Sunday, September 13, 2020

হয়নি যাবার বেলা

 হয়নি যাবার বেলা 
 এম এ মাসুদ রানা  

যেদিন এই দেহে থাকিবে না প্রাণ
সেদিন দুঃখ কষ্ট সবে হবে অবসান। 
বিদেহী হবে আত্মা আমার
কমল দেহ করে চুরমার।

আত্মীয় স্বজনরা করবে শুধু চিৎকার 
পিতা-মাতা ভাই-বোন পাবে না নিস্তার 
সময়ে অসময়ে করবে তাঁরা হাহাকার 
বলবে খোদা এই ছিল তোমার বিচার।

বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী সকল 
একবার দেখার জন্য হবে তাঁর বেকুল।
পড়শীরা দেখে বলবে হলো কি আবার
সেবায় ত্রুটি এমন কি ছিলো তাঁর 
কেন পৃথিবীতে থাকতে পারলনা আর।

সেই ক্ষণে তুমিও বলবে কি কিছু কথা
রেখো না আমার তরে পেয়েছো তুমি যে ব্যথা।
কিছু কিছু ভুল আছে মেনে নিতে হয় 
জমিয়ে রাখলে তা শুধু বারাবে সংশয়। 
অভিযোগ থাকলে তুমি লুকিয়ে রেখে
বিরহ গড়াবে শুধু সত্যি ডেকে।

No comments: