Sunday, September 13, 2020

ভিন্ন আকাশ

_________ ভিন্ন আকাশ __________
          এম এ মাসুদ  রানা 

আমার আলোর পাখি, 
আমার আকাশটা আজ তোমার কাছে ভিন্ন ,
তাই তো করছো অচেনা আকাশটাকে ছিন্ন।
চাঁদের গায়ে ভালোবাসার কথা লিখে দিলাম
তোমার আকাশটাকে ভালোবেসে কি পেলাম।

আমার আলোর পাখি; 
কতকাল রাখবে বন্দী নিজেকে অন্ধকারে?
প্রতিটি নেশা ধরা পূর্নিমার রাতে,
ভিন্ন ভিন্ন পোষাকে নতুন তোমার সাঁজ।
তুমি নিজেকে আটকাতে পারবে কি?
মুক্তভাবে খোলা আকাশের নিচে চলা।
তোমাকে আসতেই হবে ফিরে
অচেনা আকাশের নীড়ে। 

আমার আলোর পাখি, 
চাঁদ গলা জোছনা শিক্ত ভালবাসার কথা
চকিতে তোমার খোপা খুলে দেওয়া যথাতথা। 
সাঁতার কাটবে সেই খোলা চুলে দূর্বার 
অপ্রতিরোধ্য প্রেমিকের চঞ্চল ঠোঁটের মত
চক্ষু ছুয়ে দিবে , ওষ্ঠ যুগল দেখে তোমার।
সারা গায়ে, সারা রাত আঁকবে রঙ্গিন ছবি
মনে করো, তোমার আকাশে সর্বদায় থাকবে রবি।

আমার আলোর পাখি, 
আমাকেতো তুমি  আর আটকাতে পারবেনা।
তোমার আমার আকাশটা আজ ভিন্ন তাই ,
চাঁদের গায়ে ভালোবাসার কথা লিখে দিলাম।
তোমার ভালোবাসা অনাদর হলেও নিয়ে লিনাম,
আমার যত্ন গড়া ভালোবাসাও তোমাকে দিলাম।

No comments: