Sunday, September 13, 2020

অনুভুতি

 অনুভুতি
 এম এ মাসুদ রানা 

দু'লাইন পদ্য আর কিছু ছন্দ
সামান্য অনুভূতিতে হয়েছে বন্দ।
হিসেবি ছন্দ, বেহিসেবি শব্দ করো না জব্দ
অচেনা মাতাল নদীতে থাকবে না জলাবদ্ধ। 
হৃদস্পন্দের মতো ক্ষণে ক্ষণে জাগে অশান্ত ঢেউ
আগুন জ্বলে প্রতিটি চূড়ায় চূড়ায় জানেনা কেউ। 
সোনালী আলোর স্রোতে কি ভেসে যায় ঢেউ?
কথায় কথায় করতে পাবে না হেউ।

অপলক দৃষ্টিতে, গুধলি ভীষণ তমিশার উদাস নৃত্য 
অনেকেই জানে না, নৃত্যের মাঝে আছে কি কৃতিত্ব? 
আমি তবে এখন কি জোছনা নিয়ে কবিতা লিখবো?
আমি তবে এখন কি তাঁরাদের নিয়ে গল্প লিখবো?
জোছনার জলে ভেজা মায়াবী এক নারীর কথা
তাঁর জ্বালাময়ী কথার কথায় আছে মনের ব্যথা। 
যার নেশা ধরা বাঁকা চুলে অজস্র তাঁরা জ্বলে।
যে সাদা বকুল গন্ধ ছড়ায় মেঘের ভাঁজে ভাঁজে
হৃদয়ের গভীরে কিছু কথা এখনো জমা আছে।

No comments: