হীন শাসন
এম এ মাসুদ রানা
দিবাকর আজ হয়েছে
নিদারুণ ক্লান্ত
দর্পে দর্পে চলে সর্বত্র
শাসনে অশান্ত।
ঘরে কিংবা বাইরে
কোথাও নাই শান্তি
খুন ধর্ষণ ও বেবিচার
খেয়েছে সব অশান্তি।
জ্বলছে আগুন হরদমে
শুনি সব খানে
কি যে হবে কি যে করি
বলি যাই জনে জানে।
দুষ্ট লোকে মিষ্টি কথায়
ভরেছে সোনার দেশ,
সৎ মানুষ লেজ গুটিয়ে
ভালোর স্বপ্ন শেষ।
কেউবা আছে টাকার জোরে
বাড়ায় গায়ের গরমে,
জ্ঞানীরা ইজ্জত লুকায়
নষ্ঠ হবে এই শরমে।
ধর্মের বানীর ছড়ায় তারা,
রাখে না মর্মবানী,
মানতে হয় তারা নারাজ,
যতই করে কানাকানি।
No comments:
Post a Comment