Sunday, April 17, 2022

তুমি ও আমি

তুমি ও আমি
এম এ মাসুদ রানা

মন মেলানোর সিদার পুকুর পাড়ে
একলা একলা আছি দাঁড়িয়ে‚
মনের বাগানে বাসনা গুলো সবই
আবেগ ঢেউয়ে যায় নাড়িয়ে।

কিছু পাখি আছে ভীষণ দূঃখী
কিছু পাখি আছে সুখী
এই আমিটা হব কি ভীষণ সুখী
এই আমিটা কেন দুঃখী?

ঐ তুমি যেমন ছিলে তেমন থেকো
কষ্ট ফেলে সুখটা ছেঁকো..
তোমার সুখের হাওয়া তুফান হয়ে
অতল মনে যাক না বয়ে।

No comments: