Sunday, April 17, 2022

দূরত্ব

দুরত্ব
এম এ মাসুদ রানা

এ-সব দূরত্ব কেটে যাবে
খুঁজে পেয়েছো নতুন মুখ‚
তুমি সুখী হবে নাম মাত্র
মনে থাকবে শুধুই দুখ।

পুরনো পুস্তক ঘেঁটে যাবে
খুঁটিনাটি যতসব সুখ
অবয়ব‚ ছায়া‚ টলটলে হয়ে
জলপাত্রকে বলবে লুক।

No comments: