Sunday, September 13, 2020

গোধুলির বিকেলে

গোধুলির বিকেলে 

   এম এ মাসুদ রানা


দেখা হলো কোন গোধুলী বিকালে নিরালায়
কথা হলো দুজনে দুজনায় 
গোধুলীর বিকালে ছিলো অনেক তাপ
কথার মাঝেও হয়নি আনমনা।

প্রথমে হলো কিছু সামান্য ভোজন
সেখানে দেখালাম কিছু স্বজন,
ডাকতে ডাকতে ক্লান্ত  হয়ে গেলাম 
পরে দেখে তাঁরা আমার বদন।

হাসি খুশি ছিলাম তো অনেক বিভোর 
তবুও কথা হয়নি শেষ,
টুকিটাকি দুষ্টুমি আর মিষ্টি কথার মাঝে
কথা হচ্ছিল তবুও বেশ।

নির্জন নিরিবিলি, ছিল না চেচামেচি 
বসেছিল তো অনেক কাছাকাছি, 
কথার মাঝে কথা হয়েছিল অনেক বেশি 
মাঝে মধ্যে হয়তো চোখাচোখি। 

কথা শুরু হলো একসাথে হাটাহাটি 
রাস্তার পাস নিয়ে কাটাকাটি, 
মাঝে মাঝে বলে আমি চিল্লাতে পারি
চিল্লাবো বলে করে ছুটাছুটি। 

কিছু হলো কেনাকাটা এটা ওটা সেটা
খাকি খামে হলো বাঁধা, 
দাম নিয়েও হয়েছিল অনেকে কথা
মূল্য দিতে হলাম বৃথা। 

শেষমেষে আবারও হলো নতুন ভজন 
তখন ছিল না কোন স্বজন,
তারাহুরো করে খেয়ে বলে হলাম আমি প্রথম
বাড়ি ফিরার তরে চলে আয়োজন। 

পরিশেষ বাড়ি ফিরা একসাথে দু'জন
রাস্তায় বেজেছিল মোবাইল ফোন,
আলাপ আলোচনায় ফিরতেছিলাম 
কারো ফোন ধরিনি তখন।

অধীর আগ্রহে দাঁড়িয়ে ছিলো আমার তরে
আমার এক অতি আপনজন, 
কিছু কথা বলতে বলতে কি খাবো বলল যখন
একটু দেরী হলো বললাম তখন।

No comments: