Sunday, April 17, 2022

রমজানের বার্তা

রমজানের বার্তা
এম এ মাসুদ রানা 

রমজান বয়ে নিয়ে আসে
অহিংসা, শান্তি বার্তা
পাপ ছেড়ে সবাই পূর্ণ করো
পবিত্র করো আত্মা।

পয়গাম দিতেছে মুমিনদের
মুক্ত হস্তে করতে দান
দুখীদের যদি কেহ করে দান
কমবে না তার মান।

সেহেরি ও ইফতারে করো
গরীব অসহাদের সরন
সাহায্য সহযোগিতা করতে
নেই কোন রকম বারণ।

আল্লাকে ভয় করো, পবিত্র
মনে করো ইবাদত
গুণে হও মুত্তাকী ও মমিন
এতে বাড়বে যশ।

রমজান হল মুমিনের এক
নেকির মহা উৎসব
এমন কিছু করি না যেন কেউ
যাতে আসে না গজব।

No comments: