পরিবর্তন হয়নি এখনো।

Friday, May 17, 2019

অবসান


~~~ অবসান ~~~
~ এম এ মাসুদ রানা ~

স্মৃতির পাতায় আজো 
তুমি পুস্প হয়ে ফুটে।
পুরোনো সব স্মৃতিচারণ, 
উঁকিঝুঁকি মারে মনের ঘরে।

মন আজ্ঞিনায় বাতাস হয়ে
রোজ আসো আমার বাতায়নে।
রাত্রি হলে আকাশের মাঝে
চাঁদ হয়ে ভাসো মনের গভীরে।

আলোয় আলোয় অনুভূতি ছড়ায়
সেই স্মৃতি যেন আসে আমার পাশে।
তবুও যে আমার থাকে পেরেশান
থাকে পাওয়ার সব আয়োজন
সেই স্মৃতি কবে হবে অবসান।

Tuesday, May 14, 2019

যৌবনের গান


যৌবনের গান 

এম এ মাসুদ রানা                                                            ------------------------------------                                                             
সোনামনি, সোনামনি,
আমরা কচিকাচার দল
দেশের মোরা কর্ণধার হবো,
দেশটাকে গড়বো নতুন করে
এটাই করবো  মন  বল।

ছুটছি মোরা দুরন্ত নেশায়
শিশু থেকে কৈশরে,
কৈশর থেকে যৌবনে,
নীল আকাশ ছুইয়ে দিবে ,
রংধনুর সব রং রাঙ্গিয়ে নিবো,
সততা বিশ্বাসের রশ্মি দিয়ে।
দেশটাকে গড়বো মোরা
যৌবনের গান........ ।

নতূন সূর্য আনবো মোরা,
দূর্নীতিকে  রুখে দিবো
তোরা দেখবে বসে সবে।

দুলদুল ঘোড়ায় চড়বো মোরা,
দুরন্ত বেগে ছুটবো মোরা,
দেশ হতে দেশান্তরে।
সোনার বাংলা গড়বো মোরা
যৌবনের গান........ ।।

Sunday, May 12, 2019

ছোট্টো পাখি

ছোট্টো পাখি

__ এম এ মাসুদ রানা ____


সবুজ বনের ছোট্ট পাখি
অবুঝ তার মন!
জানে না এই  জগৎ জুড়ে 
আছে অন্য জন!


কে আপন কেইবা তার পর
জানতে চাই না কখন 
আপন মনে ঘুরে বেড়ায় ঘুরে
সুখ থাকে না যখন। 


 নীল আকাশের বুকে বসে
আছে সে মহাসুখে 
তাইতো সে নিজে দুঃখ ভুলে
থাকতে চাই  সুখে!

Wednesday, May 8, 2019

নারী

       


         নারী

এম এ মাসুদ রানা 


হে মুসলিম নারী,
কিছু কথা বলি
তোরা শোন, তোরা শোন,
পার্লা‌রে কেন যাও?
ওজুর পানির চেয়ে,
ভালো মেকাআপ
পৃথবীতে আছে বল কী?

তোদের সৌন্দ‌র্যের প্রকৃত রুপ
ঢাকা প‌রে বেরঙ্গের মেকআ‌পে!
মে‌য়েদের সম্মান বাড়ে শুধু
পর্দা আর ইবাদতে।

তাই ব‌লি কি শোন
দুনিয়াবি ও মেকআপ ছেড়ে
দীন ইসলামের পথে চলো!!
এই পথেতে পাবে তোরা
জান্নাতের আলো!!