Friday, August 3, 2018

ছোট বেলার কথা

ছোট বেলার কথা
এম এ মাসুদ রানা

প্রভাতের হালকা আলো
আসতো যখন জানালা দিয়ে
ছোট বেলায় শুনিতাম সে ক্ষণে
গুনগুন কত গলা যে,

কত যে মধুর লাগিত
ছোট শিশুর কাছে
নিরবে যেতাম শুনে
যেই কুরানের বাণী ,

আজও প্রভাতে আলো আসে
আজও গগনে সূর্য হাসে
আসছেনা কেবল আজিকে
সেই মধুর বাণী,

আজিকে প্রভাতে ভেসে আসে
শুধুই গান বাজনার ধ্বনি।


নিরাশ এই মন

________নিরাশ এই মন________
______এম এ মাসুদ রানা ________

ভালবাসার তো নেই কোন সময়
ব্যস্ত ও কাজে কাটে এই জীবন
বুকে হাত বেধে রাখা যায় না আর
ঘাড় বাকা করে দাড়ানোর নেই সময়


ঘামের জলে শীতল হয় এ গা
প্রখর  রৌদ্দুরে বড়ই ক্লান্ত আমও
কাছেও  পাই না কোন কিছু
কিভাবে মিটাম হৃদয়- রৌদ্দুর।

কাজের মাঝে কেটে যায় বেলা অবেলা
ব্যাকুল করে মন কাজের কোলাহলে,
তৃষ্ণায় বড় ক্লান্ত এই প্রাণ
জল টেনে পান করার নই কোন সময়

আমার নদী বয় না আমার পাশে
নেই তার কোন স্রোতের,
আটকে রাখে শুধু সংসারে
আটকা মনে বাধা দেয় সময় অসময়।

 ফিরবো কখন তোমার পানে
বন্দী যে, আছে আমার দুটি চোখ,
বাধা দেয় যত সমজের যত বাসনা
যত বাধা যত কথা সবে মোর নিরাশ।

Wednesday, August 1, 2018

দায়িত্ব

_______দায়িত্ব______
   এম এ মাসুদ রানা

দিনে দিনে বাড়ছে আরও
হত্যা খুনের ঘটনা,
একেক জনের ভাষ্য একেক
নয় তা মোটে রটনা।
হোক রটনা তাই বলে কি
বলতে হবে জানি না
মিথ্যা হলেও এসব প্রচার
দেশের জন্য গ্লানি না?
সত্য-মিথ্যা উদঘটনের
কেউ না নিলে দায়িত্ব
এসব অপ-কালচারেরই
বৃদ্ধি পাবে দায়িত্ব
এ থেকে তাই পরিত্রাণ
পথ খোজাটা দরকার-ই
সকলের হলো দায়িত্ব
সবাই মিলে করি পালন।

Tuesday, July 31, 2018

মাছের বিয়ে

<<<<< মাছের বিয়ে >>>>>>
★★ এম এ মাসুদ রানা ★★

কৈ মাছের বিয়ে হবে
রুই মাছের সাথে,
পুটি মাছ ঘটকালি করে
আষাড় মাসের রাতে।

শিং মাছ দাওয়াত দেয়
বাইম ভাই দাওয়াত পেয়ে,
মুখে ধরে না তাদের হাসি
হাসির তালে করে নাচানাচি।

মলা আসে ঢেলাকে নিয়ে
সঙে আরো কতো কী?
আনন্দে তাই চিংড়ি ভাই
জলে দাড়ি ভাসায় হাসি।

কাতলা বসে তবলা বাজায়
মাগুর ধরে মনের সুখে গান,
টেংরা মাছ বাজাই সানাই
ব্যাঙেরা ধরেছে গায় গান।

নিমন্ত্রণ হারিয়ে বোয়াল
মাছ মুখ করেছে ভার,
এই বিয়েতে গয়না দিবে
মনের বাসনা তার___
🎸🎻🎷🔔🍴🍴🍴

 রচনাকালঃ ০১/০৮/২০১৮

Monday, July 30, 2018

অতৃপ্ত

_______  অতৃপ্ত  ________
== এম এ মাসুদ রানা ==

______________________
তোমাকে ভেবে আজো মধ্য রাতে
স্বপ্নের মাঝে চিৎকার দিয়ে উঠি,
ঠিক দুপুরে একা একা নিরবতায় থাকি
তোমার সাথে কাটানো প্রতিটি ক্ষণ
মনে পরে যায় মনের অজান্তে।

দিন শেষে গোধুলী বিকালে
ইচ্ছে করে না আর  বেরাতে,
সন্ধ্যায় বন্ধু মহলে পারি না তো
কিছুতেই এই মন বসাতে ।

রাত যত বারে ভেসে মন তত কাঁদে
কষ্টেরা শুধু আমাকে বারে বারে ডাকে,
যত ভাবি সব ভুলে বদলে দিবো নিজেকে
স্মৃতি হয়ে তত তুমি হাত ছানি দাও আমাকে
পারি নাই হতে তোমার মতো
সব কিছু ভুলে যেতে তোমার মতো।

Wednesday, July 25, 2018

ভূতপূর্ব

____________ ভূতপূর্ব  ___________
                                   এম এ মাসুদ রানা

রেজারে রাখিয়া গোপন রহিতে চাহি না আর
বেকার বামুন সাজিয়া নিতে চাহি না তপোসীর ভার।

কান্ডরী মোর গোপন গুহাতে লুকাইয়াছে জীবন তরে,
সুযোগ হলেই সুনীল আকাশ সৌরভে দ্যাবে  ভরে।

লহমায় লাফিয়া লাফিয়া উঠিল মত্ত মনের বাসনা,
তাল বেতাল হইল অফুরন্ত মনের নিরন্তর  সাধনা।

নাহি উদয় হইল মোর জীবনে প্রণয়ের গান,
লগন ফুরাইয়া আসিয়া দ্যাখি রহিল না প্রণয়ের মান।

তাজমহল শুন্য হইল মমতাজ হীন আজ।।

Monday, July 23, 2018

প্রিয়োসী

 ____ প্রিয়োসী___
এম এ মাসুদ রানা

কেমন আছো প্রিয়সী
নিশ্চয়ই ভালো আছো?
বহুদিন তোমার কোন
খবরা খবর নেয়া হয়নি।

আগ্লাপায়ে স্নিগ্ধ ঘাসে
বকুল কুড়াই না আর,
অবহেলায়  বকুল মালা
শুকিয়ে গেছে বহুদিন।

অবেগী মনের বোঝাটা
 বড় বেশি  ভারী,
এক পসলা নোনাজল
পান করতে তেষ্টায় ব্যর্থ।

সময়ে অসময়ে দুষ্টু বুলবুলি
তোমার নাম ধরে ডাকে,
বুকের গহীনপ  তখনি
কেমন করে উঠে ।

বড় জানতে ইচ্ছা হয়
ভালো আছো কি না তুমি?
সত্যি ভালো আছোতো
তোমার মনের মত করে ?

Saturday, July 21, 2018

জয় দরদী

.           জয় দরদী তুমি
____   এম এ মাসুদ রানা  _______

           

                যে জন মন্দে
                পরে না নিন্দে
             করে  না  উপহাস,
               শোধরাতে ভুল
               মরিয়া আকুল
             অহর্নিশে  উদাস।

                 সে জন তরে
                    নম্র স্বরে
             ভক্তি করো প্রকাশ,
                  সে বড় ধন
                 করিবে যতন
           মনুষ্যত্বে করো বিকাশ।

                 গুনির কদরে
         হীন না করি করিও সুবাস  
               কহে করো দাস,
                  মানের চারা
                 সোনায় বাড়া
             আনে স্বস্তির শ্বাস।।
             
       

                 ___________
 ____________________________

               
                     ্

মা

মা
মাসুদ রানা


মা !
তোমার আঁচল এতো যে নিরাপদ
আমি বুঝতে পেরেছি আজ।
তোমার গর্ভ হতে জন্ম আমার
তবু কেন এত জীবনের লাগি বাজি।

মা'গো
তোমার আমার একই নরীতে বাধা প্রান ভুলে যাইনি গো মা আজো আমি।
কাজের চাপে ভুলে আছি মা
'করো না অভিমান!
করলে অভিমান
তোমার অভিমানে হবে অকল্যাণ।

তুমি মমতা ময়ী মা' গো তুমি মমতা ময়ী!
আমি পরাজিত তুমি জয়ী।।

মা !
তোমার কাছে তোমার খোকা
তোমার জীবনের চাইতে দামী
তাইতো আমারে রেখেছিলে যঠরে জানে অন্তযামি।

তোমার বকনিতে মধু মাখা মাগো শাষনেও আদর মাখা!
আমি দৃষ্টির আড়ালে গেলে
পরে মাগো তোমার হৃদয় হাহাকার করে
 (শূন্য )ফাঁকা !
আমি  অধম মাগো
তোমার সন্তান
তুমি উওম আমি জানি ।
মা বড়ই আমি অপরাধী মাগো •••••••••○○

নিরাশ এই মন

________নিরাশ এই মন________
______এম এ মাসুদ রানা ________

ভালবাসার তো নেই কোন সময়
ব্যস্ত ও কাজে কাটে এই জীবন
বুকে হাত বেধে রাখা যায় না আর
ঘাড় বাকা করে দাড়ানোর নেই সময়


ঘামের জলে শীতল হয় এ গা
প্রখর  রৌদ্দুরে বড়ই ক্লান্ত আমও
কাছেও  পাই না কোন কিছু
কিভাবে মিটাম হৃদয়- রৌদ্দুর।

কাজের মাঝে কেটে যায় বেলা অবেলা
ব্যাকুল করে মন কাজের কোলাহলে,
তৃষ্ণায় বড় ক্লান্ত এই প্রাণ
জল টেনে পান করার নই কোন সময়

আমার নদী বয় না আমার পাশে
নেই তার কোন স্রোতের,
আটকে রাখে শুধু সংসারে
আটকা মনে বাধা দেয় সময় অসময়।

 ফিরবো কখন তোমার পানে
বন্দী যে, আছে আমার দুটি চোখ,
বাধা দেয় যত সমজের যত বাসনা
যত বাধা যত কথা সবে মোর নিরাশ।

ছোট বেলারর কথা

ছোট বেলার কথা

এম এ মাসুদ রানা

প্রভাতের হালকা আলো
আসতো যখন জানালা দিয়ে
ছোট বেলায় শুনিতাম সে ক্ষণে
গুনগুন কত গলা যে,

কত যে মধুর লাগিত
ছোট শিশুর কাছে
নিরবে যেতাম শুনে
যেই কুরানের বাণী ,

আজও প্রভাতে আলো আসে
আজও গগনে সূর্য হাসে
আসছেনা কেবল আজিকে
সেই মধুর বাণী,

আজিকে প্রভাতে ভেসে আসে
শুধুই গান বাজনার ধ্বনি।


জীবন


_____ জীবন______
এম এ মাসুদ রানা





বেচে আছি,
বাচার জন্য বেচে আছি,
খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি,
আর কি?
ভুলেইগেছি
কিভাবে ভালোবাসতে হয়?
আমি তা একেবারেই ভুলে গেছি।
তোমার হাতের স্পর্শ
এখন আর মনে জাগে না,
জাগে না কোন ছন্দ।
তোমার বুকে যে আগুন দেখেছিলাম
এখন আর সে আগুনে পুড়ে
 মরার লোভ হয় না আমার।
বেচে আছি,
মৃত্যুর জন্য বেচে আছি।

Friday, July 20, 2018

দূঃখ

দূঃখ
এম এ মাসুদ রানা

আকাশ ভরা দুঃখ আমার,,
 সাগর ভরা ঢেউ..
 এত কষ্ট আমার বুকে,,
দেখে নাতো কেউ..
দুঃখ দিয়ে স্বপ্ন বুনি,,
কষ্ট দিয়ে আকি..
 স্বপ্ন আমার ভেঙ্গে যায়,,
 আমি চেয়ে থাকি..!!

Thursday, July 19, 2018

মায়া

 মায়া 
 এম এ মাসুদ রানা 

চুর্তুদিকে শত্রুরা বিচরণ করে,
কিংবা দিন  কিংবা রাত,
নিরবে এগিয়ে চলি!
চলতে ফিরতে কখনো জলে
কখনো আবার স্থলে।
সময়ভিত্তিক দাঁড়িয়ে থাকে,
সেও লাথি দেখায় সামনে
ক্লান্ত হয়ে শুয়ে পরলে
অবসাদ সারা শরীর তলে।

Tuesday, July 17, 2018

চাঁদের ঘর

_______চাঁদের ঘর________
---এম এ মাসুদ রানা---
______________________
আকাশটাতে ঘর কি আছে
আছে ঘরের দোর?
এমনটা না হলে দরজা খুলে
কেমনে আনবে ভোর?

দিনের বেলা কোন ঠিকানায়
থাকে তারাগুলি
জোছনা ছড়ায় চাঁদটা রাতে
কোন আবরণ খুলি?

প্রভাতে পুব আকাশে সূয্যিমামা
হঠাৎ দেয় উঁকি
চাঁদ দেশটা কোথায় ভাবছে বসে
মারছি উঁকি ঝুঁকি।

Saturday, July 14, 2018

যানজট



_____যানজট______
__এম এ মাসুদ রানা__

রাস্তাঘাটে যায় না নামা
মানুষ জনের ভিড়ে
শহরেরি যতো যানবাহনে
রাখছে দেখা ঘিরে।

উচ্চস্বরে গাড়ি বাজায় হর্ন
ট্রাফিক বাজায় বাশি,
রৌদের তাপ আছে দারুন
ঘাম যে সদা পরে।

ট্রাফিক আইন মানে কতজন
গাড়ি চালায় জোরে,
যানবানের চরম উচ্চ হর্নে
মাথা গরম করে।

রাস্তাঘাটে কি আবার আসবে 
আর শান্তি ফিরে?
কবে যে আমরারা পাবোব যেতে
শান্তির সেই নীড়।

Friday, July 13, 2018

ভালোবাসা

 _____ভালোবাসা____
___________________
__এম এ মাসুদ রানা___

ভালবাসা মিছে আশা
বাঁধে পাখির মতো বাসা।
আমি ভালোবাসা তোমায়,
আর তুমি হলে কি?

তুমিও ভালোবাস আমায়,
তাই নয় কি? 
তুমি কি কওকে ভালোবাসো,
ভালোবাসে তার কাছে আসো।

কি কারণে তাকে ভালোবাসো?
ভালোবাসার কি আছে কারণে?
ভালোবাসায় কি ছিলো বাড়ন?
তাই ভালো ভাবে করোনি বরণ।

তুমি কতদিনে ভালোবাসবে?
কতদিনে কাছে আসবে?
না আবার আমায় কাঁদাবে? 
আমায় ছেড়ে কাকে হাসবে?

লোকে বলে পকেট হয় শূন্য, 
থাকবে না কেহ প্রিয় বলার জন্য! 
আসবে না ভালোবাসার লগন
ভালোবাসা ফুরিয়ে যায় তখন?

তুমি কি ভালোবাসা কিনবে?
তোমার ভালোবাসা দিয়ে, 
দিয়েছিলে কি ভালোবাসা নিয়ে?
আমার মতো সে গেছে কি বয়ে?

না না না না না 
যদি ভালোবাসা কিনতে চাও?
তুমি নিজে ধনবান হও
খুশি মতো ভালোবাসা নাও।

তুমি ভালোবাসে যেতে চাও 
ভালোবাসা দিয়ে,
না না না না না 
তুমি এত ভালোবাসা পাও কোথায়?
ভালোবাসায়,
তোমার সাথে কথা বলাটাই
অবান্তর, সময় নষ্ট।

ভালোবাসাটাই তো অবান্তর,
ভালোবাসাটাই তো সময় নষ্ট!
তবুও কেনো ভালোবাসো?
কারণ ভালোবেসেছো যে তুমি!

Tuesday, July 10, 2018

সাজু

উৎস্বর্গ Saju Akake

________সাজু_______
____এম এ মাসুদ রানা____

ছেলেটি বেসামাল
ছেলেটি উদ্মাদ
ছেলেটি উৎসূখ
ছেলেটি দূরন্ত
ছেলেটি দূর্বার
ছেলেটি অশান্ত
ছেলেটি মাতাল
হাত বাড়িয়ে দাড়িয়ে থাকে
চৌরাস্তার ল্যামপোস্টে 
যুবতির বুক চেচিয়ে দেখে
নিথর শান্ত হয়ে বলে
ভালোবাসি তোমায়
সে কি পেয়েছ?
নলনাদের ছলনা
নলনাদের ছলনায় 
সে আজ মাতাল ও বেসামাল
সে আর অন্যকেউ নয় 
শিবগঞ্জ মাদারগঞ্জের
সাজু ভাই।

Thursday, July 5, 2018

বাংলাদেশ

_____  বাংলাদেশ  _____
___  এম এ মাসুদ রানা ___


এক.
চোখের পাতায় ডুবলো সকাল
খুঁজবো কোথায় নীল,
নামলো আঁধার হারিয়ে গেলো
সুখের শঙ্খচিল।

মনের নদী শুকিয়ে মরু
বৃষ্টি ভীষণ খরা,
রাজনীতিতে বর্গী এলো
দেশটা এখন মরা।

কাঁদছে স্বদেশ মরছে স্বজন
পিচাশ এলো হেসে,
রফিক শফিক একুশ মাখা
আমার বাংলাদেশে।

কোথায় গেলো আসাদ তোমার
রক্তমাখা জামা,
চোখের জলে ভরছে সাগর
বিরান এ ভূম তামা।

দুই.
লোনায় কাঁদুক চোখের পাতা
বধির বিবেক মানবতা,
বাংলা মায়ের হৃদয় জুড়ে
শক্তি খুঁজুক শোকের বীজ,
ইশরাতের রক্ত অনল-
পুড়াক পিচাশ সকল নিজ।

তন্দ্রা কাটুক আগামরা আজ
গর্ব ত্যাগের মোদের ফায়াজ,
১৬ কোটি দ্রোহের শিখা
জঙ্গি জ্বলুক- কাটুক ঘোর,
অবন্তিদের ত্যাগের আলো
বাংলা জুড়ে আসুক ভোর।

Tuesday, July 3, 2018

বিশ্বকাপ

______ বিশ্বকাপ ______
__এম এ মাসুুদ রানা___
♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪

বিশ্ব কাঁপে আজব নেশায়
বিশ্ব জাগে ঐ খেলায়
বল পরে মানুষ উড়ে
আমরা থাকবো কই?

কে জিতবে আর কে হারবে
ধরি আমরা টাকার বাজি
কি করে আজ জিতবে খেলা
ভাবায় তুলে সারা বেলা।

খেলা খেলে আঁচে প্যাঁচে
নারী নাচে খেলার মাঠে
মাতাল হয়ে দেখি নাচ
নাচায় বিশ্ব ভারিয় তোলে।

নানা রঙ্গয়ের জার্সি পরে
কথায় কাটি কথার প্যাচ,
চায়ের কাপে চুমুক দিয়ে
কথায় ছাড়ি কথার লেজ।

রঙ মেখে সং সেজে
খাচ্ছে কি আর রঙ্গিন সুপ,
কেউবা দেখি জামা খুলে
নাচন নাচে গোলের তালে।

উৎসাহ আর সাহস দিতে
কেউবা সাজে বাজি বেশে
খেলার ছলে নগ্ন নারীর
নাচে পাগল হইল সবে।