আধুনিক বিয়ে
এম এ মাসুদ রানা
আধুনিকতার নেশায়
কোন তামাশায়!
মুসলমানেরা হরদমে
ঈমান হারায়!
প্রলয়কালের সাথে
তাল মিলিয়ে,
কেমনে মুমিন মুসলমান
করবে বিয়ে।
বিয়ের বাজার হয়েছে
বেজায় গরম,
যৌতুক দিতে নাই কোন
লজ্জা শরম।
দশ বারো লাখ
টাকার কাবিনে,
নগদ বাকির সবে
থাকে জামিনে।
মোহরানা হয় নাকি
নারীর হক?
অনাদায়ে রয়ে যায়
ভেজার থাক।
ওই বিয়েটা হয়
তেমন বকব্রতী,
হলো না বেশি
আর খরচাপাতি।
No comments:
Post a Comment