এম এ মাসুদ রানা
সকালের আলো ভাঙ্গল ঘুম
নিত্যদিনের নিয়ম মেনে‚
আমি শুধুই তোমায় ভাবি
কোন নিয়ম না জেনে।
তোমাকে পাশে পেতে চাই
ঘুম থেকে উঠার পরে,
পাশে যদি থাকো আমার
সুন্দর সকাল পাই।
তোমায় খুঁজি চায়ের কাপে
আথবা কফির ধোঁয়ায়‚
আসবে কি তুমি আমার কাছে
সকালের মৌনতায়?
No comments:
Post a Comment