Tuesday, August 25, 2020

অমীমাংসিত

অমীমাংসিত
এম এ মাসুদ রানা

হৃদয়ে অবহেলার রক্ত ঢাকা
আর কতকাল বইবো বলো?
মনের ভিতরে মন আছে বলেই -
তাই শুধু তোমাকেই চাই!
শুধু বিষ, আর শুধু বিষ,
সাথে থাকে অহর্নিশ।
আর কতকাল এই লুকোচুরি
খেলা আর খেয়ালি।
পাওয়া না পাওয়ার লড়াই!
কথায় কথায় করো এতো বড়াই,
কেনই বা বদলে গেলে!
আসতে পারো না কি কোন ছলে?
এতো করুণায় তোমার হৃদয় নাহি গলে।
কতকাল চলবে অমীমাংসিত সালিশ?
আবেগে অশ্রু জলে ভিজে কোমল বালিশ

Friday, August 21, 2020

কারাদণ্ড

______   কারাদণ্ড
        এম এ মাসুদ রানা 

আমি কার সাথে শুই?
কার সাথে ঘুমাই?
আমার কিছুই জানা নাই! 
পুরনো কথার কাছে ফিরে আসি বারবার, 
 ফিরে যাই, অতীতে, হই একাকার।
মুক্ত করতে চেয়েছিলো আমায়,
মুক্ত করতে পারে নাই। 
আমি জানি না, আমি জানি না, 
আমার মুক্তি হবো কখন ও কোথায়!
শুন্যতার সাদা শেওলায় ভেসে গেছি
একা একাই কারাগারে বসে আছি।
স্মৃতির পাতাগুলো এলোমেলো চারপাশ,
মুহূর্তে শুনবো কারাদণ্ডের স্বাদ।

Sunday, August 16, 2020

ভাল মানুষ

 ভালো মানুষ 
এম এ মাসুদ রানা

সাধনা হলো মোর শিক্ষা করা
শুরুর শিক্ষায় সাধনাকে ধরা।
আজ হয়াছি সাধনা সিদ্ধি
করিনি গুরু সাথে কোন যুক্তি।
বলি নাই মন্দ কথায় কোন ছন্দ 
হয়নি কখনো গুরুর সাথে দন্দ।

রাতেরো আকাশে চন্দ্রের আলোকে
বলে থাকি তো মোরা জোছনা, 
কেহ বলে আয় চাঁদ আয় কাছে আয়
চাঁদ মামা আয়, দুটো কথা বলে যায়।
চাঁদেরে কে চাই, ধূলির মাঝে 
জোছনা হলে সবাই আসতে চাই কাছে।

মুকুট পড়ে দাঁড়িয়ে থাকে রাজার বেসে
সে কি রাজা হবে কখনো শেষে-মেষে,
অন্ধকারে জ্বললে আলো, দূর হয় আধার 
মানুষ হবি, দরকার হবে না কাঁদার।
ভালো মানুষেরে গুণীরা করেছে কদর
সর্বক্ষণে তাঁহারা পেয়েছে সবার আদর।

Sunday, August 9, 2020

করোনাকালে

_____   করোনাকালে   _____
____ এম এ মাসুদ রানা ____

অন্তরঙ্গ দূরত্ব
পুরোনো নিয়মে তারা ঘুরপথে ফিরে আসতে চায়—
জানালার ধুলোট কাচে ছোপ ছোপ ছায়া বোনে,
সাড়া তোলে ব্যালকনিতেও।

কী দুঃসাহসে!
খকখক কাশি, বুড়োদের হাসির মতো ঠকঠক বাজে।
নতুন যারা, তারা চোখ মেলতে চায়
বন্ধ চোখের তারায় কড়কড়ে বালি 
তবু কী আহ্লাদে পিটপিট তাকায়!

জানালা-কপাট বন্ধ, রুদ্ধ ব্যালকনি
কারও আসার নেই, যাওয়ার নেই
বাতাস না, ধূলিকণা না, নিশ্বাসও না
পুরোনোরা কালো দাঁত ঝিকিয়ে হাসে;

কত দূরে যাবে
কতটা দূরে গেলে দূরত্বকে নিরাপদ বলবে তুমি!
কতটা দূরত্ব নিরাপত্তা দিলে দূরত্বকে দূরত্ব বলবে তুমি!
অন্তরঙ্গ দূরত্বে মানুষের মৃত্যুতে হয়।

টোকন ঠাকুর, খিদে ও খাদ্য
কেউ আমেরিকা যাবে, যাক
সামর্থ্য আছে যাওয়ার।
কেউ স্ট্রবেরি খাবে, খাক
সামর্থ্য আছে খাওয়ার।

 তুমি কি খাবে?
কোথায় যাবে? 
কি বা আর তুমি খেতে পারো?
কোথায় আর যেতে পারো?
মরবার আগে পেট পুরে খাও,
খিদে যা আছে তাই খেয়ে যাও।

আমি কি খাব? 
কোথায় যাবো?
এমন দেশ কি আছে? 
যেখানে মানুষ মানুষে ভেদাভেদ নাহি আছে,
রোগীদের প্রতি অনুরাগ সবার থাকে।

Saturday, August 8, 2020

অশান্ত মন

       অশান্ত মন
  এম এ মাসুদ রানা

নিদ্রাহীনতায় আমার দুটি'চোখে
জেগে আছি এক একা সারারাত।
তোমার স্মৃতি পরে মনে বারে বার,
দু'নয়নে আসে যায় জলে
তুমি বুঝলে না তার ফল।
গড়া স্বপ্নের বাধ ভাঙ্গে যায়
তবুও অশান্ত মন তোমাকে চায়।
হবে কি দেখা তোমার সনে?
ভাসা ভাসা মেঘ ভাসে মেঘে!
আসবে আবার কি শেষমেষে?
নিরাশার কাল আঁচলে ঢাকা
দমকা হাওয়া কখনো হয়নি ফাঁকা।
জ্যোৎস্নাটা আধারে ডুবে গেছে,
কেমনে দেখবো তোমায় বলো।
আজো আছি পথ চেয়ে!
তোমায় পাবার আশা নিয়ে
নিরাশার আশাকে দেখা দিয়ে।
আশাত্তুর হৃদয় হয় না ক্ষান্ত
নিরালায় বসলেই হয় অশান্ত।

Tuesday, August 4, 2020

হায়রে অর্থ

             হায়রে অর্থ
       এম এ মাসুদ রানা

যদি তোমার কাছে থাকে না অর্থ 
সব জায়গায় হবে তুমি ব্যর্থ।
প্রতি মুহূর্তে প্রিয়জনের কাছে পাবে কষ্ট 
তোমাকে দেখে বলবে তারা আমি ব্যস্থ।
করবে না কেউ তোমাকে স্বরণ
যদি হয় তোমার কোন কারণে মরণ।

ভাই-বোন, পিতা-মাতা দেখে শুধু সম্বল
তারা চাই, শুরু তারা চাই, তাদের অবলম্বন। 
শূণ্যতে হয় না কোন দোয়া কবুল আলেমগণে বলে
দোয়া দরূদে অর্থের প্রয়োজন আলেমের কথায় প্রমাণ। 
অর্থ ছাড়া দেবতাও তুষ্ট নয় গুণীজনে কয়
সবকিছু দিয়ে পূর্ণ করে পূজা দিলে দেবতা খুশি হয়।

অর্থ ছাড়া পায় না প্রেমিক প্রেমিকার কাছে দাম
অর্থ দিয়ে নির্ণয় হয় ভালবাসার মানা।
ভাই বল, বন্ধু বলো,  বলো কতো স্বজন 
অর্থ সাথে থাকলে করবে তারা কদর।
অর্থের বিনিময়ে হয় কত অপরই হয় আপন
অর্থ ছাড়াই হয় কত আপনই আপর।

যদি থাকে তোমার কাছে অর্থ 
তোমার কষ্টে তারাও পাবে কষ্ট। 
সর্বদাই কাছে থেকে হবে তারা ব্যস্থ
অর্থ থাকবে তবু্ও দিতে চাইবে অর্থ। 
ভুলেও বলবে না, হচ্ছে না তাদের সাধ্য
কাছে থাকতে হবে তারা বাধ্য। 
অর্থের কাছেই হয় শিক্ষার পচন
অর্থ ছাড়া কেউ শিক্ষাকে করে না যতন।

Saturday, August 1, 2020

বর্ষা

                    বর্ষা
          এম এ মাসুদ রানা 

হে বর্ষা, 
তুমি এসেছো নতুন সাঁজে
তাই তো মোর মনে কিছু কথা আসে।
কি দারুণ ছন্দে ডাকে মোর বন্দে
অনেক পাখির ছানা ডাকে মধুর কণ্ঠে। 

হে বর্ষা, 
তুমি এসেছো বলেই তো
জল করে তাই  থৈ থৈ
জেলে মাঝি করে হৈ হৈ।
হাঁস ছানা খেলা করে
মনের সুখে আহার ধরে। 
শিরি শির বৃষ্টি, শনশন শব্দ 
করেছো সবাইকে জব্দ। 

হে বর্ষা, 
তুমি এসেছো তাই তো,
ক্ষণে ক্ষণে মেঘ ডাকে
এই এলো বুঝি বৃষ্টি
একত্রে বসে থাকার সৃষ্টি 
বৃষ্টির দিকে থাকে সবার দৃষ্টি। 
বর্ষার দিনগুলি লাগে খুব মিষ্টি
আমন রোপনে কৃষকের দৃষ্টি। 

হে বর্ষা 
তোমার আগমনে তো
বিলে-ঝিলে ফোটে শাপলা পদ্ম
তাই কবিগণ লিখে গদ্য আর পদ্য
অভিনয় করবে তাই সেজেছে ছদ্ম। 
কি দারুণ তোর নতুন সাঁজ! 
ঝনঝন করে বাঁজে বৃষ্টির বাঁজ।
খেলে সবাই আপন খেলা
মাঠের মাঝে কাটে কৃষকের বেলা।

বিরহের দিন

                 বিরহের দিন 
             এম এ মাসুদ রানা

কোটিপতি ছেলের সাথে প্রিয়ার বিয়ের আয়োজন
সেই বিয়েতে করেছে আমায় নিমন্ত্রণ
যে প্রিয়া ছিলো আমার প্রাণের চেয়ে দামী
তার বিয়েতে কি উপহার দিবো বল আমি?

প্রিয়া দু'টি চোখে পরত যখন দু'টি চোখ
অজানার সুখে ভোরে যেতো সারা বুক।
ইশারায় ও কথার মাঝে খুঁজে পেতাম সুখ
ছোয়ার সাথে সাথে হারিয়ে যেতো হুস।

পাঁচ বছরের ভালোবাসা হলো মূল্যহীণ
তাই বাজেনি তোমার হৃদয়ে প্রেমের বীণ।
তাই দেখে দেখে কসটতে হবে সারাদিন
তোমার হৃদয় ছিলো ভালোবাসা মূলহীন,
নিমন্ত্রণ দিয়ে রাখলে না তো কোন ঋণ
শুরু হলো গেলো জীবনের বিরহের দিন।

Wednesday, July 1, 2020

একজন করোবা পজিটিভের গল্প

একজন করোনা পজিটিভের গল্প
______ এম এ মাসুদ রানা 

কিছু দিন ছিল গলা ব্যথা
তার সাথে হলো মাথা ব্যথা
তারপর শুরু হলো সর্বাঙ্গে ব্যথা
গলা খুসখুস ও হালকা খাসি তো আছেই। 
সংগ্রহ করল এবার নমুনা 
পরিক্ষা হলো কোন এক সরকারি ল্যাবে
অপেক্ষায় আছি কিছু ক্ষণ পরে রিপোর্ট দেবে।
রিপোর্টের আশায় আছি হোম কোয়ারান্টাইনে,
রিপোর্ট এলো মোর করোনা পজিটিভ,
নিয়ে গেলো আইশোলোশনে 
শুরু হলো একাকীত্ব জীবন  
এই বুঝি এলো মোর কাছে মরণ। 
জীবন কাটিতেছে শুধু নিরাশায় 
এই জীবন হলো বিথায় 
প্রাণ যে কখন যায়। 
ডাক্তার আসে যখন 
জানতে চাই মোর হয়েছে কী প্রোগেসিভ।
চিকিৎসা নেই, নেই কোন  ভেষজ,
কি অসুখ আসলো পৃথিবীতে আজব
অনেকেই বলে এটা হলো আল্লাহর গজব।
তাহলে আমি কি বাঁচবো না আর? 
বাঁচার তো স্বাদ জাগে মনে বার বার। 
অনেকে করোনার ছোবলে হারিছে প্রাণ
জীবনের স্বাদ স্বপ্ন হয়েছে অবসান। 
সচেতনতা কেউ তো ফিরে পেয়েছে প্রাণ 
আমি বাঁচাতে চাই, আমার জান। 
তাই তো বলি বাঁচতে চাই, বাঁচতে চাই
আমি বাঁচাতে চাই।  
এখনো আইসোলশনে আছি বাঁচার আশায়।

Tuesday, June 30, 2020

মন পাখি

                 মন পাখি
           এম এ মাসুদ রানা 

মন পাখি তোর কি মন খারাপ? 
মন পাখি তবে কি অভিমানী নারী?
একটুখানি অভিমানে-
তোর চোখে দু'টি জল চলে আসে! 

নদী কিংবা সমুদ্র!
সে তো যেমন শ্রাবণের অবিরাম ঢল।
 তবে কি আদুরে হও কারো বউ?
অল্প'তে চোখ করো ছলছল! 

একটু হাওয়াতেই হারিয়ে যাও-
অন্য কোন অজানা পাণে....
মন পাখি কি তবে নতুন মৌনতায় —
নতুন বধূ সাজতে চাও?

বিলাসীতার উচ্চ আকাঙ্খায় 
ধরেছো কি এমন বায়না?
ভাবের মধ্যে বোঝাতে চাও 
মুখে তো কিছুই বল না।

Saturday, June 27, 2020

হায়রে অতীত নিদারুণ বর্তমান

 হায়রে অতীত নিদারুণ বর্তমান   
           এম এ মাসুদ রানা

কিনে ছিলাম কতশত লাল গোলাপ
প্রিয়ার সাথে করে ছিলাম আলাপ।
কখনো দাঁড়িয়ে ছিলাম না একা একা 
করে ছিলাম কারণে অকারণে দেখা। 

আমি চাই, 
আজ ভালোবাসা পূর্ণতা পাক
বিষন্নতার দিন কেটে যাক।
বিরহ বেদনা দূরে থাক
মনোমালিন্য সবাই দূরে রাখ।

তবুও কেন আসোনি কাছাকাছি 
সবে কিছু ছিল কি তোমার মিছামিছি? 
আমাকে করছো এখন বাছাবাছি 
আগে মতো করো না তো নাচানাচি। 

অথচ এই স্বপ্ন পূরণের আশা
আমি করিনি তোমায় বাছাই। 
আমি শহরে সবার চেনা
তোমার ছিল না জানা,
তাই করেছো পবিত্র ভালোবাসা ফানা ফানা।

Wednesday, June 24, 2020

আমি দেখতে চাই

         আমি দেখতে চাই   
        এম এ মাসুদ  রানা 

ভোর বিহানে দেখতে মন চাই, 
ছোটো সোনামণি ব্যস্ত আছে
এখন যাবে সে বিদ্যালয়ে।
কাঁধে তার আছে স্কুল ব্যাগ,
নিদ্রা ভেঙে দেখি মহামারী শেষ
সবাই করিতেছে আরাম আয়েশ 
কারো প্রতি কারো নেই কোন খায়েশ 
সবাই আছে সবার তরে বড্ড বেশ।
চারিদিকে সবাই মুখরিত গুঞ্জনে
মহামারীর কবলে কবলিত ক'জনে
খবর পেতে করে শুধু ফোন আর ফোন
যাহা জানে তাহায় বলে দেয় টান।
সমাজের উঁচু নিচু ভেদাভেদ হয়েছে শেষ 
খুজতে ছুটে না কেহ আরাম ও আয়েশ 
করতে চাহে ধর্মে যাহা আছে জায়েজ, 
আমানতও হয় না কারও কাছে গায়েব। 
নির্দয় হয় না গোলামে উপর সাহেব
ধরে আছে ধর্মে কি আছে জায়েজ? 
বর্জন করিতেছে যতসব নাজায়েজ 
ধরণীতলে সবার বসবাস আয়েশে।

Friday, June 19, 2020

তুমি ছলনাময়ী

             তুমি ছলনাময়ী 
          এম এ মাসুদ রানা 

আমি যে, তোমায় কতোটা ভালবেসেছি
এটা কেবল শুধুই আমিই জানি
আর জানে শুধু আমার মন,
প্রতিক্ষণে প্রবাহিত হওয়া বাতাস।
ভালবেসে বেসে, ভালবেসে শেষ
কেবলি একাকি ভালবাসার দেশ।
হয়েছি তো সময়ে খাঁক, 
অগ্নি সাগরে দিয়েছি ক্রমাগত ঝাপ।
দীর্ঘ মরুঝড় পার হয়েছি
তীব্র তাপে, ঝলসানো আত্মা নিয়ে।
দেখবো তোমার মোনালিসা চাহনি
শুষ্ক বুকে দেখতে এতোটুকু পায়নি।
জলের প্রবল প্রলেপ,
দু’টি অগ্নি নয়নে দেখেছি, 
চোখের পাতায় তোমার নষ্টামি হাসি
বড্ড ভুল হয়ে গেছে তোমাকে ভালবেসে।
তুমি যে, হিসেবের খাতা খুলে বসেছ
হে ছলনাময়ী রমণী! 
আর কতোটা পুরুষ পেলে
শান্ত হবে তোমার ওই তৃষ্ণাতূর হৃদয়
উদগীরনরত জলন্ত লাভা করবে জয়।

Sunday, June 14, 2020

তুমি ফিরে আসো

_____ তুমি ফিরে আসো
_____ এম এ  মাসুদ রানা 

আমি আজো খুঁজিতেছি তোমাকে,
তুমি ছিলে যেখানে।
আমি আজো থাকি সেখানে,
তুমি ছিলে যেখানে।

অন্যের হয়ে গেয়েছো ভাবিনি কখনো
আছে তো সবকিছুই সাজানো।
এমন কেন করলে করে তুমি গোপনে? 
অকারণে এসেছিলে স্বপ্নে।

আমি আজোও ঘুরি ফিরি, 
খুঁজে জীবনের মানে।
জীবন যে অর্থের কাছে বন্দি, 
সবাই কি তা জানে?
স্বপ্নের স্বপ্নে এসেছিলে একটা ফানে,
অযথাই খুঁজতে হচ্ছে এখন তার মানে।

অকারণে এসেছিলে স্বপ্নে স্বপ্নের সনে
হাত ধরে আছে তো তোমার অন্য জনে।
নতুন ভূবণ সাঁজাবে বলে কথা হয় দু'জনে 
আমার কথা আসেনি তাই তোমার মনে।

আমি আজো বসে আছি নিরিবিলি উচ্ছাস 
প্রহরে প্রহর গুণি তোমাকে পাবার স্বাদ
যদিও জানি হবে না এতে কোন লাভ 
তবুও থাকে না'তো আমার কোন লাজ।

তোমাকে ভালোবেসে পথেঘাটে হলো বাসা
অর্থের বিনিময়ে এখন ভালবাসা চাস।
অর্থ ছাড়া ব্যর্থ জীবনে হয়েছি নিরাশ
এখনো বলি আশাত্তুর জীবনে ফিরে আসো।

শব্দ

          শব্দ 
 এম এ মাসুদ রানা

শব্দ দিয়ে বাক্য হয়
কথায় কথায় নয়,
শব্দ কথায় হয় তো মালা
শব্দ দিয়ে হয় খেলা
খেলার ছলে নেমেছে দিবস বেলা
দিবস শেষে সন্ধ্যা মেলা।

শব্দ তোমায় প্রশ্ন করি
তুমি থাকো কোথায়?
তোমার খবর কি রাখ? 
কেমন করে আসলে তুমি?
মানবের এই দুনিয়ায়
দেখে বলে তো কেউ হায় হায়।

তোমায় দিয়ে কত কবি
লিখেছে কত কবিতা আর গান। 
লিখেছে কতই আরও ছন্দ 
তোমায় নিয়ে চলছে হয়নি তো বন্দ।

Saturday, June 13, 2020

আসেনি কোন সাড়া

           আসেনি কোন সাড়া
---------- এম এ মাসুদ রানা 

দক্ষিনা বাতাস এখনো বহে ঝিরি ঝিরি
বৃষ্টি আসে ঠিক আগের মতো শিরি শির। 
ফুল ফোটে আজোও ভরা বসন্তে,
ভ্রমরের গুঞ্জন আসে কানে কানে
গাছে নতুন পাতা আসতে আপন মানে।

জ্যোৎস্না রাত্রী আসে তারা ভরা গগণে
কোকিল ডাকে না তো আর কোন বাগানে
ফুল ভরা বসন্তে আছে কি কোন মানে?
কোকিলের ডাক যদি না আসে কানে।

মেঘের ভীড়ে লুকিয়ে থাকে নীল আকাশ
উল্কা পিন্ড ছুটে চলে, উঠেছে কোন বাতাস
রাত্রী পেরুলে সূর্য জাগে, আগের মতো কাজ
পায় না তো কেউ আরও বসন্তের সাঁজ।

আসে তো এখনোও এলোমেলো আশ্বিনী ঝড়,
নিরাশার বিষম বেদনায় ছটপট কর।
যদিও মন খুজে প্রিয়া বলে বেদনার কাছে
চাওয়ার ব্যাকুলতা মনের মাঝে।

কেন তুমি চলে যাও আপন মনে দূর গগণে
ভাবতে পারো না'কি আমার ব্যাকুলতার মানে।
যেমন বসন্ত এসেছে কোকিল ছড়া
তেমনি তুমি দিয়েছিলে কল্পনায় নাড়া
তাইতো আসেনি তোমার কোন সাঁড়া।

Sunday, June 7, 2020

সুন্দরী কন্যা

÷÷÷÷ সুন্দরী কন্যা ÷÷÷÷
÷÷ এম এ মাসুদ রানা ÷÷

 সুন্দরী কন্যা, 
তুমি এসো মনের গভীরে 
সাঁজিয়ে দিতে এই মন। 
সাঁজাতে করো না কৃপাণতা,
সাজতে চাই যখন তখন। 

 সুন্দরী কন্যা 
তাকাও, একবার আমার পানে, 
বলতে চাই কানাকানি।
আবার হবে কিছু কথা
তোমার সাথে নয়নে নয়নে।

 সুন্দরী কন্যা,
আমায় একটু ভালোবাসা দাও
তোমার নিখুঁত পরশে।
আমার কাছে এসে বসো
স্বপ্ন আছে তোমার যত সবই কশো। 

 সুন্দরী কন্যা ,
আমার নামটি লেখ
তোমার মনের ডাইরিতে।
আমার ছবিটা আঁক 
তোমার মনের রং তুলি দিয়ে।

 সুন্দরী কন্যা,
আমার কথা ভাবো? 
একা একা নিরালায় বসে।
তোমার মন আমায় যদি খুঁজে?
খুঁজে পাও, তাহলে তো প্রেম বুঝো।

Friday, June 5, 2020

আতংক

______ আতংক _________
___ এম এ মাসুদ রানা ____

বিশ্ববাসী আতংকে আজ
করোনার ভয়ে ছেড়েছে কাজ।
কখন যে, পরবো করোনার কোবলে
কাকে যে, মারবে মরন ছোবলে।

বিশ্ব আজ থমকে গেছে
মরণ ব্যাধি পৌঁছে গেছে।
কেউ পায় না পরিত্রাণ 
মনে করি ধরলে তো যাবে জান।

তবুও মানুষ ঠাট্টা করে
মরণ ব্যাধি করোনাকে নিয়ে!
খোদা যে, আজ শাস্তি দিচ্ছে 
মরণ ব্যধি করোনাকে দিয়ে।

খোদার গজব যতই আসুক 
অন্যায়ে কাছে করবে না স্বর নিচু।
ইমানদার জাতিই পারে কেবল 
করোনাকে হাঁটতে পিছু।

করোনা

_________  করোনা _________
_____ এম এ  মাসুদ  রানা ____

'করোনা' দিয়ে যতটুকু আঘাত
মনে ভিতরে পুষি ভয়ের প্রতিঘাত।
আল্লাহ'র প্রতি এনেছি কি ইমান
যতটুকু প্রয়োজন ততটুক নয়।

মৃত্যুর ভয় এসেছে এখন মনে 
স্রষ্টাকে বলছি এখন প্রতিক্ষণে।
করোনার নাম বলছে সবাই জনে জনে
মহামারী ধেয়ে এসেছে জনজীবনে। 

ক্ষমা যদি না করো হে দয়াময় 
আমাদের পাপ নিয়ে থাকবে সংশয়। 
পারবো না পার হতে বিপদের ক্ষণ
বিপদ ধাপে ধাপে এসে করবে দহন। 

মন থেকে করোনার ভয় 
করতে পারি যেন মোরা জয়।
ভয় ভীতি থেকে করোনা পরাজয়।
করতে পরি যেন করোনাকে ক্ষয়।

এখনো তোমায় ভালবাসি

___ এখনো তোমায় ভালবাসি ____
______ এম এ মাসুদ রানা _______

কত দিন  রাখনি কোন খোঁজ 
সত্যি ভূলে গেছ কি তুমি?
আমিও খুঁজিনি তোমায় কোনদিনি
ভূলে থাকতেও চেয়েছিলাম। 
সময়ের কালক্ষপণ ছিল বড্ড বেসামাল 
গা ভাসিয়ে ছুটেছি অজানায়।
কর্ম ব্যাস্ত জীবনের দোহাই ছিল বরাবর 
বুঝিনি কে আপন আর করে পর।
আজ তোমায় দেখতে পেলাম নতুন ভুবনে 
দেখেছিলাম কতটা যতনে। 
তোমাকে দেখে দেখে এসেছিল চোখে জল
সেই অজানার অশ্রু জল পাবি কি ফলে?
যেমন ছিলে তেমনই আছো রবে চিরদিন 
এতোটুকুু বদলাতে বাজানি কোন বীণ। 
সুখের হাসি আজো ভরে আছে তোমার বদনে
ব্যথাত্তুর কপাল দেখেছে ক"জনে।
বলতে চেয়েছিল তখনি উচ্চস্বরে, 
এখনো তোমায় ভালবাসি তোমাকে।