Thursday, April 18, 2019
Wednesday, April 17, 2019
যুকক
যুবক
এম এ মাসুদ রানা
যুবক কি হলো তোমার
ভুলেছো খোদার দ্বীন ও ইসলাম,
গভীর রাতের সেজদা ছেড়ে
চলাছো কেন চ্যাটিং ড্যাটিং?
নিত্য নতুন ফ্যাশন করো
করছো কেন বাহাদুরি।
জামায় করছো নানান কাজ!
দাঁড়িতে দিচ্ছ ভীষণ ছাট।
জামার সাথে নেই পকেট,
কেমনে থাকবে,
তসবী, আতর, সুরমা কাছে!
পড়বি নামাজ গভীর রাতে
করবি ও প্রেম প্রভুর সাথে
দোজাহান দেখবি তখন
চাইবে শুধু তোমার নাজাত!
Tuesday, April 16, 2019
অহংকার
অহংকার
এম এ মাসুদ রানা
কত হাক কত ডাক
সুখ হীন দিনরাত,
মনের মাঝে
চিন্তা যারযার
কি করে
বড় হব সবার।
কেউ কেন
ভাবেনা কথা তার
অর্থ ধন সম্পদ
শূন্য ঘর যার।
অর্থ প্রাচুর্য
গড়েছে আপনার
চারি দিকে
কত নাম ডাক।
ক্ষুধার জালায়
ভেজা চোখ যার
তবে কেন
রাখনা খবর তার।
যেতে হবে চলে
সবি রেখে ফেলে
অর্থ আর অহংকার
করেছে জীবন অন্ধকার।
Sunday, April 14, 2019
চৈত্ররথ
_______চৈত্ররথ _______
_____মাসুদ রানা_______
চৈত্র মাসের দুপর বেলা
আগুন হাওয়া বয়।
দাসী ছেলে বেড়ায় ঘুরে,
সকল পাড়াময়।
রোদের অাঁচে পুড়ছে মাটি
উড়ছে ধুলো বালি।
চারি দিক ঝরছে ঝাঁ ঝাঁ
অাকাশ হলো কালি।
ছোট বেলার কথা
ছোট বেলার কথা
এম এ মাসুদ রানা
প্রভাতের হালকা আলো
আসতো যখন জানালা দিয়ে
ছোট বেলায় শুনিতাম সে ক্ষণে
গুনগুন কত গলা যে,
কত যে মধুর লাগিত
ছোট শিশুর কাছে
নিরবে যেতাম শুনে
যেই কুরানের বাণী ,
আজও প্রভাতে আলো আসে
আজও গগনে সূর্য হাসে
আসছেনা কেবল আজিকে
সেই মধুর বাণী,
আজিকে প্রভাতে ভেসে আসে
শুধুই গান বাজনার ধ্বনি।
বর্ষবরণ
বর্ষবরণ
এম এ মাসুদ রানা
ঋতুরাজ বসন্তের বিদায় বেলায়
তুমি ওগো আসলে
নতুন রূপের, নতুন সাজে
সাজাবে নতুন করে এই ভূবন।
তোমাকে যে, করতে হবে বারণ
কিভাবে যে, করবো তোমায় বরণ?
সেই ভাবনার স্বাদ নিয়েছে আমার মন
তোমাই বরণের জন্য, আমি হয়েছি বে কূল।
যে হাতে চৈত্রের সাথে ঋতুরাজের দিয়েছি বিদায়
সে হাতে তোমাকে করিবো কেমনে বরণ
তবুও যে, তোমাকে বারণ করতে এতো স্বাদ জাগে মনে
তোমাকে বরণ করতে হয়েছি বে কূল।
আমি যে, শুণ্য হাতে এসেছি তোমার পানে
তোমার আগমনে আমি করবো গমন,
নতুন কোন এক দিগন্তে,
যেখানে থাকবে না কোন বিস্বাদের স্বাদ
তাহলেতো হবে আমার বর্ষবরণ।
Wednesday, April 10, 2019
আল্পপনা
আল্পনা
এম এ মাসুদ রানা
আল্পনার কল্পনায়,
লিখতে চেয়েছিলাম অল্পনার নাম
আল্পনার কল্পনাতে ডুবে থাকি সারক্ষণ
আল্পনার কল্পনাতে মোর বাস।
লিখবো কি অল্পনাকে নিয়ে
ভেবেছি শতবার,
বুকের পাজড়ে জমানো ভাষা
কালি হয়ে যায় এই চোখের জ্বল,
মনের পাতাটা অগোছালো তাই
পরে আছে জোরাজীর্ন দেহে
উই পোকায় খেয়েছে মোর হৃদয়
রয়ে গেছে ব্যাথার চিহ্ন।
ধুকে ধুকে পুরছে হৃদয়
বিষাদের জ্বালায় জ্বলি দিবানিশি
এভাবে আধার ঘনিয়েছে জীবনে
ফোটা ফোটা মেঘছাড়া বৃষ্টি।
এম এ মাসুদ রানা
আল্পনার কল্পনায়,
লিখতে চেয়েছিলাম অল্পনার নাম
আল্পনার কল্পনাতে ডুবে থাকি সারক্ষণ
আল্পনার কল্পনাতে মোর বাস।
লিখবো কি অল্পনাকে নিয়ে
ভেবেছি শতবার,
বুকের পাজড়ে জমানো ভাষা
কালি হয়ে যায় এই চোখের জ্বল,
মনের পাতাটা অগোছালো তাই
পরে আছে জোরাজীর্ন দেহে
উই পোকায় খেয়েছে মোর হৃদয়
রয়ে গেছে ব্যাথার চিহ্ন।
ধুকে ধুকে পুরছে হৃদয়
বিষাদের জ্বালায় জ্বলি দিবানিশি
এভাবে আধার ঘনিয়েছে জীবনে
ফোটা ফোটা মেঘছাড়া বৃষ্টি।
Tuesday, April 9, 2019
ফুল
_______ ফুল
____ এম এ মাসুদ রানা
ফুল ফুটেছে চাঁদ উঠেছে
সৌরভ ছড়ায় সব জায়গায়
মুগ্ধ হয়েছে সবে ফুলের ঘ্রাণে।
যা কিছু ছিলো
সবি দিয়েছে ছড়িয়ে
ফোটানোর বেলাতে।
এভাবেই চাই দেখতে সবে
ঝরে যেতে দিতে চাই না কবু
সবি দিয়ে আরো যে চাই
ছন্দে ছন্দে, তালে তালে।
যেদিন,
আর আসবোনা ফিরে
তোমাদের মাঝে, চলে গেলে
সেদিন খুজবে সবাই
পাবে নাতো কেউ!
মালা হয়ে থাকবে গোলায়
থাকবে না কোন তার ঘ্রাণ
মিলে যাবে সব ঘ্রাণ প্রকৃতির নিয়মে
পরে রবে ধুলীর মাঝে প্রযোজনে বেশ
ধুলো পথে ধুলোবালি দিয়ে হবে শেষ।
Thursday, April 4, 2019
Wednesday, April 3, 2019
বাংলাদেশ
_________বাংলাদেশ _______
_____এম এ মাসুদ রানা____
সাগর জলে পাল তুলে দে,
কেউ বা হবে নিরুদ্দশ,
কলম্বাসের মত কেউ
পৌঁছে যাব নতুন দেশ।
জানবে সারা বিশ্বময়
এই বাঙ্গালি নিঃস্ব নয়,
জ্ঞান গরিমা শক্তি সাহস
আজো এদের হয়নি শেষ।
_____এম এ মাসুদ রানা____
সাগর জলে পাল তুলে দে,
কেউ বা হবে নিরুদ্দশ,
কলম্বাসের মত কেউ
পৌঁছে যাব নতুন দেশ।
জানবে সারা বিশ্বময়
এই বাঙ্গালি নিঃস্ব নয়,
জ্ঞান গরিমা শক্তি সাহস
আজো এদের হয়নি শেষ।
Thursday, March 28, 2019
অপূর্ণ ইচ্ছা
________ অপূর্ণ ইচ্ছা ________
_____ এম এ মাসুদ রানা ______
বুক ভরা আশা নিয়ে
এসেছিলাম তোমার কাছে,
তোমাকে ভালোবাসবো বলে
তুমি আমাকে ভালোবাসবে বলে।
বুক ভরা ভালোবাসা ছিল
সাগর সম গভীর বিশ্বাসও ছিল
পূর্ণিমা জ্যোস্না রাতের মত
নিশি জাগা সেই সুখ তারা
আগে যেমন ছিলো
আজও ঠিক তেমন আছো
যেমনটি ছিলো সে দিনে।
শুধু সময়ে বদলে গেছে
তোমার মনের টান।
অনুভূতিও হারিয়ে গেছে
কমল মনে দিলে যে,
সবুজ বুকে ক্ষত চিহ্ন
পোড়া মনের ভাজে ভাজে
কি যে,বিষাদের গন্ধ?
ইচ্ছেটা রইলো অপূর্ন!
_____ এম এ মাসুদ রানা ______
বুক ভরা আশা নিয়ে
এসেছিলাম তোমার কাছে,
তোমাকে ভালোবাসবো বলে
তুমি আমাকে ভালোবাসবে বলে।
বুক ভরা ভালোবাসা ছিল
সাগর সম গভীর বিশ্বাসও ছিল
পূর্ণিমা জ্যোস্না রাতের মত
নিশি জাগা সেই সুখ তারা
আগে যেমন ছিলো
আজও ঠিক তেমন আছো
যেমনটি ছিলো সে দিনে।
শুধু সময়ে বদলে গেছে
তোমার মনের টান।
অনুভূতিও হারিয়ে গেছে
কমল মনে দিলে যে,
সবুজ বুকে ক্ষত চিহ্ন
পোড়া মনের ভাজে ভাজে
কি যে,বিষাদের গন্ধ?
ইচ্ছেটা রইলো অপূর্ন!
Monday, March 25, 2019
স্বাধীনতা
_______"স্বাধীনতা"_______
______মোঃ-মাসুদ রানা_____
_________________________
স্বাধীনতা তুমি শহীদ জিয়ার
কালুরঘটের ধ্বনি,
স্বাধীনতা তুমি স্বপ্নে দেখা না কি?
বাংলার কমল বদন খানি।
স্বাধীনতা তুমি লাক্ষো শহীদের রক্ত দিয়ে কেনা
আমাদের স্বাধীন দেশের মাটি,
স্বাধীনতা তুমি মুক্তি জনতার
দেহতে রক্তমাখা পাটি।
স্বাধীনতা তুমি রক্তে রাঙা
বাংলার সবুজ রাজ পথ,
স্বাধীনতা তুমি বাঙালী বধূর
গৌরব উজ্জ্বল নথি।
স্বাধীনতা তুমি আবাল বৃদ্ধ বণিতার
কৃষক শ্রমিকের মুখে হাসি,
স্বাধীনতা তুমি গর্জে ওঠা-
পাগল, নিপীড়িত দেশ বাসি।
স্বাধীনতা তুমি যুদ্ধ জয়ের
মুখোরিত সেই গান,
স্বাধীনতা তুমি ছিনিয়ে আনা
বাঙালী জাতির প্রাণ ।
স্বাধীনতা তুমি দেখো না কোন অপরাধ
এই বাংলার প্রাণ
স্বাধীনতা তুমি যুগে যুগে যেন,
হয়ে আছ অম্লান ।
স্বাধীনতা তুমি বাঙালীর বুকে
থাকবে চিরস্মরণীয় হয়ে,
লাঞ্ছিত হতে দেবো না তোমায়
আগলেবো জীবন দিয়ে।
______মোঃ-মাসুদ রানা_____
_________________________
স্বাধীনতা তুমি শহীদ জিয়ার
কালুরঘটের ধ্বনি,
স্বাধীনতা তুমি স্বপ্নে দেখা না কি?
বাংলার কমল বদন খানি।
স্বাধীনতা তুমি লাক্ষো শহীদের রক্ত দিয়ে কেনা
আমাদের স্বাধীন দেশের মাটি,
স্বাধীনতা তুমি মুক্তি জনতার
দেহতে রক্তমাখা পাটি।
স্বাধীনতা তুমি রক্তে রাঙা
বাংলার সবুজ রাজ পথ,
স্বাধীনতা তুমি বাঙালী বধূর
গৌরব উজ্জ্বল নথি।
স্বাধীনতা তুমি আবাল বৃদ্ধ বণিতার
কৃষক শ্রমিকের মুখে হাসি,
স্বাধীনতা তুমি গর্জে ওঠা-
পাগল, নিপীড়িত দেশ বাসি।
স্বাধীনতা তুমি যুদ্ধ জয়ের
মুখোরিত সেই গান,
স্বাধীনতা তুমি ছিনিয়ে আনা
বাঙালী জাতির প্রাণ ।
স্বাধীনতা তুমি দেখো না কোন অপরাধ
এই বাংলার প্রাণ
স্বাধীনতা তুমি যুগে যুগে যেন,
হয়ে আছ অম্লান ।
স্বাধীনতা তুমি বাঙালীর বুকে
থাকবে চিরস্মরণীয় হয়ে,
লাঞ্ছিত হতে দেবো না তোমায়
আগলেবো জীবন দিয়ে।
বার্তা
__________ বার্তা ___________
®®® এম এ মাসুদ রানা ®®®
বলবো না গো কোনদিন
আমার বার্তাটা পড়,
বলছিলে তো পড়বে
আজ কেন গো এমন হলো।
বার্তা দেওয়া যদি হয় অপরাধ
তা নিয়ে করবো না কোন প্রতিবাদ
তোমায় বার্তা দিয়ে যে ,
পেলাম আঘাত সে আঘাতে
সে আঘাতে জ্বেলে দিবস রাত।
পরিশেষে বলি ,
শুধু একবার, শুধু একবার
দ্যাখ আমার বার্তাটা।
বার্তা না দেখলে
বিফল হবে এই শুভ বার্তা।
®®® এম এ মাসুদ রানা ®®®
বলবো না গো কোনদিন
আমার বার্তাটা পড়,
বলছিলে তো পড়বে
আজ কেন গো এমন হলো।
বার্তা দেওয়া যদি হয় অপরাধ
তা নিয়ে করবো না কোন প্রতিবাদ
তোমায় বার্তা দিয়ে যে ,
পেলাম আঘাত সে আঘাতে
সে আঘাতে জ্বেলে দিবস রাত।
পরিশেষে বলি ,
শুধু একবার, শুধু একবার
দ্যাখ আমার বার্তাটা।
বার্তা না দেখলে
বিফল হবে এই শুভ বার্তা।
Sunday, March 24, 2019
শুভ রজনী
****** শুভ রজনী ******
*** এম এ মাসুদ রানা ***
তুমি চলেই যাবে যদি!
তবে এসেছিলে কেন?
মায়াবতী কপল নিয়ে
বলে গেলে শুভ রজনী।
এমন করে খেললে কেন লুকোচুরি?
প্রতি ক্ষণেতো চলে তোমার খেলা।
খেলার ভেলায় ভাসালে তুমি
নিলে না কোন খবর?
শুধু বলে গেলে শুভ রজনী।
রজনীর শুভ ক্ষণে বলি যাচে যাচে
তুমি কেমন আছো লুকোচুরি খেলে,
খেলার ভেলায় ভাসালে আমায়
ভাসলে না একবারও তুমি।
Thursday, March 21, 2019
আবেগ
___________ আবেগ __________
এম এ মাসুদ রানা
জানি না কেন তোমার এতো আবেগ
তোমার উতলা আকাশে জমেছে মেঘ,
বৃষ্টি ঝড়িয়ে তোমার আবেগ করো শেষ
ঝড়াও জল আছি তো কাছাকাছি বেশ।
তুমি চেয়ে দেখো আমার পানে
সূর্যালোকে ফোটা কত রকমের ফুলে,
ফাল্গুনে মৌ মৌ গন্ধে পাখি উদাস মনে গায়,
তৃষ্ণাতূর মনে জাগে যদি শিহরণ কোন ক্ষণে
শুকে নিও ফল্গুধারা সুরভী ঘ্রাণ ভাঙ্গা নিশিতে।
যদি মন কাঁদে আগেব ভুলে কোন লগনে
ব্যাকুল হয়ে থাকবে না কখনো যত্নে
চাদনী রাতের শিশির কণায় ভিজে গেলেও
তুমি খুজে পাবে আমারে!
আমি বলি ফিরে এসো আমার পানে।
Sunday, March 17, 2019
উপহার
******** উপহার *******
**** এম এ মাসুদ রানা ****
কেন তুমি বারে বার আসো?
কেন তুমি বারে বার ডাকো?
কেন তুমি বারে বার হাসো?
কেন তুমি বারে বার অভিমান করো?
জানি না তো এতে তোর কি লাভ?
জানি না তো এটা তোর কোন প্রতিবাদ?
জানি তো এটাতে আমার কি ক্ষতি ও লাভ?
জানি নাতো তোর কেন এতো নিরব প্রতিবাদ?
আমি বলি শুনো তুমি,
কেন কিছু বলনা তুমি?
তোর তো কিছু না কিছু বলার আছে,
বলতে চেয়েও কেন এতো লুকোচুরি?
যা বলার তা বলতে হবেই।
কোন করো, দ্বিধা আর দণ্ড।
আরো বলি, শুনে নিও তুমি,
আসা যাওয়া কি ভাবনা
কেউ নিরুদ্দেশে যাবে না।
যার কামনা বাসনা বারে বার,
আমি নেব তোমার উপহার।
**** এম এ মাসুদ রানা ****
কেন তুমি বারে বার আসো?
কেন তুমি বারে বার ডাকো?
কেন তুমি বারে বার হাসো?
কেন তুমি বারে বার অভিমান করো?
জানি না তো এতে তোর কি লাভ?
জানি না তো এটা তোর কোন প্রতিবাদ?
জানি তো এটাতে আমার কি ক্ষতি ও লাভ?
জানি নাতো তোর কেন এতো নিরব প্রতিবাদ?
আমি বলি শুনো তুমি,
কেন কিছু বলনা তুমি?
তোর তো কিছু না কিছু বলার আছে,
বলতে চেয়েও কেন এতো লুকোচুরি?
যা বলার তা বলতে হবেই।
কোন করো, দ্বিধা আর দণ্ড।
আরো বলি, শুনে নিও তুমি,
আসা যাওয়া কি ভাবনা
কেউ নিরুদ্দেশে যাবে না।
যার কামনা বাসনা বারে বার,
আমি নেব তোমার উপহার।
Thursday, March 14, 2019
ফিরে এসো তুমি
***** ফিরে এসো তুমি
✪✪ এম এ মাসুদ রানা
বৃষ্টির জন্য বসে আছি;
যদি বৃষ্টি আসে,
বৃষ্টির পথ চেয়ে আছি
বৃষ্টি এলে নাচি।
মনে হয় বৃষ্টি নামবে
বাজবে আনন্দের বাজ
আকাশ ভেঙে প্রবল
বৃষ্টি নামবে আজ।
আকাশে মেঘ রয়েছে
বাতাসে স্তব্ধতা
আমার আকাঙ্খা বৃষ্টি
রয়েছি আমি বদ্ধতায়।
আমার পানে
সজীবতা হয়ে মৃয়মান প্রাণ
ফিরে এসো তুমি
ফিরিয়ে দাও ভালোবাসার মান।
Wednesday, March 13, 2019
ছলনা
___________ ছলনা
______ এম এ মাসুদ রানা
ভালোবাসা দিয়ে আবার উধাও হয়ে গেলে,
এ কেমন প্রেম দিলে বলো আমায়।
দাও নাই প্রেম শুধু দিয়েছিলে ছলনা,
মন নিয়ে খেলা খেলেছ আমার।
ছলনার মায়াজালে বেঁধেছিলে আমায়,
দু:খ বেদনা ছাড়া কি দিলে তুমি।
খেলার ছলে আমায় করেছিলে সাথী,
মন ভাঙ্গা যন্ত্রনা দিয়েছো দিবারাতি।
তোমাকে ভালোবেসে নিঃস্ব হয়েছি আমি
পেয়েছি অনেক লাঞ্চনা আর বঞ্চনা,
ভালবাসার উল্টো পিঠে থাকে শুধু ঘৃনা।
মমতা যদি হয় নারীদের শ্রেষ্ঠ সম্মান,
সেই তুমি সম্মানে করেছো অপমান।
ভালবাসা কাকে বলে আজও বুঝলে না,
বুঝবে সেই দিন যখন আমি থাকব না।
______ এম এ মাসুদ রানা
ভালোবাসা দিয়ে আবার উধাও হয়ে গেলে,
এ কেমন প্রেম দিলে বলো আমায়।
দাও নাই প্রেম শুধু দিয়েছিলে ছলনা,
মন নিয়ে খেলা খেলেছ আমার।
ছলনার মায়াজালে বেঁধেছিলে আমায়,
দু:খ বেদনা ছাড়া কি দিলে তুমি।
খেলার ছলে আমায় করেছিলে সাথী,
মন ভাঙ্গা যন্ত্রনা দিয়েছো দিবারাতি।
তোমাকে ভালোবেসে নিঃস্ব হয়েছি আমি
পেয়েছি অনেক লাঞ্চনা আর বঞ্চনা,
ভালবাসার উল্টো পিঠে থাকে শুধু ঘৃনা।
মমতা যদি হয় নারীদের শ্রেষ্ঠ সম্মান,
সেই তুমি সম্মানে করেছো অপমান।
ভালবাসা কাকে বলে আজও বুঝলে না,
বুঝবে সেই দিন যখন আমি থাকব না।
Tuesday, March 12, 2019
মিছে ভাবনা
____ মিছে ভাবনা___
__এম এ মাসুদ রানা__
যখন তুমি কাছে ছিলে,
যখন তুমি পাশে ছিলে,
যখন তুমি আশার বানী শুনানে,
যখন তুমি খেলেছিলে লুকোচুরি।
আর বলেছিলে ভালোবাসি
তোমাকে ভালোবাসি।
তুমি একবার বল না ভালোবাসি
আমিতো তোমাকে ভালোবাসি
তোমারই পাশে আছি এবং থাকবো।
আমি যাচি নাই কোন কথা
বলি নাই বাসি ভালো তোমাকে,
তোমাকে নিয়ে ছিলনা কোন বাসনা
কনিনাই কোন জল্পনা ও কল্পনা,
বসি না ভালো তোমায়
বলেছি এই মুখে,
ফিরিয়ে দিয়েছি আমি ব্যথা দিয়ে বুকে।
তব কেন, তুমি চলে যাওয়া
আমর চাঁদ ডোবা ডোবা মনে হয়।
তোমাকে যাচিতে মন চায়
তুমি এখনো আমায় ভালোবাসো
আগের মত এখনো আমায় মনে রাখো।
__এম এ মাসুদ রানা__
যখন তুমি কাছে ছিলে,
যখন তুমি পাশে ছিলে,
যখন তুমি আশার বানী শুনানে,
যখন তুমি খেলেছিলে লুকোচুরি।
আর বলেছিলে ভালোবাসি
তোমাকে ভালোবাসি।
তুমি একবার বল না ভালোবাসি
আমিতো তোমাকে ভালোবাসি
তোমারই পাশে আছি এবং থাকবো।
আমি যাচি নাই কোন কথা
বলি নাই বাসি ভালো তোমাকে,
তোমাকে নিয়ে ছিলনা কোন বাসনা
কনিনাই কোন জল্পনা ও কল্পনা,
বসি না ভালো তোমায়
বলেছি এই মুখে,
ফিরিয়ে দিয়েছি আমি ব্যথা দিয়ে বুকে।
তব কেন, তুমি চলে যাওয়া
আমর চাঁদ ডোবা ডোবা মনে হয়।
তোমাকে যাচিতে মন চায়
তুমি এখনো আমায় ভালোবাসো
আগের মত এখনো আমায় মনে রাখো।
Subscribe to:
Posts (Atom)