Sunday, September 13, 2020

অপেক্ষা

অপেক্ষা
এম এ মাসুদ রানা


আমি সেই সময় টুকু চিনি
যাকে তোমরা অপেক্ষা বলো!
অপেক্ষা যে অপেক্ষা নয়,
মনে হয়, প্রতিটি মুহূর্তে বিষ পানের শামিল।
প্রতিটি দমে, পলে অনুপলে, ক্ষণে অনুক্ষণে,
মনে হয়তো দীর্ঘ্য দিনের মতন
যখন তোমরা বলো, অপেক্ষা কর,
একটু অপেক্ষা কর,
আমি আসবো, আবার আসবো।


অপেক্ষায় কেটে গেছে দিন, মাস, বছর
বলেছো তোরা যাই, চোখের পলকে আসবো,
হৃদয়ের প্রবণতাও নিভে গেছে অপেক্ষার তরে।
কিছুটা সময় বাকী আছে,
লাশ হয়ে পরে রব অচেনাদের কাছে,
তোমার তরে অপেক্ষায় থেকে যদি নাহি বাঁচি
লাশ হয়েও থাকতে পারবো কিছুক্ষণ তোদের কাছাকাছি
অপেক্ষায় রেখে গেছো শুধুই মিছামিছি।


বলি কারো তরে অপেক্ষা করবো না আর,
অপেক্ষা করতে করতে করেছি জীবনটা পার
সেও কারো জন্যে অপেক্ষা করেনি তো আবার!
সময় বয়ে চলে তার গতিতে,
অনেকটা মৃত্যুর মতো,
তবুও মরিনি এখনো আমি।

No comments: