Tuesday, January 29, 2019

আমার ভাবনা

____   আমার ভাবনা ____
___ এম এ মাসুদ রানা ____

সখী, ভাবনা কাহারে বলে।
সখী, যাতনা কাহারে বলে ।
সখী, সাধনা কাহারে বলে।

তোমরা যে বলো দিবা- নিশি
‘ভালোবাসা’ ‘ভালোবাসা’
সখী, এটা আবার কী?
সখী, ভালোবাসা কারে কয় !
সে কি শুধুই যাতনা আর যাতনা?
সে কি শুধুই দু"চোখের জল ?
সে কি শুধুই  দীর্ঘ শ্বাস ?
মানব  তব কেন ছুটে মিছে আশায়,
এমন সাধনা ও বাসনায়।

আমার চোখে তো সবই শোভন,
সকলই নবীন, সকলই প্রবীণ,
সুনীল গগন, শ্যামল শস্য,
পূর্ণিমা জোছনা, কুসুম কলি
সবই আমার মতো ভাবি।
তারা শুধুই হাসে, শুধুই গায়,
হাসিয়া খেলিয়া মরিতে চায়—
না জানে বেদন, না জানে রোদন,
না জানে সাধের যাতনা যত ।

ফুল সে হাসিতে হাসিতে ফোঁটে
আবার হাসিতে হাসিতে ঝরে পরে।
জোছনা হাসিয়া হাসিয়া ধরনীতে আসে,
জোছনা আবার হাসিয়া মিলায়া যায়।
সাগর তো হাসিতে হাসিতে চলে,
হঠাৎ কেন গর্জনে ফেঁপে উঠে দুই কূল।

Sunday, January 27, 2019

নীরব মানবতা

_____ নীরব মানবতা
___ এম এ মাসুদ রানা

আমি এই ধরণীতলে কে
হারিয়ে যাই ক্ষণে ক্ষণ
সীমাহীন কতই যাতনার তলে!

কাত্তুর সুরে সংগীত ভেসে আসে ;
মোর হৃদয়হীনা হৃদয়ের পথে
পূর্ব  দিগন্তের সূর্যটা হাসতে হাসতে উঠে!

দিবসের প্রভাতের শুভ ক্ষণে
স্মৃতির দরজায় উঁকি দেয় সুরে বেসুরে
ঠিক তখনি ম্লান হয় আনন্দ মেলা।

স্বার্থের কারনে স্বার্থ বেচাকেনা করি
নিষ্ঠুর মানবতার মানব হয়ে
কতই না মায়াবতী রূপ ধারণ করি।

মনবতার আদালতে দিয়ে থাকি তালা;
পৃথিবীর স্বার্থ সিদ্ধ লাভের আশে --
মিথ্যে  অভিনয় ও আছে যত ছলাকলা।

যে সুধা পান অযোগ্য অযোগ্য জানেও
আবার সন্ধনী হয় সতত এ সংসারে --
 যার আছে কি কোনো কিঞ্চিত মূল্য?

আমার মানবতা কত যে বড়
দেখাতে চাই না ফিরে একবার
মানবতা আমরা বুঝেও না বুঝিও।

মানবের মানষ চেতনার এ বড় গুণ
থাকার কথা সবার মাঝে সর্বক্ষণ
জলন্ত দাবানল জ্বলায় সম শিখা!

মানবতায় হীনতা পোড়ায় না তবু ;
দগ্ধ করে না চেতনার অঙ্গীকার
তাইতো মানবতা আজ এতই  নীরব।

Friday, January 25, 2019

ফেলানি

°°°°°°°°°°°°° ফেলানি °°°°°°°°°°°
°°°°°°°°° এম এ মাসুদ রানা °°°°°°°°

তোমায় নিয়ে নতুন  লেখা লেখেনা আর কেউ,
তোমায় নিয়ে নতুন করে ভাবে না তো কেউ,
তোমার জন্য মমতা মহো দেখায় না তো কেউ,
তোমায় নিয়ে আবেগ ভরে ভাবনা ভাবে না তো কেউ।

সারা বঙ্গ বলেছিল, ঝুলোনি তুমি ঝুলেছে এই বঙ্গ,
তোমার রক্তে রাঙ্গায়নি তোমার শরীর, রাঙ্গিয়েছে এই বঙ্গ,
লিখেছিল অনেকে তোমার জন্য বিশেষ কিছু ছন্দ,
করেনি কেউ তোমায় গালাগালি আর মন্দ।

তোমার জন্য কেঁদেছিল সবে হাসেনি কোন প্রাণ
তোমার জন্য  করেছিল প্রতিবাদ, করেনি কেউ অপমান
তোমার জন্য কেঁদেছিল পূর্ববঙ্গ, চেয়েছিও সুবিচার
তোমার জন্য করেনি আপোষ পাইনি সুবিচার।

শুধু কাঁদেনি তোমার পিতা, কেঁদেছে গোটা বঙ্গ
কান্না দেখে সাথে ছিলো সবাই, ছিল না শুধু পশ্চিম বঙ্গ
বিচার চেয়ে চেয়ে পেয়েছি কি আর কত্তো গালমন্দ
কেঁদেছিল গোটা বিশ্ব শুধু কাঁদেনি পশ্চিম বঙ্গ।

Wednesday, January 23, 2019

প্রবাসীর কথা

____ প্রবাসীর কথা
__ এম এ মাসুদ রানা

তোমরা তো দেশে থাকো
তোমরাই হলে আসল সুখী।
আমরা প্রবাসে যারা
আমরা প্রবাসে থাকি
আমাদের নাই দিবানিশি!

তোমরা তো চাকুরী করো
হয়তোবা কেউ না কেউ !
বাড়ি ফিরে মাকে  বল
মা ভাত দিছো কই।

আমাদের নাই  বাড়ি
সবাই মিলেই একটি ঘর!
এইটা কার ঐটা কার
চেচাঁমেচি দিবানিশি  ভর!

তোমারা যাও লাইব্রেরিতে
করো অভিধান পাঠ!
আমাদের তো কিছু নেই
আছে শুধুই মায়ের দেওয়া
ছেঁড়া খেতা বালিশের থাক।

শেষ ইচ্ছা

_________ শেষ ইচ্ছা ___________
______ এম এ মাসুদ রানা ________

আমি হাসবো যতো আসুক বিরহব্যাথা
আমি কাঁদবো না কখনো,
আসুক যত জীবনে আধার।
বেদনা চেপে  রাখবো বুকের গভীরে
তোমার কোলে মাথা রেখে ভুলে যাবো বলে,
কয়েক ঘন্টা ঘুমাবো ক্লান্তি হবে অবসাদ।

এই প্রেম যে আমার অনন্তের অসীম
আমরণ চিত্তে রবে প্রজ্বলিত শিখা,
তোমার ভালোবাসা অর্জনের আশায়
কতো যে, হা-হা-কার মনে দোলা দেয় বারে বারে।

আর কতো জ্বলন্ত শিখাকে জ্বালাবে ,
আর ফিরিয়ে দিওনা তৃষ্ণাতূর হৃদয়কে।
তোমার কোলে দুঃখ ভুলি বলে
এই নিয়ে করেছো কত্তনা খেলা,
আর খেলা নই শেষ ঘুমাতে দাও
ঘুমাতে দাও শুধু একবার।

Monday, January 21, 2019

মনের কথা

 মনের কথা

এম এ মাসুদ রানা 


মন জ্বলে মনের প্রহরে
তুমি হীনা বল রইব কেমনে,
সেতো তুমি ভালো জানো
মন পুড়ে স্মৃতির সরণে।

তুমি বিনে আর নেই কেউ 
এই মন সাজার,
আমি তুমি হীনা কতোটা একা
দিবসেও আধার,
বহু পথে হেঁটে আসা ক্লান্ত মন 
নেই কেউ বাঁধার।

যতটা ভাবনা ভাবি তোমার 
ফিরে আসা নিয়ে,
সবে কিছু মিছে আশা হবে
মিছে ভরষা দিয়ে।

Monday, January 7, 2019

সিমনের যাত্রায়

________সিমনের যাত্রায়__________
__জুলফিকার আলী (জিল্লুর)__
বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

অনাদর, অনাদর এ কোন অনাদর ?
তোমার সর্বঙ্গের কচি মাখা প্রেম গুলি
     ছলকে দেখার দুলকে-দুলকে
                মুচকি হাঁসি।
ছোট-ছোট দুষ্ট আর মিষ্টি কথার
                ইন্দ্রোজালে
এ কোন অনাদর রেখে গেলে তুমি?

ভূলতে পারি না,  কিছুতেই ভুলতে পারি না
দীঘল পায়ের চপল চলা আর ছলকে দেখা।
       তুমি তো তোমার মত করে
সাজালে তোমার স্বর্গ রথের ভেলা-
                     কিন্তু
তোমার স্মৃতির যাদু আতকে তুলে
বাঁধ ভাঙ্গা ঝড়ে বেলা অবেলা।

তোমার বাল্যবেলার ধুলো মাখা অঙ্গখানি
        না জানি তৃষ্ণাতুর করে তুলে
                     অবশেষে
                ঢেউ ভাঙ্গা ঢেউ এ
       বুকের ভাঙ্গা পথ ভেঙ্গে ফেলে
কাফন পরা দাফনের একোন অনাদরে।

Tuesday, January 1, 2019

হে নতুন বর্ষ

______ হে নতুন বর্ষ _______
____ এম এ মাসুদ রানা _____

পা‌ল্টে যাবে বর্ষপুঞ্জির পাতা
কম‌বে সবার জীবনআয়ু!
কাঁদ‌ছে হৃদয় শোক বেদনায়
কাঁপ‌ছে আরও জীবনের স্নায়ু!

‌কি‌সের আবার নিউ ইয়ার
কি‌সের আবার হাসি খু‌শি!
আমলনামায় দেখ‌ছি কি?
আমরা সবাই কলুসিত ভু‌সি!

নতুন সূর্য আনুক ব‌য়ে
স্বর্ণমাখা দিবস নিয়ে!
এই করি প্রার্থনা মোরা
‌শোধ হ‌য়ে যাক জমাকৃত
আছে পাপের যত ঋণ!!

Wednesday, December 19, 2018

আমাদের স্বাধীনতা

আমাদের স্বাধীনতা 
এম এ মাসুদ রানা 

লাশ ঝুলে কাঁটাতারে
ঝুলছে আরও তড়িৎ তারে, 
মরা বাদুড়, ঝুলছে ঝুলুক
লাজ-শরমের যাই মরে। 
গর্ব করে বলবি মোরাস্বাধীনতার 
তরে জীবন দিয়েছি মোরা।

বুকের পরে চলছে গুলি
হচ্ছে খালি মায়ের কোল
উড়ছে খুলি এই বাংলার
মগেরমুলুক, চলুক বল।
লাজ-শরমের কী আছে যায়!
বুক ফুলিয়ে বল তোরা
মোদের দেশ স্বাধীন দেশ
ইতিহাসে আছে ভরা।

Tuesday, December 18, 2018

জীবন

________জীবন_________
____এম এ মাসুদ রানা_____

জীবন সংগ্রামে চলছি একা
নেই কোন সজনীর দেখা,
কি আসে, কি যায়?
কি পাবো আর না পাবো।

তা নিয়ে আর ভাবি না
জয় না পরাজয়,
হবে তো নিশ্চয়
পাবতো যাতনা না যন্ত্রণা।

বারে বারে ফিরে আসে
ঘুরে যায় কি আর?
জীবন চলে কি ভাবনায়
তা নিয়ে আশাতীত।

Saturday, December 15, 2018

আবেগী মন

_________ আবেগী মন
              এম এ  মাসুদ রানা

কিছু কিছু পরিচয় হয়ে থাকে অচেনা
তারা কল্পনার রঙে ছড়ায় দুটি ডানা।
 মনে মনে ছবি এঁকে যায় দিবানিশি
 তাদের  মনের তুলিতে আল্পনায় সুখ।
কিছু জানা নাইবা হলো তাদের জানা
 তৃষ্ণাত্ব  বুকে কোন থাক না শূন্যতা।
 কাছে এসে প্রেমী হারিয়ে যায় সব কথা
 কষ্টের ঢেউ যতই আসুক তাদের বুকে!
থাকে না কোন ব্যথা তাদের মনে।

Wednesday, December 12, 2018

জিজ্ঞাসা

______________ জিজ্ঞাসা
___________ এম এ মাসুদ রানা

তুমি কি এখনো দিবানিশি আময়া নিয়ে ভাবো?
তুমি কি এখনো সারারাত জোছনা দেখো?
তুমি কি এখনো আগের মতই গান লিখো?
তমি কি এখনো আগের মতোই থাকো?

তোমার সে স্বপ্ন কি এখনো নতুন?
নতুন দিনের হলেও, কি শুরু না কি শেষ?
তুমি কি এখনো সে দিনের কথা মনে করো?
তুমি কি এখনো আকাশের পানে চেয়ে চেয়ে থাকো?

নিঝুম রাতের তারারা এখনো কি তোমাকে খোঁজে না?
অশ্রুকণা গুলো কি এখনো বৃষ্টি হয়ে ঝড়ে পরে না?
তোমার সেই স্বপ্নগুলো এখনও কি নতুন?
নতুন দিনের হলো কি এখন নতুন ভাবে সাজাও?

তোমার চোখের মাঝে এখন আর কি তারারা হাসে না?
রাতের পাখিরা এখন তোমায় কি আর ডাকাডাকি করে না?

ভালো নেই বলে কি থেমে যাবে তোমার জীবন?
চেয়ে দেখো সেই জোছনা তাকিয়ে আছে তোমার পানে।

আমি বলি,
তুমি তো এখনো ঘুমিয়ে আছো আমারি মাঝে ,
আয়নায় মোর প্রতিচ্ছবি সে তো আমি নই।

Thursday, November 29, 2018

প্রতিক্ষা

________ প্রতিক্ষা
_____ এম এ মাসুদ রানা

এসো তুমি শ্যামল সুন্দর হয়ে,
আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা।

বিরহ নিয়ে চাহিয়া আছি আকাশের পাণে।

সে যে এক  ব্যথিত হৃদয় আছে বিছায়ে
   তমালকুঞ্জপথে অশ্রু সজল ছায়াতে,
         নয়নে জাগিছে করুণ রাগী॥

       বকুলমালা রেখেছে গাঁথিয়া,
বাজাইছে তার অঙ্গনে মিলন বাঁশরি সুর ।
         
        আনো সাথে তোমার মিলন বাসর
তোমার চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে ও তালে সে--
          বাজিবে তোমার কঙ্কণ ও কিঙ্কিণী,
               ঝঙ্কারিবে মঞ্জীর রুণু রুণু

Tuesday, November 27, 2018

স্বপ্নভরা মন

সপ্নভরা মন এম এ মাসুদ রানা পশ্চিম আকাশে সূর্য অস্তে চাঁদ উঠলো রাতে, চারদিকে অন্ধকার করে, পৃথিবী আবার নতুন সাজে । অন্ধকার রাতে জেগে ওঠে, নিশাচর প্রাণীগুলো খেলা করে, আকাশে লুকিয়ে থাকা লক্ষ কোটি তারকারাজি নাহি কবু নড়ে। শন-শন বাতাস আসে শীতল করে দেহ ও মন, এক পশলা বৃষ্টি আসে ঐ মনের আকাশে যখন । স্মৃতির পাতায় দাগ এঁকে কত অজানা স্মৃতি, সময় যখন ভাবিয়ে তুলে, মনের গপন নীতি ।। তারপরও মানুষ বাঁচে আশা ভরে বুকে, নতুন সূর্য উদয় হবে , আধার ফুরাবে কবে। রচনাকাল ২৮/১১/২০১৭

