Sunday, September 13, 2020

শুন্যতা

শুন্যতা 
 এম এ মাসুদ রানা 
মনের গভীরে দীর্ঘ মায়াময় ছায়ামূর্তি
শয়নে স্বপ্নে চলে আসে ভিন্ন উক্তি 
উক্তির মাঝেও থাকে তো যুক্তি
এরই মাঝে প্রাণে নিয়ে আসে শক্তি
শুন্যতা থাকা শর্তেও সৃষ্টি হয় ভক্তি।
যখন নিরবে চক্ষু তুলে তাকায়!
মনে গভীরে আবার ছায়ামূর্তি আঁকায়।
দীর্ঘশ্বাস হতে থাকে দীর্ঘ, তপ্ত হয় হৃদয়
আকাশের ওপারে আকাশ, আছে ততই। 
বাতাসে প্রিয় গন্ধ, খোঁজে স্পর্শ, শিহরণ
এতে জাগবে মনে ভীতর আরো জাগরণ 
তখনি মন দিয়ে মন হবে হরণ।
নিবিড় মেঘের দল খোঁজে কোলাহল
নিবিড় মনে আসে আরো বেশি মনোবল। 
খুঁজে পায় শুন্যতা, পাণ্ডুর, বিবর্ণতা 
নিরবে নিবিড়ে হবে যতশত মনের কথা।
হঠাৎ খামচে ধরে,ছিরেফেলতে ইচ্ছে করে
হৃদয় আমার! মায়াবি স্বপ্নের আঘাত প্রতিক্ষণ
শুন্যতার কারণে কখন আসবে আমার মরণ
পূর্ণতা না হলে কেউ করবে না কখনো স্মরণ।

No comments: