টাকা
এম এ মাসুদ রানা
সত্য ও মিথ্যার মাঝখানে
টাকার বিস্তার হয় সবখানে।
টাকায় বাড়ায় সব আপত্তি
টাকায় সৃষ্টি করে শক্তির ভিত্তি।
টাকায় বৃদ্ধি করে সম্মান
টাকায় হলো পৃথিবীর তামান।
জগৎ জুড়ে টাকা উড়ে
টাকার মেলায় অনেকে ধরে।
রাজনীতি বলো সমাজকর্ম বলো
সর্বত্রই শুধু টাকা নিয়েই চলো।
অসৎ লোক পায় সুখ সাচ্ছন্দ্য
তারাই বসবাস করে মহানন্দে।
টাকায় তাদের একমাত্র হাতিয়ার
অর্থেই প্রয়োজনে করেছে তৈয়ার।
সুখের মাঝে খুঁজে দুঃখের ছায়া
টেনে আনে বারেবারে মিথ্যে মায়া।
No comments:
Post a Comment