-------বুঝিবে তখন ---------
এম এ মাসুদ রানা
তুমি বুঝিবে, তুমি বুঝিবে,
আমি থাকিবো না যখন,
বাতায়নে রাতে দাঁড়িয়ে
আকাশের প্রাণ দেখিবে তখন,
হাজার তারার জলসার মাঝে
আমায় খুজিবে তোমার মন।
বুঝিবে সেইদিন বুঝিবে
চোখের জলে ভাসিবে বুক
শাড়ির আছলে মুছিবে চোখ
পাইবে না কোন জায়গায় সুখ।
আসল নকল চিনিবে
ভালো আর মন্দও জানিবে,
খুঁজিবে সেইদিন খুঁজিবে
নিশি রাতেও আমায় বুঝিবে,
ভেঙ্গে যাবে যখন তোমার ঘুম
দিশেহারা হয়ে খুঁজিবে।
হাতে নেবে আমার লেখা বই
খুঁজিবে আমি আছি কই,
পড়িবে আমার লেখা
বলিবে তুমি ছাড়া কেমনে রই।
তুমি পড়িবে শুধু বইয়ের লেখা
বইয়ে আছে যে, ছবিটা আঁকা,
মনে মনে শুধু বলিবে কবি
আমার কথাগুলো ছিলো বাঁকা।
কবিতা পড়িতে পড়িতে
তোমার নয়নে আসিবে জল,
পাগল হয়ে বলিবে
আমার কবি তুই কথা বল।
পাখি ডাকা ভোরে
বাঁধিবে তোমায় ডোরে,
আমার সমাধীর পাশ থেকে
তুমি যাবে নাহি নড়ে।
নিথর প্রাণে থাকিবে দাঁড়িয়ে
জলভরা দু’টি চোখে
আমায় তুমি বলে ডাকিবে,
আসিবে স্মৃতির কথা মুখে।
স্মৃতিময় স্মৃতি আঘাত করিবে
তোমার মনের ভিতর,
বুঝিবে তখন বুঝিবে
সেই তরে করিবে ধড়-ফড়।
No comments:
Post a Comment