এম এ মাসুদ রানা
অবাধে ফোটে না মুখে হাসি
বিরহ চাঁপা কাঁন্নায়
বহ্নিদাহে অঙ্গার দেহ, অবয়ব
ভাসে নয়নের বন্যায়!
ধর্ম জাতক শুভ্র বেশে কাটে
জনম জনমে অবশেষ,
পুষ্পের পাঁপড়ি বৃন্তে শুকায়
চন্দন সৌরভও নিঃশেষ।
রাগের অনুরাগের মিতালি হয়
নির্মম ভাগ্যের অবধি,
জীবন সাহুকার দৃষ্টিক্ষেপে ভাসে
মৃত্তিকাগর্ভে সমাধি।
No comments:
Post a Comment