Sunday, April 17, 2022

সমাজের বিলোপ

সমাজের বিলোপ
এম এ মাসুদ রানা

প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ে
জানের দাম বাড়ে না।
চাকুরির জন্য মিষ্টির দাম বাড়ে
মেধার মূল্য হয় না।

জীবিত থাকতে কতোই তিরস্কার
মরলে বলে কি হাহাকার
সমাজে এই এক প্রচলিত নিয়মকে
আমি জানায় ধিক্কার।

দিনে রাতে শত মানুষকে ঠকায়া
ওরাই না কি ধার্মিক
মরমির কথা অর্থ না জানে শুনে
বাউলরে বলে নাস্তিক।

No comments: