Sunday, April 17, 2022

মোবারক ঈদ

মোবারক ঈদ
এম এ মাসুদ রানা 

এই রাতে সুপ্রভাতে
বলার পরে
খুশির দিন আসবে
হৃদয় জুড়ে।

অভিযোগে এ বিয়োগ
জীবনের গ্লানি
সবার হোক না সবার
জানা জানি।

পরিবেশ ফ্রেশ হয়ে
সুখে থাক মন
মানুষ মানুষের তরে
জানো জনে জন।

থেমে যাক, এ অবাক
হৃদয় ক্ষরণ
ইচ্ছামত চলতে আজ
নেই যে, বারণ।

প্রিয়দের হৃদয়ে মুছে
যাক সব দুখ
সবিনয়ে অভিনয়ে
খুঁজে নেবো সুখ।

সুখ থেকে স্মৃতি এঁকে
শুভ হোক নিদ
আমি জানান দিয়ে যাই
মোবারক ঈদ।

রমজানের বার্তা

রমজানের বার্তা
এম এ মাসুদ রানা 

রমজান বয়ে নিয়ে আসে
অহিংসা, শান্তি বার্তা
পাপ ছেড়ে সবাই পূর্ণ করো
পবিত্র করো আত্মা।

পয়গাম দিতেছে মুমিনদের
মুক্ত হস্তে করতে দান
দুখীদের যদি কেহ করে দান
কমবে না তার মান।

সেহেরি ও ইফতারে করো
গরীব অসহাদের সরন
সাহায্য সহযোগিতা করতে
নেই কোন রকম বারণ।

আল্লাকে ভয় করো, পবিত্র
মনে করো ইবাদত
গুণে হও মুত্তাকী ও মমিন
এতে বাড়বে যশ।

রমজান হল মুমিনের এক
নেকির মহা উৎসব
এমন কিছু করি না যেন কেউ
যাতে আসে না গজব।

তার স্বভাব

তার স্বভাব
এম এ মাসুদ রানা

সে কোথায় থাকে?
মন-মগজে
আমি রেখেছি
এলোমেলো করে।

সে হেঁটে বেড়ায়?
বুক অরন্যে
আপন গান গায়
মন উজাড় করে।

কীভাবে কাছে আসে?
দীর্ঘশ্বাসে‚
আবার ভালোবাসে
প্রচণ্ড আত্মভিমানে।

তার সাথে দেখা হয়?
ঘোর আঁধারে‚
আর কবিতা লেখে
ব্যথার কাতুরে।

তার দুটি চোখে
খাঁ খাঁ দুপুর,
সে কাঁদতে জানে
হেঁসে হেঁসে।

প্রভাতের বাসনা

প্রভাতের বাসনা
এম এ মাসুদ রানা

সকালের আলো ভাঙ্গল ঘুম
নিত্যদিনের নিয়ম মেনে‚
আমি শুধুই তোমায় ভাবি
কোন নিয়ম না জেনে।

তোমাকে পাশে পেতে চাই
ঘুম থেকে উঠার পরে,
পাশে যদি থাকো আমার
সুন্দর সকাল পাই।

তোমায় খুঁজি চায়ের কাপে
আথবা কফির ধোঁয়ায়‚
আসবে কি তুমি আমার কাছে
সকালের মৌনতায়?

মেয়ে

মেয়ে
এম এ মাসুদ রানা

শুনছো মেয়ে‚
সুখ তোমার দুয়ারে দেয় হানা
বাইরে খানিক মেলে দাও ডানা।
দুখ তোমাকে ছুতে পারবে না,
সুখের হাওয়ার চমৎকার গুণ
দুখ উড়িয়ে নেয় সুখের কুজন।

ভাবছো মেয়ে,
দিন তো যাবেই! সীমাহীন সুখে
শুকিয়ে গেছে স্যাঁতস্যাঁতে জীবন
মিষ্টি রোদের‚ আলোর মিতালী 
দ্যাখ তোমার তরে নাচছে ঘন বন
সুখের তরে প্রয়োজন হয়নি রণ।

দূরত্ব

দুরত্ব
এম এ মাসুদ রানা

এ-সব দূরত্ব কেটে যাবে
খুঁজে পেয়েছো নতুন মুখ‚
তুমি সুখী হবে নাম মাত্র
মনে থাকবে শুধুই দুখ।

পুরনো পুস্তক ঘেঁটে যাবে
খুঁটিনাটি যতসব সুখ
অবয়ব‚ ছায়া‚ টলটলে হয়ে
জলপাত্রকে বলবে লুক।

সমাজের বিলোপ

সমাজের বিলোপ
এম এ মাসুদ রানা

প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ে
জানের দাম বাড়ে না।
চাকুরির জন্য মিষ্টির দাম বাড়ে
মেধার মূল্য হয় না।

জীবিত থাকতে কতোই তিরস্কার
মরলে বলে কি হাহাকার
সমাজে এই এক প্রচলিত নিয়মকে
আমি জানায় ধিক্কার।

দিনে রাতে শত মানুষকে ঠকায়া
ওরাই না কি ধার্মিক
মরমির কথা অর্থ না জানে শুনে
বাউলরে বলে নাস্তিক।

সমাধি

সমাধি
এম এ মাসুদ রানা

অবাধে ফোটে না মুখে হাসি
বিরহ চাঁপা কাঁন্নায়
বহ্নিদাহে অঙ্গার দেহ, অবয়ব
ভাসে নয়নের বন্যায়!

ধর্ম জাতক শুভ্র বেশে কাটে
জনম জনমে অবশেষ,
পুষ্পের পাঁপড়ি বৃন্তে শুকায়
চন্দন সৌরভও নিঃশেষ।

রাগের অনুরাগের মিতালি হয়
নির্মম ভাগ্যের অবধি,
জীবন সাহুকার দৃষ্টিক্ষেপে ভাসে
মৃত্তিকাগর্ভে সমাধি।

তুমি ও আমি

তুমি ও আমি
এম এ মাসুদ রানা

মন মেলানোর সিদার পুকুর পাড়ে
একলা একলা আছি দাঁড়িয়ে‚
মনের বাগানে বাসনা গুলো সবই
আবেগ ঢেউয়ে যায় নাড়িয়ে।

কিছু পাখি আছে ভীষণ দূঃখী
কিছু পাখি আছে সুখী
এই আমিটা হব কি ভীষণ সুখী
এই আমিটা কেন দুঃখী?

ঐ তুমি যেমন ছিলে তেমন থেকো
কষ্ট ফেলে সুখটা ছেঁকো..
তোমার সুখের হাওয়া তুফান হয়ে
অতল মনে যাক না বয়ে।

Tuesday, April 5, 2022

নিয়ম

নিয়ম
এম এ মাসুদ রানা

পৃথিবী বদলে গেছে তাতে
নূন্যতম সময় লাগে
আমরা দুজনে একই আছি
যেমন ছিলাম আগে।
সময় চিরদিন শুধু বয়ে যায়
থেমে তো থাকে না
কত ঝড় মেঘ আসে যায়
আকাশ মনে রাখে না।