এম এ মাসুদ রানা
শুনছো মেয়ে‚
সুখ তোমার দুয়ারে দেয় হানা
বাইরে খানিক মেলে দাও ডানা।
দুখ তোমাকে ছুতে পারবে না,
সুখের হাওয়ার চমৎকার গুণ
দুখ উড়িয়ে নেয় সুখের কুজন।
ভাবছো মেয়ে,
দিন তো যাবেই! সীমাহীন সুখে
শুকিয়ে গেছে স্যাঁতস্যাঁতে জীবন
মিষ্টি রোদের‚ আলোর মিতালী
দ্যাখ তোমার তরে নাচছে ঘন বন
সুখের তরে প্রয়োজন হয়নি রণ।
No comments:
Post a Comment