Saturday, July 21, 2018

জয় দরদী

.           জয় দরদী তুমি
____   এম এ মাসুদ রানা  _______

           

                যে জন মন্দে
                পরে না নিন্দে
             করে  না  উপহাস,
               শোধরাতে ভুল
               মরিয়া আকুল
             অহর্নিশে  উদাস।

                 সে জন তরে
                    নম্র স্বরে
             ভক্তি করো প্রকাশ,
                  সে বড় ধন
                 করিবে যতন
           মনুষ্যত্বে করো বিকাশ।

                 গুনির কদরে
         হীন না করি করিও সুবাস  
               কহে করো দাস,
                  মানের চারা
                 সোনায় বাড়া
             আনে স্বস্তির শ্বাস।।
             
       

                 ___________
 ____________________________

               
                     ্

মা

মা
মাসুদ রানা


মা !
তোমার আঁচল এতো যে নিরাপদ
আমি বুঝতে পেরেছি আজ।
তোমার গর্ভ হতে জন্ম আমার
তবু কেন এত জীবনের লাগি বাজি।

মা'গো
তোমার আমার একই নরীতে বাধা প্রান ভুলে যাইনি গো মা আজো আমি।
কাজের চাপে ভুলে আছি মা
'করো না অভিমান!
করলে অভিমান
তোমার অভিমানে হবে অকল্যাণ।

তুমি মমতা ময়ী মা' গো তুমি মমতা ময়ী!
আমি পরাজিত তুমি জয়ী।।

মা !
তোমার কাছে তোমার খোকা
তোমার জীবনের চাইতে দামী
তাইতো আমারে রেখেছিলে যঠরে জানে অন্তযামি।

তোমার বকনিতে মধু মাখা মাগো শাষনেও আদর মাখা!
আমি দৃষ্টির আড়ালে গেলে
পরে মাগো তোমার হৃদয় হাহাকার করে
 (শূন্য )ফাঁকা !
আমি  অধম মাগো
তোমার সন্তান
তুমি উওম আমি জানি ।
মা বড়ই আমি অপরাধী মাগো •••••••••○○

নিরাশ এই মন

________নিরাশ এই মন________
______এম এ মাসুদ রানা ________

ভালবাসার তো নেই কোন সময়
ব্যস্ত ও কাজে কাটে এই জীবন
বুকে হাত বেধে রাখা যায় না আর
ঘাড় বাকা করে দাড়ানোর নেই সময়


ঘামের জলে শীতল হয় এ গা
প্রখর  রৌদ্দুরে বড়ই ক্লান্ত আমও
কাছেও  পাই না কোন কিছু
কিভাবে মিটাম হৃদয়- রৌদ্দুর।

কাজের মাঝে কেটে যায় বেলা অবেলা
ব্যাকুল করে মন কাজের কোলাহলে,
তৃষ্ণায় বড় ক্লান্ত এই প্রাণ
জল টেনে পান করার নই কোন সময়

আমার নদী বয় না আমার পাশে
নেই তার কোন স্রোতের,
আটকে রাখে শুধু সংসারে
আটকা মনে বাধা দেয় সময় অসময়।

 ফিরবো কখন তোমার পানে
বন্দী যে, আছে আমার দুটি চোখ,
বাধা দেয় যত সমজের যত বাসনা
যত বাধা যত কথা সবে মোর নিরাশ।

ছোট বেলারর কথা

ছোট বেলার কথা

এম এ মাসুদ রানা

প্রভাতের হালকা আলো
আসতো যখন জানালা দিয়ে
ছোট বেলায় শুনিতাম সে ক্ষণে
গুনগুন কত গলা যে,

কত যে মধুর লাগিত
ছোট শিশুর কাছে
নিরবে যেতাম শুনে
যেই কুরানের বাণী ,

আজও প্রভাতে আলো আসে
আজও গগনে সূর্য হাসে
আসছেনা কেবল আজিকে
সেই মধুর বাণী,

আজিকে প্রভাতে ভেসে আসে
শুধুই গান বাজনার ধ্বনি।


জীবন


_____ জীবন______
এম এ মাসুদ রানা





বেচে আছি,
বাচার জন্য বেচে আছি,
খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি,
আর কি?
ভুলেইগেছি
কিভাবে ভালোবাসতে হয়?
আমি তা একেবারেই ভুলে গেছি।
তোমার হাতের স্পর্শ
এখন আর মনে জাগে না,
জাগে না কোন ছন্দ।
তোমার বুকে যে আগুন দেখেছিলাম
এখন আর সে আগুনে পুড়ে
 মরার লোভ হয় না আমার।
বেচে আছি,
মৃত্যুর জন্য বেচে আছি।

Friday, July 20, 2018

দূঃখ

দূঃখ
এম এ মাসুদ রানা

আকাশ ভরা দুঃখ আমার,,
 সাগর ভরা ঢেউ..
 এত কষ্ট আমার বুকে,,
দেখে নাতো কেউ..
দুঃখ দিয়ে স্বপ্ন বুনি,,
কষ্ট দিয়ে আকি..
 স্বপ্ন আমার ভেঙ্গে যায়,,
 আমি চেয়ে থাকি..!!

Thursday, July 19, 2018

মায়া

 মায়া 
 এম এ মাসুদ রানা 

চুর্তুদিকে শত্রুরা বিচরণ করে,
কিংবা দিন  কিংবা রাত,
নিরবে এগিয়ে চলি!
চলতে ফিরতে কখনো জলে
কখনো আবার স্থলে।
সময়ভিত্তিক দাঁড়িয়ে থাকে,
সেও লাথি দেখায় সামনে
ক্লান্ত হয়ে শুয়ে পরলে
অবসাদ সারা শরীর তলে।

Tuesday, July 17, 2018

চাঁদের ঘর

_______চাঁদের ঘর________
---এম এ মাসুদ রানা---
______________________
আকাশটাতে ঘর কি আছে
আছে ঘরের দোর?
এমনটা না হলে দরজা খুলে
কেমনে আনবে ভোর?

দিনের বেলা কোন ঠিকানায়
থাকে তারাগুলি
জোছনা ছড়ায় চাঁদটা রাতে
কোন আবরণ খুলি?

প্রভাতে পুব আকাশে সূয্যিমামা
হঠাৎ দেয় উঁকি
চাঁদ দেশটা কোথায় ভাবছে বসে
মারছি উঁকি ঝুঁকি।

Saturday, July 14, 2018

যানজট



_____যানজট______
__এম এ মাসুদ রানা__

রাস্তাঘাটে যায় না নামা
মানুষ জনের ভিড়ে
শহরেরি যতো যানবাহনে
রাখছে দেখা ঘিরে।

উচ্চস্বরে গাড়ি বাজায় হর্ন
ট্রাফিক বাজায় বাশি,
রৌদের তাপ আছে দারুন
ঘাম যে সদা পরে।

ট্রাফিক আইন মানে কতজন
গাড়ি চালায় জোরে,
যানবানের চরম উচ্চ হর্নে
মাথা গরম করে।

রাস্তাঘাটে কি আবার আসবে 
আর শান্তি ফিরে?
কবে যে আমরারা পাবোব যেতে
শান্তির সেই নীড়।

Friday, July 13, 2018

ভালোবাসা

 _____ভালোবাসা____
___________________
__এম এ মাসুদ রানা___

ভালবাসা মিছে আশা
বাঁধে পাখির মতো বাসা।
আমি ভালোবাসা তোমায়,
আর তুমি হলে কি?

তুমিও ভালোবাস আমায়,
তাই নয় কি? 
তুমি কি কওকে ভালোবাসো,
ভালোবাসে তার কাছে আসো।

কি কারণে তাকে ভালোবাসো?
ভালোবাসার কি আছে কারণে?
ভালোবাসায় কি ছিলো বাড়ন?
তাই ভালো ভাবে করোনি বরণ।

তুমি কতদিনে ভালোবাসবে?
কতদিনে কাছে আসবে?
না আবার আমায় কাঁদাবে? 
আমায় ছেড়ে কাকে হাসবে?

লোকে বলে পকেট হয় শূন্য, 
থাকবে না কেহ প্রিয় বলার জন্য! 
আসবে না ভালোবাসার লগন
ভালোবাসা ফুরিয়ে যায় তখন?

তুমি কি ভালোবাসা কিনবে?
তোমার ভালোবাসা দিয়ে, 
দিয়েছিলে কি ভালোবাসা নিয়ে?
আমার মতো সে গেছে কি বয়ে?

না না না না না 
যদি ভালোবাসা কিনতে চাও?
তুমি নিজে ধনবান হও
খুশি মতো ভালোবাসা নাও।

তুমি ভালোবাসে যেতে চাও 
ভালোবাসা দিয়ে,
না না না না না 
তুমি এত ভালোবাসা পাও কোথায়?
ভালোবাসায়,
তোমার সাথে কথা বলাটাই
অবান্তর, সময় নষ্ট।

ভালোবাসাটাই তো অবান্তর,
ভালোবাসাটাই তো সময় নষ্ট!
তবুও কেনো ভালোবাসো?
কারণ ভালোবেসেছো যে তুমি!

Tuesday, July 10, 2018

সাজু

উৎস্বর্গ Saju Akake

________সাজু_______
____এম এ মাসুদ রানা____

ছেলেটি বেসামাল
ছেলেটি উদ্মাদ
ছেলেটি উৎসূখ
ছেলেটি দূরন্ত
ছেলেটি দূর্বার
ছেলেটি অশান্ত
ছেলেটি মাতাল
হাত বাড়িয়ে দাড়িয়ে থাকে
চৌরাস্তার ল্যামপোস্টে 
যুবতির বুক চেচিয়ে দেখে
নিথর শান্ত হয়ে বলে
ভালোবাসি তোমায়
সে কি পেয়েছ?
নলনাদের ছলনা
নলনাদের ছলনায় 
সে আজ মাতাল ও বেসামাল
সে আর অন্যকেউ নয় 
শিবগঞ্জ মাদারগঞ্জের
সাজু ভাই।

Thursday, July 5, 2018

বাংলাদেশ

_____  বাংলাদেশ  _____
___  এম এ মাসুদ রানা ___


এক.
চোখের পাতায় ডুবলো সকাল
খুঁজবো কোথায় নীল,
নামলো আঁধার হারিয়ে গেলো
সুখের শঙ্খচিল।

মনের নদী শুকিয়ে মরু
বৃষ্টি ভীষণ খরা,
রাজনীতিতে বর্গী এলো
দেশটা এখন মরা।

কাঁদছে স্বদেশ মরছে স্বজন
পিচাশ এলো হেসে,
রফিক শফিক একুশ মাখা
আমার বাংলাদেশে।

কোথায় গেলো আসাদ তোমার
রক্তমাখা জামা,
চোখের জলে ভরছে সাগর
বিরান এ ভূম তামা।

দুই.
লোনায় কাঁদুক চোখের পাতা
বধির বিবেক মানবতা,
বাংলা মায়ের হৃদয় জুড়ে
শক্তি খুঁজুক শোকের বীজ,
ইশরাতের রক্ত অনল-
পুড়াক পিচাশ সকল নিজ।

তন্দ্রা কাটুক আগামরা আজ
গর্ব ত্যাগের মোদের ফায়াজ,
১৬ কোটি দ্রোহের শিখা
জঙ্গি জ্বলুক- কাটুক ঘোর,
অবন্তিদের ত্যাগের আলো
বাংলা জুড়ে আসুক ভোর।

Tuesday, July 3, 2018

বিশ্বকাপ

______ বিশ্বকাপ ______
__এম এ মাসুুদ রানা___
♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪

বিশ্ব কাঁপে আজব নেশায়
বিশ্ব জাগে ঐ খেলায়
বল পরে মানুষ উড়ে
আমরা থাকবো কই?

কে জিতবে আর কে হারবে
ধরি আমরা টাকার বাজি
কি করে আজ জিতবে খেলা
ভাবায় তুলে সারা বেলা।

খেলা খেলে আঁচে প্যাঁচে
নারী নাচে খেলার মাঠে
মাতাল হয়ে দেখি নাচ
নাচায় বিশ্ব ভারিয় তোলে।

নানা রঙ্গয়ের জার্সি পরে
কথায় কাটি কথার প্যাচ,
চায়ের কাপে চুমুক দিয়ে
কথায় ছাড়ি কথার লেজ।

রঙ মেখে সং সেজে
খাচ্ছে কি আর রঙ্গিন সুপ,
কেউবা দেখি জামা খুলে
নাচন নাচে গোলের তালে।

উৎসাহ আর সাহস দিতে
কেউবা সাজে বাজি বেশে
খেলার ছলে নগ্ন নারীর
নাচে পাগল হইল সবে।

Sunday, July 1, 2018

বিশ্ব কাপ ট্রফি

ট্রফিসম্পাদনা

১৯৩০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বিজয়ী দলকে জুলে রিমে ট্রফি প্রদান করা হত। জনসাধারণের কাছে এটি শুধু বিশ্বকাপ বা Coupe du Monde নামেই বেশি পরিচিত ছিল, তবে ১৯৪৬ সালে প্রথম বিশ্বকাপ আয়োজনকারী ফিফা প্রেসিডেন্ট জুলে রিমের নামে এটির নামকরণ করা হয়। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয় বারের মত বিশ্বকাপ জিতলে তাদেরকে স্থায়ীভাবে ট্রফিটি দেয়া হয়। ১৯৮৩ সালে ট্রফিটি চুরি হয়ে যায় এবং পরে আর উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় নিশ্চিতভাবেই বলা যায় চোর ট্রফিটিকে গলিয়ে ফেলেছে।[২১]
১৯৭০ সালের পর আরেকটি নতুন ট্রফির যা ফিফা বিশ্বকাপ ট্রফি নামে পরিচিত, নকশা প্রণয়ন করা হয়। সাতটি মহাদেশ থেকে আগত বিশেষজ্ঞগণ ফিফাকে ৫৩টি মডেল প্রদর্শন করেন। শেষপর্যন্ত ইতালিয় নকশাকার সিলভিও গাজ্জানিগার তৈরীকৃত নমুনা বিশ্বকাপ ট্রফি হিসেবে গৃহীত হয়। এ নতুন ট্রফিটির উচ্চতা ৩৬ সেন্টিমিটার, ১৮-ক্যারট সোনা দিয়ে তৈরি ও ওজন ৬,১৭৫ গ্রাম। এর ভিত্তি দু’স্তরের মূল্যবান ম্যালাকাইট দিয়ে তৈরী। ভিত্তির নিচের দিকে ১৯৭৪ থেকে আজ পর্যন্ত সকল বিশ্বকাপজয়ীর নাম গ্রথিত করা আছে। গাজ্জানিগা এ ট্রফির বর্ণনা দিতে গিয়ে বলেছেন: "The lines spring out from the base, rising in spirals, stretching out to receive the world. From the remarkable dynamic tensions of the compact body of the sculpture rise the figures of two athletes at the stirring moment of victory."[২২]
এই নতুন ট্রফি বিজয়ী দেশকে স্থায়ীভাবে আর দেয়া হয় না, তা তারা যতবারই জিতুক না কেন। বিশ্বকাপ জয়ী দল পরবর্তী বিশকাপ পর্যন্ত ট্রফিটি তাদের কাছে রাখতে পারে। এরপর তাদেরকে সোনার প্রলেপ দেয়া নকল বিশ্বকাপ দেয়া হয়। আর্জেন্টিনা, জার্মানি (পশ্চিম জার্মানি হিসেবে), ইতালি ও ব্রাজিল প্রত্যেকে দ্বিতীয় ট্রফিটি দু’বার করে জিতেছে, ফ্রান্স কেবল একবার এটি জিতেছে। ২০৩৮ সালে এটির ভিত্তিতে নতুন বিজয়ী দলের নাম লেখার মত আর জায়গা থাকবে না। তখন এ ট্রফিটি হয়তো বাদ দেয়া হবে।

Wednesday, June 27, 2018

জাকিয়া

______জাকিয়া________
__এম এ মাসুদ রানা___


এমন সময় ছিল
আমায় নিয়ে অনেক ভাবিতে
আমায় নিয়ে অনেক লেখ লেখেতে
তোমার সাথে আমায় নিয়ে স্বপ্ন দেখিতে


অকারনে বাড়ির ছাদে আসিতে
একটি নজর আমায় দেখিতে
শতকাজেও তোমার জন্য ছুটে আসিতাম
দেখার পরে আবার তুমি নিচে আসিতা


রাত দুপুরে লুকিয়ে লুকিয়ে ফোন করিতে
পড়ার ফাকে ফাকে বার্তা লিখিতা
বার্তার জোরে তোমায় আমি কাছে ভাবিতাম
বার্তার জোরে তুমি আবেগ খুজিতা।


টিফিন না খেয়ে টাকা জমায়তে
সেই টাকা দিয়ে গিফট কিনিতে
গিফট দেওয়ার জন্য পাগলও হয়তে
গিফটের মধ্যে সুখ খুজিয়া পায়তে।

আমার জন্য খাবার নিয়ে দাড়িয়ে থাকতে
খাবার খাওয়াবে বলে বেকুল থাকতে
এপাশে আর ওপাশে ছুটিয়া চলতে
খাবার হাতে দিয়ে তুমি শান্তি পায়তে।


সেই তুমি আজ আমায় ছাড়া
অনেক কিছু ভাবনা না ভাবো
খেলার ছলে সবে কিছু তুমি
এমন করে ভুলে গেলে।


নতুন মানুষ পেয়ে তুমি মহাসুখে আছো
সেই কারনে আজ তুমি নতুন স্বপ্ন বুনো
ভাবি, আমায় ছাড়া এখন কেমন আছো?
আমায় তুমি একা করে মহাসুখে থাকো।