Thursday, April 25, 2019

আল্লাহর রহমত

★আল্লাহর রহমত★
এম এ মাসুদ রানা

ছলছল জলধারা
তাকে বলে ঝরনা। 
ভাদ্রের রৌদূরে
কখনো হয় তো বন্যা!

টলটলে অশ্রুতে
মুখভরা কপোল, 
আঘাত পেলে আসে 
দু"চোখে জল।

আদিষ্টরই  শীর
হয় গো ধীর!
পাপের প্রাচীরই
হইবে চৌচির!

ঘুচে দাও মুছে দাও
আঁধারের দাগ!
প্রাণবাঁশির মুছে যাক
হারনো যত রাগ!

দূর হবে জীবনের 
সব কালো রাত!
আসবে ক্ষমার রাতি 
আল্লার অশেষ রহমত।

Monday, April 22, 2019

পাখি

____পাখি______

এম এ মাসুদ রানা  


পাখি পাখি এই মন
পাখি লর্গ মোর মন
পাখি মেলে যা উরি
জাকি মারি গৈ নাম
এরি আহা পদুলিত
বুটলি আন নরাক
            উরি
পাখি মেলি যা উরি।

Sunday, April 21, 2019

উৎসব

             


             উৎসব  

           এম এ মাসুদ রানা


ধর্ম যার যার উৎসব যেন সবার
এই কথাটা মানি না তো আমি
কেন আমায় নিয়ে করো টানাটানি?
তোমাদের চলন বলনও মানি না আমি।

আমি বলি শুনো,
ধর্ম আমার উৎসব আমার
তোমার বৈশাখ আমার নয়!
যেমন করে আমার সালাত
আমার জুমাহ তোমার নয়!

উৎসব মানেই নয়তো হাসি
উৎসব মানে হয় ইবাদত!
উৎসবে হয় নেকি,বদি
বুঝে শুনে আগাও পথ!

কুরান হাদীস জীবনের বিধান
একটু খুলে দেখবেন ভাই!
বৈশাখী সাজ প্রসাদ খাওয়া
হারাম জানা শিখরে ভাই!

Friday, April 19, 2019

ভাগ্যের লিখন


ভাগ্যের লিখন
     এম এ মাসুদ রানা

কতই না সুন্দর এই বিশ্ব ভূবন
কতই সুন্দর তোমার এই মন,
আমি উজাড় করেছি জীবন 
ভালোবাসা দিয়েছি সর্বক্ষণ।

তুমি সে ভুলে করেছো পিছুটান
তোমার মনে জমে না তার মান 
কতই না কত মান বা অভিমান। 
গ্রহণ করেছো মন প্রাণ দিয়ে 
উজার করা ভালোবাসা নিয়ে।

আশা নিয়ে পাশে দাঁড়াবে যখন,
ভালোবাসা কাছে থাকবে তখন।
তুমি আবার বলবে না কি? 
এটা আমার ভাগ্যের লিখন।

Thursday, April 18, 2019

অপু বিস্বাস

অপু বিস্বাস

এম এ মাসুদ রানা

====================
অাহ! রে..............
অপু তোমরা,
অসচেন থাইকো না।
অসচেন থাকলে পরে,
শাকিব শোষণ করবে তরে
জনে জনে নালিশ কররা
বিচার কবু পাইবা না।

আহা! রে...........
অপু তোমরা,
অসচেন থাইকো না।
বর্গা চাষী উপেন আলী
তাঁহার মেয়ে ছিল অপু
ফুলের সুন্দর জীবন
শাকিব তারে ছাড়ল না।

Wednesday, April 17, 2019

যুকক

           যুবক 

       এম এ মাসুদ রানা  


যুবক কি হলো তোমার
ভুলেছো খোদার দ্বীন ও ইসলাম,
গভীর রাতের সেজদা ছেড়ে
চলাছো কেন চ্যাটিং ড্যাটিং?

নিত্য নতুন ফ্যাশন করো
করছো কেন বাহাদুরি।
জামায় করছো নানান কাজ!
দাঁড়িতে দিচ্ছ ভীষণ ছাট।

জামার সাথে নেই পকেট,
কেমনে থাকবে,
তসবী, আতর, সুরমা কাছে!

পড়বি নামাজ গভীর রাতে
করবি ও প্রেম প্রভুর সাথে
দোজাহান দেখবি তখন
চাইবে শুধু তোমার নাজাত!

Tuesday, April 16, 2019

অহংকার


    অহংকার 

এম এ মাসুদ রানা  


কত হাক কত ডাক
সুখ হীন দিনরাত,
মনের মাঝে
চিন্তা যারযার
কি করে
বড় হব সবার।

কেউ কেন
ভাবেনা কথা তার
অর্থ ধন সম্পদ
শূন্য ঘর যার।

অর্থ প্রাচুর্য
গড়েছে আপনার
চারি দিকে
কত নাম ডাক।

ক্ষুধার জালায়
ভেজা চোখ যার
তবে কেন
রাখনা খবর তার।

যেতে হবে চলে
সবি রেখে ফেলে
অর্থ আর অহংকার
করেছে জীবন অন্ধকার। 

Sunday, April 14, 2019

নববর্ষ

     
নববর্ষ 

এম এ মাসুদ রানা


দিনপঞ্জির শেষের শেষ পাতাটা
বলল আমায় ব্যথায় এসেছে বুকে,
একটা বছর পেরিয়ে গেল
শত দুঃখ কষ্টের মাঝে।

এবার এলো দেখ নতুন বছর
বিচিত্র সুখের সাজে,
দূঃখ সব বিলিন হবে
একত্রে মিলিত হবো নতুন নতুন রূপে।

আমার দেওয়া শিক্ষাগুলো
যতন করে রেখ,
চলার পথে রঙ লাগিয়ে
ভীষণ ভালো থেকো।

চৈত্ররথ

_______চৈত্ররথ _______

     _____মাসুদ রানা_______


চৈত্র মাসের দুপর বেলা
আগুন হাওয়া বয়।
দাসী ছেলে বেড়ায় ঘুরে,
সকল পাড়াময়।
রোদের অাঁচে পুড়ছে মাটি
উড়ছে ধুলো বালি।
চারি দিক ঝরছে ঝাঁ ঝাঁ
অাকাশ হলো কালি।

ছোট বেলার কথা

ছোট বেলার কথা

এম এ মাসুদ রানা  


প্রভাতের হালকা আলো
আসতো যখন জানালা দিয়ে
ছোট বেলায় শুনিতাম সে ক্ষণে
গুনগুন কত গলা যে,

কত যে মধুর লাগিত
ছোট শিশুর কাছে
নিরবে যেতাম শুনে
যেই কুরানের বাণী ,

আজও প্রভাতে আলো আসে
আজও গগনে সূর্য হাসে
আসছেনা কেবল আজিকে
সেই মধুর বাণী,

আজিকে প্রভাতে ভেসে আসে
শুধুই গান বাজনার ধ্বনি।

বর্ষবরণ

             বর্ষবরণ  

      এম এ মাসুদ রানা 


ঋতুরাজ বসন্তের বিদায় বেলায়
তুমি ওগো আসলে
নতুন রূপের, নতুন সাজে
সাজাবে নতুন করে এই ভূবন।

তোমাকে যে, করতে হবে বারণ
কিভাবে যে, করবো তোমায় বরণ?
সেই ভাবনার স্বাদ নিয়েছে আমার মন
তোমাই বরণের জন্য, আমি হয়েছি বে কূল।

যে হাতে চৈত্রের সাথে ঋতুরাজের দিয়েছি বিদায়
সে হাতে তোমাকে করিবো কেমনে বরণ
তবুও যে, তোমাকে বারণ করতে এতো স্বাদ জাগে মনে
তোমাকে বরণ করতে হয়েছি বে কূল।

আমি যে, শুণ্য হাতে এসেছি তোমার পানে
তোমার আগমনে আমি করবো গমন,
নতুন কোন এক দিগন্তে,
যেখানে থাকবে না কোন বিস্বাদের স্বাদ
তাহলেতো হবে আমার বর্ষবরণ।

Wednesday, April 10, 2019

আল্পপনা

        আল্পনা
এম এ মাসুদ রানা


 আল্পনার কল্পনায়,
লিখতে চেয়েছিলাম অল্পনার নাম
আল্পনার কল্পনাতে ডুবে থাকি সারক্ষণ
আল্পনার কল্পনাতে মোর বাস।

লিখবো কি অল্পনাকে নিয়ে
ভেবেছি শতবার,
বুকের পাজড়ে জমানো ভাষা
কালি হয়ে যায় এই চোখের জ্বল,
মনের পাতাটা অগোছালো তাই
পরে আছে জোরাজীর্ন দেহে
উই পোকায় খেয়েছে মোর হৃদয়
রয়ে গেছে ব্যাথার চিহ্ন।

ধুকে ধুকে পুরছে হৃদয়
বিষাদের জ্বালায় জ্বলি দিবানিশি
এভাবে আধার ঘনিয়েছে জীবনে
ফোটা ফোটা মেঘছাড়া বৃষ্টি।

Tuesday, April 9, 2019

ফুল

               
     _______ ফুল
____ এম এ মাসুদ রানা

ফুল ফুটেছে চাঁদ উঠেছে
সৌরভ ছড়ায় সব জায়গায়
মুগ্ধ হয়েছে সবে ফুলের ঘ্রাণে।

যা কিছু ছিলো
সবি দিয়েছে ছড়িয়ে
 ফোটানোর বেলাতে।

এভাবেই চাই দেখতে সবে
ঝরে যেতে দিতে চাই না কবু
সবি দিয়ে আরো যে চাই
ছন্দে ছন্দে, তালে তালে।

যেদিন,
আর আসবোনা ফিরে
তোমাদের মাঝে, চলে গেলে
সেদিন খুজবে সবাই
পাবে নাতো কেউ!

মালা হয়ে থাকবে গোলায়
থাকবে না কোন তার ঘ্রাণ
মিলে যাবে সব ঘ্রাণ প্রকৃতির নিয়মে
পরে রবে ধুলীর মাঝে প্রযোজনে বেশ
ধুলো পথে ধুলোবালি দিয়ে হবে শেষ।

Thursday, April 4, 2019

দিদিমনি

দিদিমণি 

এম এ মাসুদ রানা


ওগো ও দিদি ওগো ও দিদি
একলা চলেছো কোথায়,
ওগো ও দিদি যাচ্ছো তুমি 
আমাকে নিয়ে যাও সেথায়।

এই নাও দুই"টি অনুপম ছোট
নতুন রূপোর নপুর,
এই জোড়া পরে থাকবে তুমি 
সকাল ও দুপুর 

আমায় যদি তোমার সঙ্গে করে
সাথে নিয়ে যাও
অমি যাচি তোমারই নপুর জোড়া
চরণে পরে নাও।

Wednesday, April 3, 2019

বাংলাদেশ

_________বাংলাদেশ _______
_____এম এ মাসুদ রানা____
সাগর জলে পাল তুলে দে,
কেউ বা হবে নিরুদ্দশ,
কলম্বাসের মত কেউ
পৌঁছে যাব নতুন দেশ।
জানবে সারা বিশ্বময়
এই বাঙ্গালি নিঃস্ব নয়,
জ্ঞান গরিমা শক্তি সাহস
আজো এদের হয়নি শেষ।

Thursday, March 28, 2019

অপূর্ণ ইচ্ছা

________ অপূর্ণ ইচ্ছা ________
_____ এম এ মাসুদ রানা ______

বুক ভরা আশা নিয়ে
এসেছিলাম তোমার কাছে,
তোমাকে ভালোবাসবো বলে
তুমি আমাকে ভালোবাসবে বলে।

বুক ভরা ভালোবাসা ছিল
সাগর সম গভীর বিশ্বাসও ছিল
পূর্ণিমা জ্যোস্না রাতের মত
নিশি জাগা সেই সুখ তারা
আগে যেমন ছিলো
আজও ঠিক তেমন আছো
যেমনটি ছিলো সে দিনে।

শুধু সময়ে বদলে গেছে
তোমার মনের টান।
অনুভূতিও হারিয়ে গেছে
কমল মনে দিলে যে,
সবুজ বুকে ক্ষত চিহ্ন
পোড়া মনের ভাজে ভাজে
কি যে,বিষাদের গন্ধ?
ইচ্ছেটা রইলো অপূর্ন!

Monday, March 25, 2019

স্বাধীনতা

_______"স্বাধীনতা"_______
______মোঃ-মাসুদ রানা_____
_________________________

স্বাধীনতা তুমি শহীদ জিয়ার
কালুরঘটের ধ্বনি,
স্বাধীনতা তুমি স্বপ্নে দেখা না কি?
বাংলার  কমল বদন খানি।

স্বাধীনতা তুমি লাক্ষো শহীদের রক্ত দিয়ে কেনা
আমাদের স্বাধীন দেশের মাটি,
স্বাধীনতা তুমি মুক্তি জনতার
দেহতে রক্তমাখা পাটি।

স্বাধীনতা তুমি রক্তে রাঙা
বাংলার সবুজ রাজ পথ,
স্বাধীনতা তুমি বাঙালী বধূর
গৌরব উজ্জ্বল  নথি।

স্বাধীনতা তুমি আবাল বৃদ্ধ বণিতার
কৃষক শ্রমিকের মুখে হাসি,
স্বাধীনতা তুমি গর্জে ওঠা-
পাগল, নিপীড়িত দেশ বাসি।

স্বাধীনতা তুমি যুদ্ধ জয়ের
মুখোরিত সেই গান,
স্বাধীনতা তুমি ছিনিয়ে আনা
বাঙালী জাতির প্রাণ ।

স্বাধীনতা তুমি  দেখো না কোন অপরাধ
এই বাংলার প্রাণ
স্বাধীনতা তুমি যুগে যুগে যেন,
হয়ে আছ অম্লান ।

স্বাধীনতা তুমি বাঙালীর বুকে
থাকবে চিরস্মরণীয়  হয়ে,
লাঞ্ছিত হতে দেবো না তোমায়
আগলেবো জীবন দিয়ে।

বার্তা

__________ বার্তা ___________
®®® এম এ মাসুদ রানা ®®®

বলবো না গো কোনদিন
আমার বার্তাটা পড়,
বলছিলে তো পড়বে
আজ কেন গো এমন হলো।

বার্তা দেওয়া যদি হয় অপরাধ
তা নিয়ে করবো না কোন প্রতিবাদ
তোমায় বার্তা দিয়ে যে ,
পেলাম আঘাত সে আঘাতে
সে আঘাতে জ্বেলে দিবস রাত।

পরিশেষে বলি ,
শুধু একবার, শুধু একবার
দ্যাখ আমার বার্তাটা।
বার্তা না দেখলে
বিফল হবে এই শুভ বার্তা।

Sunday, March 24, 2019

শুভ রজনী


****** শুভ রজনী ******
*** এম এ মাসুদ রানা ***

তুমি চলেই যাবে যদি!
তবে এসেছিলে কেন? 
মায়াবতী কপল নিয়ে 
বলে গেলে শুভ রজনী।

এমন করে খেললে কেন লুকোচুরি?
প্রতি ক্ষণেতো চলে তোমার খেলা।
খেলার ভেলায় ভাসালে তুমি 
নিলে না কোন খবর?
শুধু বলে গেলে শুভ রজনী।

রজনীর শুভ ক্ষণে বলি যাচে যাচে
তুমি কেমন আছো লুকোচুরি খেলে,
খেলার ভেলায় ভাসালে আমায় 
ভাসলে না একবারও তুমি।

Thursday, March 21, 2019

আবেগ

 ___________ আবেগ __________
            এম এ মাসুদ রানা 

জানি না কেন তোমার এতো  আবেগ
তোমার উতলা আকাশে জমেছে মেঘ,
বৃষ্টি  ঝড়িয়ে তোমার আবেগ করো শেষ
ঝড়াও জল আছি তো কাছাকাছি বেশ।

তুমি চেয়ে দেখো আমার পানে
সূর্যালোকে ফোটা কত রকমের  ফুলে,
ফাল্গুনে মৌ মৌ গন্ধে পাখি উদাস মনে গায়,
তৃষ্ণাতূর মনে জাগে যদি শিহরণ কোন ক্ষণে
শুকে নিও ফল্গুধারা সুরভী ঘ্রাণ ভাঙ্গা নিশিতে।

যদি মন কাঁদে আগেব ভুলে কোন লগনে
ব্যাকুল হয়ে থাকবে না কখনো যত্নে
চাদনী রাতের শিশির কণায়  ভিজে গেলেও 
তুমি খুজে পাবে আমারে!
আমি বলি ফিরে এসো আমার পানে।