Sunday, September 13, 2020

সন্ধ্যার ছন্দে

________ সন্ধ্যার ছন্দে
          এম এ মাসুদ রানা  

পাখিদের ঐক্যতানে গান
তুই সন্ধ্যা এবার নাম।
বাগানে গোলাপ, জবা, গাঁদা
দোলনচাঁপার গন্ধও চাঁপা।
গৌধুলি বিকালে নানান রঙ্গে রঙ
ধরেছো তুমিও আমার সঙ।
দোলছে গোলাপ কলি, বাদমী কলমী,
ঝিলে ফোটেছে সাদা শাপলা, আর পদ্ম
তোমার আমার সঙ্গোপনে ছিল না ছদ্ম।
অভিসার ছন্দ আনে আপন মনে
গুছানো খোঁপার কোন এক কোনে।
ধরি ফুল দুই আঙ্গুলে,
চুপি চুপি কইছি কথা আসে যেন মঙ্গলে।
ভেঙ্গে গেছে লাজ, ভয়,
নিরবতায় হাতে হাত একটা কিছু কয়।
অপলক দৃষ্টিতে, মিষ্টি মিষ্টি কথা রয়
তবুও মনের মাঝে সংশয় হয়।
তোমার স্পর্শে হৃদয়ে শিহরণ জাগে,
মধুর আলিঙ্গনের তরে আমায় ডাকে।

No comments: