Friday, June 5, 2020

আতংক

______ আতংক _________
___ এম এ মাসুদ রানা ____

বিশ্ববাসী আতংকে আজ
করোনার ভয়ে ছেড়েছে কাজ।
কখন যে, পরবো করোনার কোবলে
কাকে যে, মারবে মরন ছোবলে।

বিশ্ব আজ থমকে গেছে
মরণ ব্যাধি পৌঁছে গেছে।
কেউ পায় না পরিত্রাণ 
মনে করি ধরলে তো যাবে জান।

তবুও মানুষ ঠাট্টা করে
মরণ ব্যাধি করোনাকে নিয়ে!
খোদা যে, আজ শাস্তি দিচ্ছে 
মরণ ব্যধি করোনাকে দিয়ে।

খোদার গজব যতই আসুক 
অন্যায়ে কাছে করবে না স্বর নিচু।
ইমানদার জাতিই পারে কেবল 
করোনাকে হাঁটতে পিছু।

করোনা

_________  করোনা _________
_____ এম এ  মাসুদ  রানা ____

'করোনা' দিয়ে যতটুকু আঘাত
মনে ভিতরে পুষি ভয়ের প্রতিঘাত।
আল্লাহ'র প্রতি এনেছি কি ইমান
যতটুকু প্রয়োজন ততটুক নয়।

মৃত্যুর ভয় এসেছে এখন মনে 
স্রষ্টাকে বলছি এখন প্রতিক্ষণে।
করোনার নাম বলছে সবাই জনে জনে
মহামারী ধেয়ে এসেছে জনজীবনে। 

ক্ষমা যদি না করো হে দয়াময় 
আমাদের পাপ নিয়ে থাকবে সংশয়। 
পারবো না পার হতে বিপদের ক্ষণ
বিপদ ধাপে ধাপে এসে করবে দহন। 

মন থেকে করোনার ভয় 
করতে পারি যেন মোরা জয়।
ভয় ভীতি থেকে করোনা পরাজয়।
করতে পরি যেন করোনাকে ক্ষয়।

এখনো তোমায় ভালবাসি

___ এখনো তোমায় ভালবাসি ____
______ এম এ মাসুদ রানা _______

কত দিন  রাখনি কোন খোঁজ 
সত্যি ভূলে গেছ কি তুমি?
আমিও খুঁজিনি তোমায় কোনদিনি
ভূলে থাকতেও চেয়েছিলাম। 
সময়ের কালক্ষপণ ছিল বড্ড বেসামাল 
গা ভাসিয়ে ছুটেছি অজানায়।
কর্ম ব্যাস্ত জীবনের দোহাই ছিল বরাবর 
বুঝিনি কে আপন আর করে পর।
আজ তোমায় দেখতে পেলাম নতুন ভুবনে 
দেখেছিলাম কতটা যতনে। 
তোমাকে দেখে দেখে এসেছিল চোখে জল
সেই অজানার অশ্রু জল পাবি কি ফলে?
যেমন ছিলে তেমনই আছো রবে চিরদিন 
এতোটুকুু বদলাতে বাজানি কোন বীণ। 
সুখের হাসি আজো ভরে আছে তোমার বদনে
ব্যথাত্তুর কপাল দেখেছে ক"জনে।
বলতে চেয়েছিল তখনি উচ্চস্বরে, 
এখনো তোমায় ভালবাসি তোমাকে।

শেষ শয্যার শরীর

__শেষ শয্যার শরীর 
_ এম এ মাসুদ  রানা 

বিদ্যুতেরও সাধ্য নেই
রুদ্ধ করে রক্তের প্রবাহ,
যেভাবে রাতের ঘরে
এলে তুমি, আমার কাছাকাছি, 
শরীরের বস্ত্র ছেড়ে হাত নেড়ে
অগুছালো চুল, বাগিচায় ফুল  
যখন উধাও, লজ্জার সকল শীল,
মরে যাই আমি যে তখনি!

উতাল সমুদ্র দেখে ছুটে
এক জাহাজের নাবিক। 
ধ্রুবতারার লক্ষ্যহারা,
কম্পাসের কাঁটাও বিকল
কখন যে, হয় তার
হাহাকার, কীভাবে যে বাঁচি?
চারদিকে বাঁজে, মৃত্যুর বাজে
মায়াবতীর সুরে হয় তো কাজ।

সেই সময়ে, 
আমি একান্ত বাসরে
নতজানু ক্রমে ক্রমে হই।
নিশ্চিত  মৃত্যুর দেখা পেয়েও
সমুদ্র তখন থাকে ফেঁপে 
থাকি রতির চাদরে কেঁপে। 
হর্ষের বদ্বীপের প্রমুখে
প্রাণপণে চলি দাঁড় বেয়ে।

তোমার সম্মত দেহে
আমি সারারাত থাকি চেয়ে।
শেষ শয্যার শরীর ভেঙে
রতিপথ ধরে স্বর্গগামী ।

Friday, May 29, 2020

ক্ষমা করে দাও

____ ক্ষমা করে দাও
___ এম এ মাসুদ রানা 

সীমাহীন ব্যর্থতার মাঝে
উচ্চ কণ্ঠে আওয়াজ কি সাজে?
কাঁধে এই বোঝা বহন করা ভার
মৃত্যুর পরোয়ানা এসেছে কার
অপরাধ করে কেউ পাবে না পার।

অপরাধী মানবের মান
হচ্ছে এইবার খানখান।
জাতিগত ঋণের বোঝা
আছে সবার কাছে গোছা।

ক্ষমা করো প্রভু মোদের রোজ
সর্বদাই করি এখন তোমায় খোঁজ,
গ্রহণ করিনা বেহিসাবি ভোজ
ঢেকে রেখেছি মোরা নজ।

রহমান রহিমের নামে
ভুলে যাও মোদের অপরাধ। 
করোনা করুণ অভিশাপ 
করে দাও মোদের ক্ষমা।

Thursday, May 28, 2020

হলো না

_________ হলো না ________
____ এম এ মাসুদ রানা _____

কেনাকাটা হলো না 
ঈদগাহে কেউ গেল না
প্রিয়াও মোরে শুভেচ্ছা দিলো না
ঈদটাও ভালো করে হলো না।

থেকে গেলো আফসোস 
সবাই মিলে করে বুদবুদ
মনে বহে হুদ হুদ
করে সবাই খুদবুদ।

মন করে বিষণ ডর
বুকে করে ধরফর।
হুকুম হয় না নড়চড় 
বাইরে আসলে বলে মর। 

বাইরে আসে না কোন তরে
কাছে আসে না করোনার ডরে
কাছে আসলে কেউ যদি সে মরে
এখনো মানুষ মরে সমান্য জ্বরে।

বলে সবে কোন কিছু হলো না
গাড়ি ঘোড়া চলে না
দোকান পাট খুলে না
অফিস আদালতে অভিযোগ চলে না।

সচেতনতা ও সহানুভূতির অভাব

___ সচেতনতা ও সহানুভূতির অভাব _______
________ এম এ মাসুদ রানা ________

বিলাসীতা যখন হয়েছে প্রধান কাজ
হৃদয়ে বাজে সাঁজ সজ্জার বাজ, 
উপদেশে দিয়ে আসেনা কোন লাভে 
হৃদয়ে সৃষ্টি করতে হবে সচেতনতার সাঁজ।

কথায় কথায় সবকিছু বন্ধের বাজনা বাজে
টেলিভিশনের পর্দায় সচেতনতার ছন্দ ভাসে। 
ক্ষুধার্ত পেটে এইসবে কি যায় আর আসে?
প্রিয়জন, স্বজন মোদের দেখে বলে নাই নাই। 

নিদারুন কষ্টে নিদ্রা নাহি চোখে আসে
করুণ দৃশ্য বিত্তবানদের চোখে নাহি ভাসে।
কেউ রাখে না কারো কোন খোঁজ, 
সাজাই প্রতিনিয়ত নানা আয়োজনের ভোজ,
তবুও নেওয়া হয়নি অনাহারী স্বজনের খোঁজ।

এমন অবস্থায় মার্কেটে যাই বলো কারা? 
মার্কেটে আসে কি করোনা ভাইরাস ছাড়া?
অবাদে দিচ্ছে না'কি মৃত্যুকে সাড়া?
বাংলায় দিচ্ছে না'কি সর্বনাশে নাড়া?
 
অবশেষে যেন দেখতে না হয় বাড়ি বাড়ি
সাঁজানো লক্ষ লক্ষ আছে লাশ সারি সারি!
শুনতে হবে স্বজন হারার আহাজারি 
লাশকে নিয়ে কেউ করবে না নাড়ানাড়ি 
এই দূর্দশা আসবে মনে হয় বাড়ি বাড়ি।

এখনো সময় আছে সচেতন হয় তারাতাড়ি 
সচেতনতার কথা বলো বাড়ি বাড়ি।
প্রচার করো সবাই মিলে হারাহারি 
বদ চিন্তা ছাড়ো নাড়ানাড়ি 
হুশিয়ার হয়, সবাই কুচিন্তা ছাড়ি।

আর্তনাদ

_____      আর্তনাদ 
___    এম এ  মাসুদ  রানা 

শূন্যে তাকায় মধ্যবিত্ত সমাজ 
পথঘাট হয়েছে ফাঁকা
ক'দিন থেকে আছি উপবাস
করতে পারিনি টাকা-কড়ি রোজগার। 

উচ্চবিত্তরা রাখছে ব্যাংকে জমা
বস্তা ভরা চাল, ফ্রিজে ভর্তি আমিষ।
তাদের ঘরে নেইতো কিছু অভাব
এটা খাবো, ওটা খাবো তাদের স্বভাব। 

এইতো বুঝি নিঃস্ব হলো মধ্যবিত্ত সমাজ
ওরাই বলে দূঃখী অসহায় দের নিয়ে মোদের বাস
তাকিয়ে দেখো মধ্যবিত্তরা তোদের কী কাজ?
তোদের কারণে মধ্যবিত্তরা গোলায় দিচ্ছে ফাঁস।

পেটে ভিষণ ক্ষুধা

_________  পেটে ভিষণ ক্ষুধা  ________
_________ এম এ মাসুদ রানা ________

কি করিবো যাদু? 
প্রাণ যে, আর মনে না।
পেটে যে, ভিষণ ক্ষুধা কেউ তো জানে না
ক্ষুধার জ্বালায় মনে হয় তো আর বাঁচে না
কেউ তো মোদের কাছে সুবার্তা নিয়ে আসে না
মোদের দুঃখ নিয়ে কেউ কখনো কাঁদে না
মন থেকে কেউ মোদেরকে ভালবাসে না।

ক্ষুদার রাজ্য যখন দেখি তোদের খেতে 
ক্ষুদা যে, মোর আরও বেশি বেশি করে নাচে।
কেউ তো আসে না মোদের কাছে
মোদের কষ্ট তাদের হৃদয়ে নাহি বাজে
মোদের জন্য তোদের হৃদয়ে ভালবাসা নাহি ফুটে
ডাস্টবিনের নোংরা খাবারটিও তো নাহি জুটে
তাই তো মোদের বাস হয়েছে ফুটপাতে। 

নিদারুণ ক্ষুদার কষ্ট নিয়ে এখনো বেঁচে আছি, 
মৃত্যু এসেছে তো মোর মনে হয় খুবই কাছাকাছি
বিত্তবানরা ব্যস্ত শুধু, মোদের ভাগ করতে ভাগাভাগি। 
তোরা কি ভাবিস না তোদের মৃত্যু তো এসেছে পাশাপাশি?
রাখে না মোদেরকে তোদের পাশাপাশি
রাখলেই তো সৃষ্টি হবে সকলের প্রতি সমান ভাল বাসাবাসি।

মোর ভাগ নিয়ে আসিস কি কখনো কাছে?
মঞ্চে দাঁড়িয়ে ঝারিস সত্যের বড় বড় ভাষণ 
ভাষণের জন্যে তো তোদের এই আসন
সেই কারণেই করতে পারছিস মোদের শোষণ। 
শত মানুষের যে কথা বলিস, তা কখনো করিস?
তোদের ভাষণ হয়েছে কি কখনো আশিস?

তোদের ভাষণ, হয়নি কখনো আশিস 
মোদের কখনো নাহি ভালবাসিস
তোদের স্বার্থের কথা সর্বদাই যাচিস
এই স্বার্থের জন্য কখনো কখনো ফাঁসিস।

মোরা তো চাই না কোন ভাগ
মোরা চাই শুধুই ইনসাফ
হিসাব যেন নাহি হয় কখনো বেহিসাব। 
শুধু চাই দু"বেলায়, দু"মুঠো ভাত
ভাতের জন্যে হচ্ছি দিবানিশি কাত।
আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই 
বেহিসাবি সমাজে চাই শুরু ইনসাফ।

শুভ সকাল

🏝🏝🏝 শুভ সকাল  🏝🏝🏝
🏞🏞 এম এ মাসুদ রানা  🏞🏞
           
স্নিগ্ধ সকালের শুভ্রতায়
কেটে যাক না দিন মৌনতায়।
হয়তো রবে না কাছাকাছি
যেন তবুও যেন বয়েছো পাশাপাশি।
আলো-আঁধারির খেলা শেষে
সূর্য যেন আসে পূর্ব দিগন্তে ভাসে
তুমি মনে হয় আর আসবে না কাছে।
বলছি গভীর ভালোবেসে
চলো না যাই স্বপ্নের দেশে।
হোক না এটাই সত্য, 
তোমাতেই শুরু, তোমাতেই শেষ
রয়ে যাবে তবুও মধুর আবেশ।
জানি পরেছে তোমার মনে আকাল
বলতে চাই আমি শুভ সকাল।

মধ্যবিত্ত

_______ মধ্যবিত্ত 
____ এম এ মাসুদ রানা 

আমি মধ্যবিত্ত, 
নেই মোর জমানো কোন অর্থ 
অর্থের কাছে হয় বারে বার ব্যর্থ।
পেটে আছে ভিষণ ক্ষুধা 
ছটপট করতেছে এই জান
বেরিয়ে যাবে বুঝি মোর প্রাণ
মোদের নিয়ে করবে না আর ফান।

আমি মধ্যবিত্ত,
পাততে পারি না তো এই হাত
ক্ষুধার জ্বালায় হয়েছি কাত 
জীবনে ধরেছে চরম ভাজ
হাত পাতলে আসে মোর লাজ
চলে যাবে তো মোর জাত।

আমি মধ্যবিত্ত, 
কি করবো আজ হায়?
সময় এসেছে সম্মান বলে যায়-যায়
উচ্চবিত্তরা চালায় সমাজে খাই খাই
মধ্যবিত্তকে দেখলেই বলে নাই নাই।

আমি মধ্যবিত্ত,
সমাজে সম্মান বাঁচাতে করি অভিনয় 
এই জ্বালা নিয়ে তিলে তিলে জীবন ক্ষয়
এরই ফলে হরদমে মৃত্যুকে করছি জয়।
আবার এখন মৃত্যুকে করি চরম ভয়।
মোদের তরে সমাজপতিরা হয় না সদয়
সম্মান বাঁচাতে মধ্যবিত্ত তিলে তিলে ক্ষয়।

লকডাউন

_______ লকডাউন 
_____ এম এ  মাসুদ রানা 

কর্মব্যস্ত শহর হয়েছে আজ নিঃশব্দ
চারিদিকে বিরাজমান মরণের ভয়
এরই তরে জনজীবন তিলে তিলে ক্ষয়।

নেই কোন সোরগোল 
নেই কোন গোলমাল 
নেই কোন আয়োজন। 

হয় না তো কেউ বেসামাল 
হয় না তো কেউ মাতাল 
হয় না তো আবাদ রাতে বিচরণ। 

যার যার অবস্থানে লক ছাড়াই ডাউন।
বলতে পারো আমিও গৃহবন্দী
করি না আরও কারো সাথে সন্ধি।

প্রকৃতির অপরুপ দৃশ্য দেখি
ডাইরির পাতায় কবিতা লিখি
টেলিভিশনে ভিন্ন ভিন্ন ছায়াছবি। 

মুহুর্তেই লাশ হচ্ছে বহু তাজা প্রাণ 
বাধ্য হয়ে নিতে হচ্ছে লাশের ঘ্রাণ 
হয়েছে মহাবিশ্ব আজ নিষ্প্রাণ। 

দেশে দেশে দেখি শুধু মৃত্যুর মিছিল।
বিষন্ন ভগ্নহৃদয়ে তাই ভাবি সারাক্ষণ
কতক্ষণ থাকবে এই রণ। 

মানুষের চিৎকারে ভৃত্য হয়ে পরেছে সবে
মৃত্যু নিয়ে দুয়ারে দুয়ারে আসবে কবে
সাবধান তো সবাইকে হতে হবে।

সবারই না'কি বাইরে বেরুনো নিষেধ
এটা হলো রাস্ট্রের আদেশ
লকডাউনে আছি এটাই বেশ।

মাফ করে দাও খোদ

______ মাফ করে দাও খোদা _____
______ এম এ  মাসুদ  রানা ______

কবিদের কাব্য শৈলী থমকে গেছে 
পরে গেছে চারিদিকে আর্তনাদ। 
উচ্চবিত্তকে করোনায় করছে কাত
নিম্নবিত্ত খিদায় নিচ্ছে মরণের স্বাদ।

করোনা পেতে রেখেছে  মরণ ফাঁদ 
সবাইকে করে সবাই নিরাশা। 
ফেলতে পারে না তো কেউ নিঃস্বাস 
আতংকের মাঝে করতেছে মানুষের বাস।

ঘোরে সবাই জনে জনে, 
আলাপ করে সবার সাথে ফোনে ফোনে। 
হবে কি করে করোনা থেকে আজাদ 
করতে চাই না কেউ নির্ঘাত মরণকে সাক্ষাৎ। 

সবকিছু ছেড়ে তুলেছি খোদার কাছে হাত 
আমাদের কৃতকর্মের জন্য হয়েছে মোদের লাজ।
পেতে চাই সবাই সুস্থ জীবনের স্বাদ
হে মেহেরবান আমাদের করে দাও মাফ।

Sunday, March 22, 2020

গজব

________ গজব __________

___ এম এ  মাসুদ  রানা ____


আল্লাহ দিচ্ছে যতই গজব
আমরা কামায় করি আজাব।
সকাল-সন্ধ্যা পাপ করি
অযু করে নামায় পড়ি।

সৃষ্টি তোমার তামাম জাহান
শ্রেষ্ঠ তোমার মানব জাত
গজব দিয়ে করতেছ কাত
তবু্ও তারা হয় না ভাজ।

আর দিওনা এই জমিনে
করোনা নামক গজবের আঘাত
এবার তো মোরা হয়েছি কাত
তাওবা হয়ে হবো ভাজ।

শুনছি আসছে আবার পংকপাল
এটার না"কি আরেক ঝাল? 
ক্ষেতে ফসল করবে না"কি বেসামাল? 
তাই হয়েছি সবাই তাল বেতাল।

আর করবো না কাফেরি কাজ
এবার তো মোদের হয়েছে লাজ
মুনাফেকি কাজ দিবো বাদ 
করবো মোরা সৎ কাজ।

Sunday, March 15, 2020

খেয়ালি

___________ খেয়ালি _____________

_______ এম এ মাসুদ  রানা __


খেয়ালি ক্ষণে ক্ষণে,
মোর কথা যদি আসে তোর মনে,
বুঝিবে আমি আছি তোর সনে
খু্ঁজিতে হবে না তোকে জনে জনে।

থাকিবো না"তো গহীন কোন বনে
অযাচিত হয়ে থাকি না"তো রণে। 
খুঁজিতেছো বল তুমি বনে বনে
খু্জিতেছো বল তুমি জনে জনে।

তোর ভাবনায় আসে না কেন?
সর্বক্ষণে থাকিস তুই মোর মনে।
দূরে রাখি না তোকে কোন ক্ষণে
তোকে বলি না কখনো অন্য জনে।

বেকুলতার মাঝেই তো আকুলতা 
এরই মাঝে হয় না'কি প্রীতি খোঁজা?
মিস ছাড়া, হয় কি গো ভালবাসা?
ভালবাসার নামে দিচ্ছো মিছে আশা।

করোনা ভাইরাস

___ করোনা ভাইরাস

__ এম এ মাসুদ রানা __


মরণ ব্যাধি এই করোনা
ধরলে তো আর ছাড়ো না।
করল প্রথম চীনকে জয়
করছে এখন সবাই ভয়।

বান্দা যখন আল্লাহকে গেল ভুলে
ঠিক তখনি করোনাকে দিলো তোলে।
ছাড়ো এবার মানুষ মারার ইনজয়
করোনা এবার করছে তিলেতিলে ক্ষয়।

সময় কেবল যাচ্ছে সবার
করোনা আবার ধরলো কার।
ভয়টা তোর আর যায় না ছেড়ে
করোনা তো সবাইকে দিচ্ছে মেরে।

খোদার কাছে এই মোনাজাত
'করোনা' থেকে যেন পাই আজাদ।
গুনাহ যেন করেন মাফ
বেমার করতে না যেন পারে কাত।

সব ছেড়ে আল্লাহ' পথটি ধর
কাজের মাঝে আল্লাহকে সরণ কর।
আল্লাহকে ডাকার পাশাপাশি
ইমান রাখিস কাছাকাছি।

Tuesday, March 10, 2020

একটি খেলা

_____ একটি খেলা _____

   ___ এম এ মাসুদ রানা ___



তুমি বরং তারই গল্প হয়ে যাও
যাকে তুমি মনের গভীরে নাও।
কখনো কি তাকে ছাড়তে চাও?
তারই কথা ভেবে তো সুখ পাও।

যে তোমাকে বইয়ের পাতায় পাতায়
লিপিবদ্ধ করে রাখতে চায়।
তুমি বলোই তো সে ছাড়া তুমি নাই
কি করি বলো হাই!

আমি না হয় পড়বো সেই গল্প
কোন এক বই মেলায়।
আমায় নিয়ে খেলেছো খেলায়
কোন একটা গোধুলীর বেলায়।

বিফলতা

------------ বিফলতা ------------

         ------ এম এ মাসুদ রানা -------


আজ বহে বুকে যমুনার বান
কথায় কাজে ছিল না কি মান
তাইতো হচ্ছে হৃদয় খানখান
চলে যাবে বুঝি এ-ই প্রাণ।

কথায় কাটে সবাই কথার ভাজ
করে যাই সবে মন দিয়ে কাজ
সেজেছো এখন অনুপম সাজ
বাঁজিতেছে কানে আনন্দের বাজ।

নতুন নতুন লোকের মাঝে
রয়েছো প্রিয়োজনের সাথে
মনোযোগী হয়েছে নতুন কাজে
আমার কথা মনে নাহি আসে।

ব্যথাতুর হৃদয়ে ব্যর্থতা ঘুচাতে
করি এখন চেচামেচি কলরব।
ব্যর্থতা কাঁধে নিয়েছি সবে
একাকীত্ব হয়েছি এখন ভবে।

বন্ধ করো

_________ বন্ধ করো __________

------- এম এ মাসুদ রানা ------


তোমরা জালিম, তোমরা নাস্তিক, 
তোমারা বড়ই স্বার্থপর!
মঞ্চ কাঁপিয়ে শান্তির কথা বলিস 
আবার কথায় কথায় মানুষ মারিস।

জুলুম নির্যাতন এসব দেখে
খুনের নেশা তোদের উঠে ফেঁপে,
বিশ্ব জনতা উঠেছে কেঁপে। 
মানব নিধন করতে গেলে
কাঁপে উঠেনা তোদের মন!

এখানে ওখানে বিশ্বজুড়ে
মা-বোনদের আহাজারি!
এইসব দেখে করছো কেন হাসাহাসি
থামছেনা তোদের  খুনাখুনি।
শান্তির আশায় প্রহর গুণি।

বিশ্ব মঞ্চে বড় বড় শান্তির ভাষণ
তোরা এরার বন্ধকর।
সবকিছু ছেড়ে চীনের দিকে লক্ষ কর
আমার দাবী মানব হত্যা বন্ধ কর।

কোন বিবেক নিয়ে করিস বাস
কথায় কথায় মানুষ মারতে চাস।
তোরাই না জাতীর কাণ্ডারি
বন্ধ করো তোদের সব ভণ্ডামি।

আমি তোমার সাথী

_____ আমি তোমার সাথী____

______ এম এ মাসুদ রানা ______


দিবসের শেষে গোধুলীর সাঁঝে
পুর্ব দিগন্ত থেকে তোমার সুর আসে।
নদীর ধারে দক্ষিনা বাতাস বয়
মাঝে মাঝে কেমন আছিস কয়।

দুঃখ থাকলেও আমার বুকে
জানতে পারবে না কেউ শুকে।
ভালবাসার স্বরে নদীর জল বলে
সুখ করিস খালি কোন ফলে।

তোর মনে আছে কত যে দুঃখ
সে"তো আমি জানি, আমি জানি।
দুঃখের পরে আসবে সুখ
এটাও তো আমি মানি, আমি মানি।

গভীর রাতে পরে আঁখির জল
দূঃখ ভরা নয়ন করে টলমল।
আমি সর্বক্ষণে থাকি তোমার পাশাপাশি
ধরে নিতে পারো আমি তোমার সাথী।