নিষ্ফল বাসনা
এম এ মাসুদ রানা
আমি জানি, তোমার থেকে জানি,
এখন তোমার নেই কোন কাজ
তাই তো এস এম এস করেছি আজ।
তুমি দাও নাই উত্তর, বলনি তুমি হাই
তাহলে কি আমি বুঝে নিবো আমার মূল্য নাই
আমার সাথে কথা বলতে, তোমার মনে নাহি চাই
বলা, চলা,কথা এসবের কোনোই দাম নাই।
মূল্য চাইবো না, এস এম এসও করবো না,
হুট করে হারিয়ে যাবো কোন এক অজানা পানে
যে পানে আমায় কেহ নাহি চিনে আর জানে।
তখন হয়তোবা, তখন তুমি মোরে খুঁজিবে
মনের মাঝে স্বপ্ন নিয়ে অনেক কিছু বাঁধিবে
তোমার সাধ্য থাকিবেনা যে, গতি পথ রুধিবে
মাঝে মাঝে হাঁসি মাখা মুখে কান্নাও আসিবে।
No comments:
Post a Comment