ঘুষ
এম এ মাসুদ রানা
চল্ চল্ চল্ প্রচুর ঘুষ পাবি চল্
সরকারি চাকরিতে এখন ঘুষ প্রবল
ছলে বা কৌশলে একটি পদ কর দখল
বিসিএস ক্যাডার কিংবা পিয়ান বল।
বর্তমানযুগে মানুষের এটাই গান
ঘুষের সুযোগ ও পেনশন পান
দোষ কি সবাই খায় আপ্নেও খান?
অবৈধ সম্পদ কারা না চান।
ঘরে ঘরে তোলে কেউ সময়ের দাবি
আইন করা হোক ঘুষে, মুখে মুখে রাখি।
ঘুষ হলো উন্নয়নের প্রধান একটা চাবি
বেশি ঘুষ নিলে আবার পুরস্কারো পাবি।
ঘুষ দিলে তুমিও তো ঘুষই পাবি
যা কিছু ক্ষতি করে দিবি শতগুণ নিবি
ঘুষ হয়েছে এখন জাতীয় একটা ছবি
সরকারি চাকুরী তরে তুমিও ঘুষ দিবি।
ঘুষ ছাড়া হয় কি এখন কোন কাম
ঘুষ দিলে তো বেড়ে যাবে তেমার মান
সচিব, আমলা সবাই করবে সম্মান
ঘুষ না দিলে, দিতে হতে পারে জান।
No comments:
Post a Comment