প্রেম
এম এ মাসুদ রানা
সন্ধ্যা নামলো হঠাৎ করে, দিবসকে বিদায় দিয়ে
নিশাচরীর চরাচরের বিচরণের অধিকার নিয়ে।
সূর্যের আলোক রাশিকে নিষিদ্ধ ঘোষণা করে
পৃথিবীর অভিনয়, সবে কালো পর্দায় মুড়ে
আজ সন্ধ্যাটা নামে, হঠাৎ করে এসেছে দোরে।
জোছনার বান ডাকে উঁকি দিবে জোনাকিপোকা
দেখবে ভালোবাসার চিহ্ন হয়েছে থোকা থোকা।
মানুষের প্রেমে, ধরে নিও উর্বর ফসলী জমির মতো,
অনাগত শশ্যের মতো, নিষ্পাপ মুখ আসে কত্তো শত।
থেমে যাওয়া সময়ে ঝিঁঝিঁ পোকার হাঁক আর ডাক
চিতা প্রিয় হরিণীর রক্তের গন্ধের ঘ্রাণে চেয়ে থাক
উত্থাল পাথাল জোছনার স্রোতের মতো বেগ রাখ।
তবুও আরো শক্ত, বাঁধনে বাঁধে রাখতে হবে
মানব মানবী বলবে, এই প্রেম অমর হয়ে রবে।
No comments:
Post a Comment