_______দায়িত্ব______
এম এ মাসুদ রানা
দিনে দিনে বাড়ছে আরও
হত্যা খুনের ঘটনা,
একেক জনের ভাষ্য একেক
নয় তা মোটে রটনা।
হোক রটনা তাই বলে কি
বলতে হবে জানি না
মিথ্যা হলেও এসব প্রচার
দেশের জন্য গ্লানি না?
সত্য-মিথ্যা উদঘটনের
কেউ না নিলে দায়িত্ব
এসব অপ-কালচারেরই
বৃদ্ধি পাবে দায়িত্ব
এ থেকে তাই পরিত্রাণ
পথ খোজাটা দরকার-ই
সকলের হলো দায়িত্ব
সবাই মিলে করি পালন।
এম এ মাসুদ রানা
দিনে দিনে বাড়ছে আরও
হত্যা খুনের ঘটনা,
একেক জনের ভাষ্য একেক
নয় তা মোটে রটনা।
হোক রটনা তাই বলে কি
বলতে হবে জানি না
মিথ্যা হলেও এসব প্রচার
দেশের জন্য গ্লানি না?
সত্য-মিথ্যা উদঘটনের
কেউ না নিলে দায়িত্ব
এসব অপ-কালচারেরই
বৃদ্ধি পাবে দায়িত্ব
এ থেকে তাই পরিত্রাণ
পথ খোজাটা দরকার-ই
সকলের হলো দায়িত্ব
সবাই মিলে করি পালন।