Tuesday, November 20, 2018

ছন্দ

যে গান লেখেছি
আমি গাইবো বলে
গাইবো গাইবো বলে
থেকে গেছে জীবনের
গতি পথ............!
গাইবো গাইবো বলে
আর গাওয়া হল না
বলবো বলবো বলে
আর বলা হল না।

Saturday, November 17, 2018

বিষণ্নতা

_______ বিষণ্নতা ________
      এম এ মাসুদ রানা 

দিনের শেষ হয়ে,
এবার আসবে বুঝি বিষণ্নতার কাঁকড়,
রোদেলা দিনের অনেক স্মৃতিমধুর হয়ে ভাসে।
কোনটা রঙিন, কোনটা মলিন চাঁদরে মোড়ানো?
কোনটা  ছিটে-ফোঁটা নয়নের জল?
কোনটা আঁধার ভাঙা চাঁদের আলো?
মনে পড়ে, পা-দোলানো আম্র-কানন,
সত্যি, বড় বিষণ্নতা আজ চেপে ধরেছে
আমায় রেখেছে সীমাহীন অন্ধকারে।

কাঁদবার ইচ্ছেটুকু থাকলেও কাঁদতে পারি না,
সব জল শুকিয়ে গেছে সে-বেলায়।
কবে কার প্রেমের নেশায় মাতাল হয়ে
ডুব দিয়ে ছিলাম, উত্তাল সাগরে
এই তো এবার! তার সমাপ্তি ঘটেছে।

দিনের শেষে, আমি বড় একা , 
শূন্য আকাশের নিচে বসে আছি 
একটি গাঙচিলের মতো মেলেছি ডানা
ক্লান্ত হয়ে ফিরলেও 
বলার জোন  জায়গা নেই সে-কথা,
সবই ধোঁয়ায় সফেদ, রঙহীন ধূসর কুয়াশা
আমার পানে,আশাহীন দীপশিখা রয়েছে চেয়ে,
ক্লান্তির ঘুমে ঢলে পড়া আমার চোখের পাতায়।

Monday, November 12, 2018

স্বপ্নচারিতা

_________ স্বপ্নচারিতা ________
             এম এ মাসুদ রানা

মাঝ রাতে তোমার ঘুম ভাঙ্গবে যখন
কাঁদবে তুমি নিরবে তখন,
হাত নেড়ে খুজবে আমায়
পাবে না খুজে দৃষ্টির আওতায়।

আমি হারিয়ে যাবো এক অজানায়
তোমার কাছে আর আসবো না ফিরে,
দুরে থেকে চাইবো তোমার সুখ
ভালো আর বাসবো না তোমায়।

লাভ কি আসে যায় ভালোবেসে!
সব কিছু বল আমায় খুলে,
তোমার কাছে ছিলাম যখন
কোন কিছুই বলনি তখন।

Monday, November 5, 2018

শুভেচ্ছা

কবি এম এ মাসুদ রানার প্রতি শুভেচ্ছা
ড: চণ্ডীচরণ

হে কবি ,
মাসুদ রানা ,
বলি ,
পরালে এ মনিহার গলায় আমার ,
অপূর্ব লাগে কবি ঐ -
কাব্য তোমার ৷
ছন্দ ফোটে যেন কত রঙিন ছবি ,
সেই আলোতে হবে ভুবন আলো ,
করবে তোমার কাব্য গুলি ৷
প্রস্ফুটনে দেখি ঐ পদ্মকলি ৷
আরো লেখো কবি !
জাগুক ঘুমন্ত শিশু ,
নিষ্পাপ যে ভাবে যিশু ,
সাড়া বিশ্বকে জাগালো যেমতি ,
পাপরি খোলা প্রস্ফুটিত পদ্ম ,
হবে কবি ঐ তব কাব্য সেমতি ৷

Saturday, November 3, 2018

আজকের মানবতা

________ আজকের মানবতা
________ এম এ মাসুদ রানা
             

আমার সবাই  ধরনীর তলে
হারিয়ে যাই ক্ষণে ক্ষণে
 সীমাহীন কতই না কৌতুহলে!

অনন্ত সংগীত ভেসে আসে ;
হৃদয়হীন হৃদয় পথে
পূর্ব দিগন্তের সূর্যটা হাসে!

জীবন মানে জীবনের শুভক্ষণে,
উঁকি মারে যেন সুরে বেসুরে
 শেষ হয়ে আসে সেই মধু ক্ষণ।

তবুও স্বার্থের বাজারে করি বেচা-কেনা;
নিষ্ঠুর  হায়েনার  মতো
অভিনয় অভিনব কতো রূপে ধরি।

বিবেকের আদালতে দিয়েছি মেরে তালা;
পৃথিবীর মহত্ব লাভের আশায়
মিথ্যে  অভিনয়ে করি মিছে ছলাকলা।

সেই সুধা পান অযোগ্য বলে তাই,
খুঁজে বেড়াই সতত এ সংসারে
 যার কোনো কিঞ্চিত মূল্য নাই।

আমার আমিত্ব যে কতো বড়ো
দেখাতে চাই কতো না কতো উপাচারে
 অথচ এতোটুকু আমি বুঝিও না নিজে।

মানবের মানষ চেতনা কেন এতো অহমিকা;
গরল সম নি:সৃত থাকে সর্বক্ষণ
পোড়ায় প্রজ্বলিত দাবানল সম শিখা!

বোধ বোধকে পোড়ায় না কখনো;
করে না কখনো দগ্ধ চেতনার অঙ্গীকার
তাইতো আজ নীরবে আছে আমাদের মানবতা!

Sunday, October 28, 2018

অনাগত কাল

_________অনাগত কাল_________
_______ এম এ মাসুদ রানা
*******************************
                 ★★★★★★
আনিবে প্লাবন-রক্তে-কন্ঠে এমনি অবেলা
লালে লাল শত যুব-তরু প্রাণ, ভাঙ্গিবে এ প্রাচীর।
রুধিবে কে?
বাধিবে কে?
আজি এ উত্তালবেলা
লড়াকু লড়িয়া দানিয়াছে আপন প্রাণ তাহার

মন্ত্রে-তন্ত্রে দানিবে লেলিহান শিখা।
খরা-জরা,ছিন্ন-কদকায় যত সব লুটেরা
রুধ প্রাচীরের ওপারে নিয়েছে যত দীক্ষা
ক্ষত প্রাণে আনিবে অন্ধ-রুক্ষ-তারা।

কারা-তালা শৃঙখল ভাঙ্গিবে দীপ্ত চরণে
নয়ন তারা জ্বলিবে প্রলয় রূক্ষ-হুকারে।
ছুটিবে তুমি রিক্ত হস্তে ,ভুলিয়া সব আপন প্রাণে
নহে তব তরে অন্জ্ঞলি,নম-নম-নম করে !
সবুজ সমারহে জ্বালিয়াছো অগ্নি আপন ক্রোধে-
ধরনীর ললাটে আঁকিলে তব রক্তের নখর।

রুক্ষ-শুক্ষ ক্ষেত-মজুর ,কামার-কুমার, প্রেমে-ক্রোধে
ধরিয়াছে হাল,ছেদিয়া-ভেদিয়া অতল পাতাল পুর
রুখিবে কে স্নায়ু ?
প্রমত্ত জল স্রোত,হিম-গিরী
রিক্ত বদনে বাধিয়াছে এ বন্ধন কালো আর গৈারী।