Sunday, April 17, 2022

তার স্বভাব

তার স্বভাব
এম এ মাসুদ রানা

সে কোথায় থাকে?
মন-মগজে
আমি রেখেছি
এলোমেলো করে।

সে হেঁটে বেড়ায়?
বুক অরন্যে
আপন গান গায়
মন উজাড় করে।

কীভাবে কাছে আসে?
দীর্ঘশ্বাসে‚
আবার ভালোবাসে
প্রচণ্ড আত্মভিমানে।

তার সাথে দেখা হয়?
ঘোর আঁধারে‚
আর কবিতা লেখে
ব্যথার কাতুরে।

তার দুটি চোখে
খাঁ খাঁ দুপুর,
সে কাঁদতে জানে
হেঁসে হেঁসে।

No comments: