Sunday, February 10, 2019
Saturday, February 9, 2019
Thursday, February 7, 2019
মায়ের ভাষা
০০০০০ মায়ের ভাষা ০০০০০
মোঃ জুলফিকার আলী জিল্লুর
মায়ের ভাষা তোমায় পেতে
রক্তে গোসল করি
তোমার জন্য রাজপথে ঐ
জীবন বাজী ধরি।
বর্ণ মালা তুমি তো গো
আমার মায়ের ভাষা
তোমায় নিয়ে জড়িয়ে আছে
স্বপ্ন ভরা আশা।
ভিনদেশীরাই মেতে ছিল
স্বপ্ন চুরির নেশায়
সালাম রফিক জীবন দিল
প্রিয় বাংলা ভাষায়।
মুখের ভাষা নেবে কেরে
এমন বাজি ধরে
পশ্চিমাদের ঘৃণার নেশায়
জীবন দিল ছেড়ে।
হারাতে এসে হেরে গেল সেই
শোষক চোষক দল
মায়ের ভাষা পেতে কি কেউ
হতে চাই দুর্বল।
শুকনো রুধির ঘ্রাণ নিতে ঐ
ছুটছি শহীদ মিনার
জব্বার বরকত আজো হাসে সেই
মুক্ত সুখে বাংলার।
বিশ্ব মাঝে সকাল সাঁঝে
হচ্ছে প্রভাত ফেরী
সালাম রফিক মরেনি আজো
তাদের গান ধরি।
মোঃ জুলফিকার আলী জিল্লুর
মায়ের ভাষা তোমায় পেতে
রক্তে গোসল করি
তোমার জন্য রাজপথে ঐ
জীবন বাজী ধরি।
বর্ণ মালা তুমি তো গো
আমার মায়ের ভাষা
তোমায় নিয়ে জড়িয়ে আছে
স্বপ্ন ভরা আশা।
ভিনদেশীরাই মেতে ছিল
স্বপ্ন চুরির নেশায়
সালাম রফিক জীবন দিল
প্রিয় বাংলা ভাষায়।
মুখের ভাষা নেবে কেরে
এমন বাজি ধরে
পশ্চিমাদের ঘৃণার নেশায়
জীবন দিল ছেড়ে।
হারাতে এসে হেরে গেল সেই
শোষক চোষক দল
মায়ের ভাষা পেতে কি কেউ
হতে চাই দুর্বল।
শুকনো রুধির ঘ্রাণ নিতে ঐ
ছুটছি শহীদ মিনার
জব্বার বরকত আজো হাসে সেই
মুক্ত সুখে বাংলার।
বিশ্ব মাঝে সকাল সাঁঝে
হচ্ছে প্রভাত ফেরী
সালাম রফিক মরেনি আজো
তাদের গান ধরি।
একটি গোলাপ ফুল
একটি গোলাপ ফুল
এম এ মাসুদ রানা
__________________
__________________
সাহারাতে ফুটে ছিল,
একটি গোলাপ ফুল ।
সেই ফুলেরই সুবাস নিলেন
সারা জাহানে ছড়িয়ে দিলেন
আমার মোহাম্মদ রাসুল ।
যে পেয়েছে সে ফুলের ঘ্রান
সে হয়েছে খাঁটি মুসিলমান
খোদার প্রাণেরই বুল বুল ।
সেই ফুলেরই ঘ্রাণ যে ঘুরে
আমার প্রাণে এসেছে উড়ে
সদা আমি যে হই আকুল ।
সেই ফুলেরই সৌরভ নিয়ে
মোর দেহ মনে ছড়িয়ে দিয়ে
আমি হব বেহেস্তেরই গুল ।
এম এ মাসুদ রানা
__________________
__________________
সাহারাতে ফুটে ছিল,
একটি গোলাপ ফুল ।
সেই ফুলেরই সুবাস নিলেন
সারা জাহানে ছড়িয়ে দিলেন
আমার মোহাম্মদ রাসুল ।
যে পেয়েছে সে ফুলের ঘ্রান
সে হয়েছে খাঁটি মুসিলমান
খোদার প্রাণেরই বুল বুল ।
সেই ফুলেরই ঘ্রাণ যে ঘুরে
আমার প্রাণে এসেছে উড়ে
সদা আমি যে হই আকুল ।
সেই ফুলেরই সৌরভ নিয়ে
মোর দেহ মনে ছড়িয়ে দিয়ে
আমি হব বেহেস্তেরই গুল ।
অনন্ত প্রেম
অনন্ত প্রেম
এম এ মাসুদ রানা
সুখ পাও যদি তুমি
দু"হাত পেতে নাও!
হৃদয় গহীনের ভালবাসার
সুরভী ছুয়ে দাও।
মনে যদি টানে তোর
ছুটে যায় বারে বার
বুঝে নিও সেই খানে
কিছু কিছু আছে আবার।
দাঁড়িয়ে আছে, অনন্ত প্রেম
তুলে নিতে দোষ কি তাতে,
মনে ছুয়ে যায়।
তোমার চাঁদের আবীরে
যদি গভীর রাতে এসে
দ্বীপ শিখা জ্বলায় তোর মনে।
কাছে টেনে নিও তুমি
দেখবে কতো ঝরা পাতার স্বপ্ন
যদি হয় ক্ষনিকে,
অনন্তকাল থাকবে তোর মনে।
Sunday, February 3, 2019
প্রেম তো মরে না
প্রেম তো মরে না
মন ভাঙে, প্রেমাস্পদ দূরে সরে যায়। কিন্তু প্রেম তো মরে না। মনের গহিন কোণে, যাকে আমরা বলি অবচেতন, সেখানে সুপ্ত অবস্থায় থেকে যায়।
ধরুন, হঠাৎ দেখা হয়ে গেল রেলগাড়ির কামরায় বা বাসস্ট্যান্ডে এমনকি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের সামনেও হতে পারে। অদ্ভুদ দশ বছর পর। চেহারায়, আদলে পরিবর্তন ঘটেছে অনেক। প্রাণবস্তু চঞ্চল ছিপছিপে তরুণীটি এখন কিছুটা পৃথুলা, পূর্ণবয়স্ক নারী। সংসার-সন্তান সামলে পরিণত জীবনের অভিজ্ঞতার রেখাগুলোকে আড়াল করতে পারেনি প্রসাধনের প্রলেপ। কিন্তু এই নারীকে না চেনা তো অসম্ভব। চমকে উঠেছেন আপনি। ভেবেছেন দ্রুত নিজেকে আড়াল করবেন কিনা। কিন্তু ততক্ষণে চোখাচোখি হয়ে গেছে। আর আপনাকে অবাক করে দিতে হাত তুলে ডাকল। খুব সহজ-স্বাভাবিক গলায় জানতে চাইল, “কেমন আছ?” “ভালো” তুমি? এরপর পরস্পরের সংসার সন্তানের কুশলাদি বিনিময় হলো। আপনার মনে তখন স্মৃতির তোলপাড়। তাঁর মনের অবস্থা অবশ্য বোঝার উপায় নেই। হঠাৎ রবীন্দ্রনাথের কবিতার নারী হয়েইে যেন সে জানতে চাইল, ‘আমাদের গেছে যেদিন একেবাইের কি গেছে?’ কী উত্তর দেবেন আপনি, সেই রবীন্দ্রনাথের কবিতা ধার করেই বললেন, ‘রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে।’ দশ বছর পর দশ মিনিটের এই আলাপের পর আবার দুজনার দুটি পথ দু দিকে গেল বেঁকে। শুধু একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এল বুক ফুঁড়ে। কত কথা ভিড় করে আসে মনে। চলচ্চিত্রের ফ্লাশব্যাকের মতো অনর্গল ছবির পর ছবি ভেসে ওঠে। টিকিট হাতে সিনেমা হলের সামনে অপেক্ষায় দাঁড়িয়ে থাকার দিন, লাইব্রেরির বারান্দায় বসে দুজনের ঘনিষ্ঠ মুহুর্তগুলো কিংবা নদীর কিনারে বসে দিগন্তলাল সুযাস্তের দিকে তাকিয়ে রঙিন ভবিষ্যতের স্বপ্ন বোনে........।
এর আগে কখনো-সখনো ওর কথা মনে পড়েনি এমন তোন নয়। কিন্তু আজ সে রাতের মতো স্মৃতিরা যেমন করে ছুটে আসছে, আগে তো এ রকম হয়নি।
এ রকম আপনার আমার সবার হয়। মনোবিজ্ঞানীরা বলেন, এর নাম ‘রিট্রাইভাল কিউ’। একটি সূত্র আপনাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে স্মৃতির কাছে। যেমন একটি চাবি হয়তো খুঁজে পাচ্ছিলেন না দীর্ঘদিন। হঠাৎ করে একটা বাক্স দেখে স্মৃতিটা উসকে উঠল, আরে এই বাক্সের মধ্যেই তো ছিল চাবিটা। অর্থাৎ বাক্সটি ছিল সূত্র। কেন ভেঙে যায় প্রেম? কেন দূরে সরে যাওয়া? সাধারণভাবে প্রেমের কয়েকটি শর্ত আছে।
কাছাকাছি থাকা, দায়বদ্ধতা ও বিশ্বাস। এর কোনো একটির অনুপস্থিতি বা ঘাটতি থেকে ভাঙন ধরে।
কাছাকাছি থাকার ব্যাপারটিকে অবহেলা করা যায় না। বলা হয়, ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে দীর্ঘ বিচ্ছেদ প্রেমের মৃত্যু ঘটায়। দীর্ঘকাল প্রেমাস্পদের নৈকট্য বঞ্চিত হলে প্রেমের করুণ পরিণতি ঘটতে পারে।
হালকা চালে একটা সম্পর্ক গড়ে উঠল। কিছুদিন একজনের সঙ্গ উপভোগ করলাম, কিন্তু কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই--- এ রকম সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না।
বিশ্বাস হচ্ছে যেকোনো সম্পর্কের মূল ভিত্তি। সন্দেহ ও অবিশ্বাসের কারণে সম্পর্কের সুতোটি ছিঁড়ে যায়। এসব ছাড়া অনেক সময় বাহ্যিক কারণেও প্রেমের সমাপ্তি ঘটতে পারে। অভিভাবকদের জোরজবরদস্তি বা সামাজিক রীতির তীব্র ভ্রুকুটিও প্রেমিক যুগলকে পৃথক করতে পারে। পরস্পরের কাছ থেকে। মন ভাঙে, প্রেমাস্পদ দূরে সরে যায়। কিন্তু প্রেম তো মরে না। মনের গহিন কোণে, যাকে আমরা বলি অবচেতন, সেখানে সুপ্ত অবস্থায় থেকে যায়। ‘রিট্রাইভাল কিউ’র উসকানি পেলে আবার জেগে ওঠে সেই প্রেমের স্মৃতি। তবে সেই স্মৃতি আঁকড়ে ধরেই মানুষ বেঁচে থাকে, তা-ও কিন্তু নয়। আবেগের কেন্দ্র থাকে মস্তিস্কে। নতুন আবেগম এসে ঢেকে দেয় পুরোনো আবেগকে। ঢেকে দেয় বলে পুরোনো প্রেমের কথা ভুলে সুখের দাম্পত্য জীবন গড়ে তুলতে পারে মানুষ। এখানেও প্রেম আছে। আছে স্বামী বা স্ত্রীর প্রতি ভালোবাসা ও বিশ্বস্ততা, সন্তানের প্রতি ভালোবাসা ও বিশ্বস্ততা, সন্ত্রানের প্রতি বাৎসল্য আর সংসার ঘিরে আশা ও আনন্দ।
অনেকে স্বামী বা স্ত্রীকে তাঁর পূর্ব প্রেমের কথা জানাতে চাই না। কারণ, সেটা সহজে গ্রহণ করতে পারেন না স্বামী বা স্ত্রী। কেন তাঁরা এ কথা বোঝার চেষ্টা করেন না যে, মায়ের কোল থেকেই পড়েই তো কেউ স্বামী বা স্ত্রীর কোলে এসে পড়েন না। মধ্যখানে এত বড় জীবন ঘটনাবিহীন থাকবে এট কী করে সম্ভব? তবে বুদ্ধিমানেরা বলেন, পুরোনো কাসুন্দি না ঘেটেই যদি দাম্পত্য সম্পর্ক ও সংসার নিরাপদ থাকে, তাহালে না জানানোই ভালো। কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!
শরৎচন্দ্রের উপন্যাস দেবদাস পড়তে ভালো, সঞ্চয়লীলা বনশালীর চলচ্চিত্র দেবদাসও দেখতে মন্দ নয়। কিন্তু প্রেমের ব্যর্থতায় বাঈজি বাড়ি ঘুরে আসা বা মাতাল হয়ে ‘পারু পারু’ বলে হাহাকারে পার্বতীর বাড়ির সামনে এসে জীবন বির্সজন আদর্শ প্রেমিকের জীবন হতে পারে না। এ ধরনে চরিত্র মানুষের মনে সাময়িক করুণা জাগায়, সমীহ জাগায় না। এটা মনুষ্যত্বের অবমাননা ছাড়া আর কিছুই নয়। মনোচিকিৎসক আহমেদ হেলালের পরামর্শ, ইগো-ডিফেন্স তৈরি করতে হবে। ব্যর্থতা, প্রতারণার বোধ থেকে নিজেকে আঘাত করা, নিজের ভবিষ্যৎকে বিপন্ন করা যেমন পকৃত প্রেমিকের কাজ হতে পারে না, তেমনি প্রেমাস্পদের সুখের জীবন দেখে ঈর্ষাপরায়ন বা প্রতিহিংসাপ্রবণ হওয়াটাও দৃঢ় ব্যক্তিত্বের পরিচয় প্রকাশ করে না। জীবনকে নদীর সঙ্গে যে তুলনা করেন কবি-লেখকেরা, তা এখন ক্লিশে মনে হতে পারে। কিন্তু এই তুলনার মধ্যে যুক্তি আছে। নদীতে ছোট-বড় ঢেউ ওঠে, তা মিলিয়েও যায়। কিন্তু যে ঢেউ নদীর পার ভাঙে, সেই আঘাত বা ক্ষতাটাই দীর্ঘস্থায়ী হয়।
তবে সবচেয়ে ভালো হয় ‘প্রাক্তন’-এর সঙ্গে সহজ-সুন্দর একটি সম্পর্ক বজায় রাখতে পারলে। আগের মতো আবেগের তীব্রতা নেই, কিন্তু বন্ধুত্বের মাধুর্য আছে। পরস্পরের প্রতি অভিযোগ-অভিমান-ক্ষোভ নেই, নতুন কোনো চাওয়া-পাওয়া নেই, আছে ক্ষমা ও মমতা।
Saturday, February 2, 2019
অহংকার
______ অহংকার
___ এম এ মাসুদ রানা
কত হাক কত ডাক
চেঁচামিচি করে দিনরাত,
মনের মাঝে পুশে রাখে
যাতনা বাসনা যারযার
কি করে বড় হবো?
এই ভাবনা যে করি অহর্নিশ।
কিছু মানুষ ভাবেনা নিজে
নিজের ভাবেনার কথা তার
অর্থ ধন সম্পদ চাই না গরিতে
শূন্য ঘর শূন্য ভাবে রহিতে চাই।
অর্থ প্রাচুর্য নিয়ে করেতেছে
আপন মনে গড়িবার সাধ
চারি দিকে করে ডাকাডাকি
কতই নামের হাঁক।
ক্ষুধার জালায় পরে থাকে
কান্না মেশানো কতই না মুখ
করে না তো তাদের খবর
আসে না তো কাছে যাচিতে
আছে কি তাদের কোন সাধ?
চলে যেতে হবে অচিন দেশে
সবে কিছু ফেলে রেখে,
কেন যে পরে আছি মিছে
অর্থ আর অহংকারে।
___ এম এ মাসুদ রানা
কত হাক কত ডাক
চেঁচামিচি করে দিনরাত,
মনের মাঝে পুশে রাখে
যাতনা বাসনা যারযার
কি করে বড় হবো?
এই ভাবনা যে করি অহর্নিশ।
কিছু মানুষ ভাবেনা নিজে
নিজের ভাবেনার কথা তার
অর্থ ধন সম্পদ চাই না গরিতে
শূন্য ঘর শূন্য ভাবে রহিতে চাই।
অর্থ প্রাচুর্য নিয়ে করেতেছে
আপন মনে গড়িবার সাধ
চারি দিকে করে ডাকাডাকি
কতই নামের হাঁক।
ক্ষুধার জালায় পরে থাকে
কান্না মেশানো কতই না মুখ
করে না তো তাদের খবর
আসে না তো কাছে যাচিতে
আছে কি তাদের কোন সাধ?
চলে যেতে হবে অচিন দেশে
সবে কিছু ফেলে রেখে,
কেন যে পরে আছি মিছে
অর্থ আর অহংকারে।
Thursday, January 31, 2019
ভিন্ন সাঁজে
_______ ভিন্ন সাঁজে
___ এম এ মাসুদ রানা
আমি আমার মতো করে,
আজ সেঁজেছি অনুপম সাঁজে
আমার কাছে ভীষণ দামী পোশাকে
মনের মাঝে লেগেছে এক বিশেষ অনুভুতি।
কতো জনেই তো কতভাবে সাঁজে
নিত্য নতুন ভিন্ন রঙের পোশাকে ।
যেভাবে মানায় তাঁকে তাঁর মনের মতো করে
সেই সাঁজে থাকেনা তো কারো কোন বাঁধা।
তাই আমিও আজ সবার মাঝে সেঁজেছি
এক ভীষণ রঙে ভিন্ন সাঁজে।
আমিও চাইনি সাঁজতে ইচ্ছে করে
আমার সাঁজানোর পিছনে আছে কিছু না কিছু।
যেমন কেউ সাঁজেনা ইচ্ছে করে
তবুও সাঁজে নিত্য নতুন রূপে।
আমি সেঁজেছি ভীষণ ভাবে
কোন কিছু না কিছু কারণে।
কষ্ঠের মাঝে সাঁজে তো সবাই
তাঁদের মনের মতো করে।
আমারও অনেক কষ্টের মাঝে
সেঁজেছি আপন মনের মতো করে ।
সবার মাঝে আমি নাই বা হলাম ভীষণ দামী
কিন্তু সেঁজেছি যে এক ভিন্ন সাঁজে,
কোন কো এক কারণে অকারণে।
___ এম এ মাসুদ রানা
আমি আমার মতো করে,
আজ সেঁজেছি অনুপম সাঁজে
আমার কাছে ভীষণ দামী পোশাকে
মনের মাঝে লেগেছে এক বিশেষ অনুভুতি।
কতো জনেই তো কতভাবে সাঁজে
নিত্য নতুন ভিন্ন রঙের পোশাকে ।
যেভাবে মানায় তাঁকে তাঁর মনের মতো করে
সেই সাঁজে থাকেনা তো কারো কোন বাঁধা।
তাই আমিও আজ সবার মাঝে সেঁজেছি
এক ভীষণ রঙে ভিন্ন সাঁজে।
আমিও চাইনি সাঁজতে ইচ্ছে করে
আমার সাঁজানোর পিছনে আছে কিছু না কিছু।
যেমন কেউ সাঁজেনা ইচ্ছে করে
তবুও সাঁজে নিত্য নতুন রূপে।
আমি সেঁজেছি ভীষণ ভাবে
কোন কিছু না কিছু কারণে।
কষ্ঠের মাঝে সাঁজে তো সবাই
তাঁদের মনের মতো করে।
আমারও অনেক কষ্টের মাঝে
সেঁজেছি আপন মনের মতো করে ।
সবার মাঝে আমি নাই বা হলাম ভীষণ দামী
কিন্তু সেঁজেছি যে এক ভিন্ন সাঁজে,
কোন কো এক কারণে অকারণে।
Tuesday, January 29, 2019
আমার ভাবনা
____ আমার ভাবনা ____
___ এম এ মাসুদ রানা ____
সখী, ভাবনা কাহারে বলে।
সখী, যাতনা কাহারে বলে ।
সখী, সাধনা কাহারে বলে।
তোমরা যে বলো দিবা- নিশি
‘ভালোবাসা’ ‘ভালোবাসা’
সখী, এটা আবার কী?
সখী, ভালোবাসা কারে কয় !
সে কি শুধুই যাতনা আর যাতনা?
সে কি শুধুই দু"চোখের জল ?
সে কি শুধুই দীর্ঘ শ্বাস ?
মানব তব কেন ছুটে মিছে আশায়,
এমন সাধনা ও বাসনায়।
আমার চোখে তো সবই শোভন,
সকলই নবীন, সকলই প্রবীণ,
সুনীল গগন, শ্যামল শস্য,
পূর্ণিমা জোছনা, কুসুম কলি
সবই আমার মতো ভাবি।
তারা শুধুই হাসে, শুধুই গায়,
হাসিয়া খেলিয়া মরিতে চায়—
না জানে বেদন, না জানে রোদন,
না জানে সাধের যাতনা যত ।
ফুল সে হাসিতে হাসিতে ফোঁটে
আবার হাসিতে হাসিতে ঝরে পরে।
জোছনা হাসিয়া হাসিয়া ধরনীতে আসে,
জোছনা আবার হাসিয়া মিলায়া যায়।
সাগর তো হাসিতে হাসিতে চলে,
হঠাৎ কেন গর্জনে ফেঁপে উঠে দুই কূল।
___ এম এ মাসুদ রানা ____
সখী, ভাবনা কাহারে বলে।
সখী, যাতনা কাহারে বলে ।
সখী, সাধনা কাহারে বলে।
তোমরা যে বলো দিবা- নিশি
‘ভালোবাসা’ ‘ভালোবাসা’
সখী, এটা আবার কী?
সখী, ভালোবাসা কারে কয় !
সে কি শুধুই যাতনা আর যাতনা?
সে কি শুধুই দু"চোখের জল ?
সে কি শুধুই দীর্ঘ শ্বাস ?
মানব তব কেন ছুটে মিছে আশায়,
এমন সাধনা ও বাসনায়।
আমার চোখে তো সবই শোভন,
সকলই নবীন, সকলই প্রবীণ,
সুনীল গগন, শ্যামল শস্য,
পূর্ণিমা জোছনা, কুসুম কলি
সবই আমার মতো ভাবি।
তারা শুধুই হাসে, শুধুই গায়,
হাসিয়া খেলিয়া মরিতে চায়—
না জানে বেদন, না জানে রোদন,
না জানে সাধের যাতনা যত ।
ফুল সে হাসিতে হাসিতে ফোঁটে
আবার হাসিতে হাসিতে ঝরে পরে।
জোছনা হাসিয়া হাসিয়া ধরনীতে আসে,
জোছনা আবার হাসিয়া মিলায়া যায়।
সাগর তো হাসিতে হাসিতে চলে,
হঠাৎ কেন গর্জনে ফেঁপে উঠে দুই কূল।
Sunday, January 27, 2019
নীরব মানবতা
_____ নীরব মানবতা
___ এম এ মাসুদ রানা
আমি এই ধরণীতলে কে
হারিয়ে যাই ক্ষণে ক্ষণ
সীমাহীন কতই যাতনার তলে!
কাত্তুর সুরে সংগীত ভেসে আসে ;
মোর হৃদয়হীনা হৃদয়ের পথে
পূর্ব দিগন্তের সূর্যটা হাসতে হাসতে উঠে!
দিবসের প্রভাতের শুভ ক্ষণে
স্মৃতির দরজায় উঁকি দেয় সুরে বেসুরে
ঠিক তখনি ম্লান হয় আনন্দ মেলা।
স্বার্থের কারনে স্বার্থ বেচাকেনা করি
নিষ্ঠুর মানবতার মানব হয়ে
কতই না মায়াবতী রূপ ধারণ করি।
মনবতার আদালতে দিয়ে থাকি তালা;
পৃথিবীর স্বার্থ সিদ্ধ লাভের আশে --
মিথ্যে অভিনয় ও আছে যত ছলাকলা।
যে সুধা পান অযোগ্য অযোগ্য জানেও
আবার সন্ধনী হয় সতত এ সংসারে --
যার আছে কি কোনো কিঞ্চিত মূল্য?
আমার মানবতা কত যে বড়
দেখাতে চাই না ফিরে একবার
মানবতা আমরা বুঝেও না বুঝিও।
মানবের মানষ চেতনার এ বড় গুণ
থাকার কথা সবার মাঝে সর্বক্ষণ
জলন্ত দাবানল জ্বলায় সম শিখা!
মানবতায় হীনতা পোড়ায় না তবু ;
দগ্ধ করে না চেতনার অঙ্গীকার
তাইতো মানবতা আজ এতই নীরব।
___ এম এ মাসুদ রানা
আমি এই ধরণীতলে কে
হারিয়ে যাই ক্ষণে ক্ষণ
সীমাহীন কতই যাতনার তলে!
কাত্তুর সুরে সংগীত ভেসে আসে ;
মোর হৃদয়হীনা হৃদয়ের পথে
পূর্ব দিগন্তের সূর্যটা হাসতে হাসতে উঠে!
দিবসের প্রভাতের শুভ ক্ষণে
স্মৃতির দরজায় উঁকি দেয় সুরে বেসুরে
ঠিক তখনি ম্লান হয় আনন্দ মেলা।
স্বার্থের কারনে স্বার্থ বেচাকেনা করি
নিষ্ঠুর মানবতার মানব হয়ে
কতই না মায়াবতী রূপ ধারণ করি।
মনবতার আদালতে দিয়ে থাকি তালা;
পৃথিবীর স্বার্থ সিদ্ধ লাভের আশে --
মিথ্যে অভিনয় ও আছে যত ছলাকলা।
যে সুধা পান অযোগ্য অযোগ্য জানেও
আবার সন্ধনী হয় সতত এ সংসারে --
যার আছে কি কোনো কিঞ্চিত মূল্য?
আমার মানবতা কত যে বড়
দেখাতে চাই না ফিরে একবার
মানবতা আমরা বুঝেও না বুঝিও।
মানবের মানষ চেতনার এ বড় গুণ
থাকার কথা সবার মাঝে সর্বক্ষণ
জলন্ত দাবানল জ্বলায় সম শিখা!
মানবতায় হীনতা পোড়ায় না তবু ;
দগ্ধ করে না চেতনার অঙ্গীকার
তাইতো মানবতা আজ এতই নীরব।
Friday, January 25, 2019
ফেলানি
°°°°°°°°°°°°° ফেলানি °°°°°°°°°°°
°°°°°°°°° এম এ মাসুদ রানা °°°°°°°°
তোমায় নিয়ে নতুন লেখা লেখেনা আর কেউ,
তোমায় নিয়ে নতুন করে ভাবে না তো কেউ,
তোমার জন্য মমতা মহো দেখায় না তো কেউ,
তোমায় নিয়ে আবেগ ভরে ভাবনা ভাবে না তো কেউ।
সারা বঙ্গ বলেছিল, ঝুলোনি তুমি ঝুলেছে এই বঙ্গ,
তোমার রক্তে রাঙ্গায়নি তোমার শরীর, রাঙ্গিয়েছে এই বঙ্গ,
লিখেছিল অনেকে তোমার জন্য বিশেষ কিছু ছন্দ,
করেনি কেউ তোমায় গালাগালি আর মন্দ।
তোমার জন্য কেঁদেছিল সবে হাসেনি কোন প্রাণ
তোমার জন্য করেছিল প্রতিবাদ, করেনি কেউ অপমান
তোমার জন্য কেঁদেছিল পূর্ববঙ্গ, চেয়েছিও সুবিচার
তোমার জন্য করেনি আপোষ পাইনি সুবিচার।
শুধু কাঁদেনি তোমার পিতা, কেঁদেছে গোটা বঙ্গ
কান্না দেখে সাথে ছিলো সবাই, ছিল না শুধু পশ্চিম বঙ্গ
বিচার চেয়ে চেয়ে পেয়েছি কি আর কত্তো গালমন্দ
কেঁদেছিল গোটা বিশ্ব শুধু কাঁদেনি পশ্চিম বঙ্গ।
Wednesday, January 23, 2019
প্রবাসীর কথা
____ প্রবাসীর কথা
__ এম এ মাসুদ রানা
তোমরা তো দেশে থাকো
তোমরাই হলে আসল সুখী।
আমরা প্রবাসে যারা
আমরা প্রবাসে থাকি
আমাদের নাই দিবানিশি!
তোমরা তো চাকুরী করো
হয়তোবা কেউ না কেউ !
বাড়ি ফিরে মাকে বল
মা ভাত দিছো কই।
আমাদের নাই বাড়ি
সবাই মিলেই একটি ঘর!
এইটা কার ঐটা কার
চেচাঁমেচি দিবানিশি ভর!
তোমারা যাও লাইব্রেরিতে
করো অভিধান পাঠ!
আমাদের তো কিছু নেই
আছে শুধুই মায়ের দেওয়া
ছেঁড়া খেতা বালিশের থাক।
__ এম এ মাসুদ রানা
তোমরা তো দেশে থাকো
তোমরাই হলে আসল সুখী।
আমরা প্রবাসে যারা
আমরা প্রবাসে থাকি
আমাদের নাই দিবানিশি!
তোমরা তো চাকুরী করো
হয়তোবা কেউ না কেউ !
বাড়ি ফিরে মাকে বল
মা ভাত দিছো কই।
আমাদের নাই বাড়ি
সবাই মিলেই একটি ঘর!
এইটা কার ঐটা কার
চেচাঁমেচি দিবানিশি ভর!
তোমারা যাও লাইব্রেরিতে
করো অভিধান পাঠ!
আমাদের তো কিছু নেই
আছে শুধুই মায়ের দেওয়া
ছেঁড়া খেতা বালিশের থাক।
শেষ ইচ্ছা
_________ শেষ ইচ্ছা ___________
______ এম এ মাসুদ রানা ________
আমি হাসবো যতো আসুক বিরহব্যাথা
আমি কাঁদবো না কখনো,
আসুক যত জীবনে আধার।
বেদনা চেপে রাখবো বুকের গভীরে
তোমার কোলে মাথা রেখে ভুলে যাবো বলে,
কয়েক ঘন্টা ঘুমাবো ক্লান্তি হবে অবসাদ।
এই প্রেম যে আমার অনন্তের অসীম
আমরণ চিত্তে রবে প্রজ্বলিত শিখা,
তোমার ভালোবাসা অর্জনের আশায়
কতো যে, হা-হা-কার মনে দোলা দেয় বারে বারে।
আর কতো জ্বলন্ত শিখাকে জ্বালাবে ,
আর ফিরিয়ে দিওনা তৃষ্ণাতূর হৃদয়কে।
তোমার কোলে দুঃখ ভুলি বলে
এই নিয়ে করেছো কত্তনা খেলা,
আর খেলা নই শেষ ঘুমাতে দাও
ঘুমাতে দাও শুধু একবার।
______ এম এ মাসুদ রানা ________
আমি হাসবো যতো আসুক বিরহব্যাথা
আমি কাঁদবো না কখনো,
আসুক যত জীবনে আধার।
বেদনা চেপে রাখবো বুকের গভীরে
তোমার কোলে মাথা রেখে ভুলে যাবো বলে,
কয়েক ঘন্টা ঘুমাবো ক্লান্তি হবে অবসাদ।
এই প্রেম যে আমার অনন্তের অসীম
আমরণ চিত্তে রবে প্রজ্বলিত শিখা,
তোমার ভালোবাসা অর্জনের আশায়
কতো যে, হা-হা-কার মনে দোলা দেয় বারে বারে।
আর কতো জ্বলন্ত শিখাকে জ্বালাবে ,
আর ফিরিয়ে দিওনা তৃষ্ণাতূর হৃদয়কে।
তোমার কোলে দুঃখ ভুলি বলে
এই নিয়ে করেছো কত্তনা খেলা,
আর খেলা নই শেষ ঘুমাতে দাও
ঘুমাতে দাও শুধু একবার।
Monday, January 21, 2019
মনের কথা
মনের কথা
এম এ মাসুদ রানা
মন জ্বলে মনের প্রহরে
তুমি হীনা বল রইব কেমনে,
সেতো তুমি ভালো জানো
মন পুড়ে স্মৃতির সরণে।
তুমি বিনে আর নেই কেউ
এই মন সাজার,
আমি তুমি হীনা কতোটা একা
দিবসেও আধার,
বহু পথে হেঁটে আসা ক্লান্ত মন
নেই কেউ বাঁধার।
যতটা ভাবনা ভাবি তোমার
ফিরে আসা নিয়ে,
সবে কিছু মিছে আশা হবে
মিছে ভরষা দিয়ে।
Monday, January 7, 2019
সিমনের যাত্রায়
________সিমনের যাত্রায়__________
__জুলফিকার আলী (জিল্লুর)__
বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
অনাদর, অনাদর এ কোন অনাদর ?
তোমার সর্বঙ্গের কচি মাখা প্রেম গুলি
ছলকে দেখার দুলকে-দুলকে
মুচকি হাঁসি।
ছোট-ছোট দুষ্ট আর মিষ্টি কথার
ইন্দ্রোজালে
এ কোন অনাদর রেখে গেলে তুমি?
ভূলতে পারি না, কিছুতেই ভুলতে পারি না
দীঘল পায়ের চপল চলা আর ছলকে দেখা।
তুমি তো তোমার মত করে
সাজালে তোমার স্বর্গ রথের ভেলা-
কিন্তু
তোমার স্মৃতির যাদু আতকে তুলে
বাঁধ ভাঙ্গা ঝড়ে বেলা অবেলা।
তোমার বাল্যবেলার ধুলো মাখা অঙ্গখানি
না জানি তৃষ্ণাতুর করে তুলে
অবশেষে
ঢেউ ভাঙ্গা ঢেউ এ
বুকের ভাঙ্গা পথ ভেঙ্গে ফেলে
কাফন পরা দাফনের একোন অনাদরে।
__জুলফিকার আলী (জিল্লুর)__
বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
অনাদর, অনাদর এ কোন অনাদর ?
তোমার সর্বঙ্গের কচি মাখা প্রেম গুলি
ছলকে দেখার দুলকে-দুলকে
মুচকি হাঁসি।
ছোট-ছোট দুষ্ট আর মিষ্টি কথার
ইন্দ্রোজালে
এ কোন অনাদর রেখে গেলে তুমি?
ভূলতে পারি না, কিছুতেই ভুলতে পারি না
দীঘল পায়ের চপল চলা আর ছলকে দেখা।
তুমি তো তোমার মত করে
সাজালে তোমার স্বর্গ রথের ভেলা-
কিন্তু
তোমার স্মৃতির যাদু আতকে তুলে
বাঁধ ভাঙ্গা ঝড়ে বেলা অবেলা।
তোমার বাল্যবেলার ধুলো মাখা অঙ্গখানি
না জানি তৃষ্ণাতুর করে তুলে
অবশেষে
ঢেউ ভাঙ্গা ঢেউ এ
বুকের ভাঙ্গা পথ ভেঙ্গে ফেলে
কাফন পরা দাফনের একোন অনাদরে।
Tuesday, January 1, 2019
হে নতুন বর্ষ
______ হে নতুন বর্ষ _______
____ এম এ মাসুদ রানা _____
পাল্টে যাবে বর্ষপুঞ্জির পাতা
কমবে সবার জীবনআয়ু!
কাঁদছে হৃদয় শোক বেদনায়
কাঁপছে আরও জীবনের স্নায়ু!
কিসের আবার নিউ ইয়ার
কিসের আবার হাসি খুশি!
আমলনামায় দেখছি কি?
আমরা সবাই কলুসিত ভুসি!
নতুন সূর্য আনুক বয়ে
স্বর্ণমাখা দিবস নিয়ে!
এই করি প্রার্থনা মোরা
শোধ হয়ে যাক জমাকৃত
আছে পাপের যত ঋণ!!
____ এম এ মাসুদ রানা _____
পাল্টে যাবে বর্ষপুঞ্জির পাতা
কমবে সবার জীবনআয়ু!
কাঁদছে হৃদয় শোক বেদনায়
কাঁপছে আরও জীবনের স্নায়ু!
কিসের আবার নিউ ইয়ার
কিসের আবার হাসি খুশি!
আমলনামায় দেখছি কি?
আমরা সবাই কলুসিত ভুসি!
নতুন সূর্য আনুক বয়ে
স্বর্ণমাখা দিবস নিয়ে!
এই করি প্রার্থনা মোরা
শোধ হয়ে যাক জমাকৃত
আছে পাপের যত ঋণ!!
Wednesday, December 19, 2018
আমাদের স্বাধীনতা
আমাদের স্বাধীনতা
এম এ মাসুদ রানা
লাশ ঝুলে কাঁটাতারে
ঝুলছে আরও তড়িৎ তারে,
মরা বাদুড়, ঝুলছে ঝুলুক
লাজ-শরমের যাই মরে।
গর্ব করে বলবি মোরাস্বাধীনতার
তরে জীবন দিয়েছি মোরা।
বুকের পরে চলছে গুলি
হচ্ছে খালি মায়ের কোল
উড়ছে খুলি এই বাংলার
মগেরমুলুক, চলুক বল।
লাজ-শরমের কী আছে যায়!
বুক ফুলিয়ে বল তোরা
মোদের দেশ স্বাধীন দেশ
ইতিহাসে আছে ভরা।
Tuesday, December 18, 2018
Saturday, December 15, 2018
আবেগী মন
_________ আবেগী মন
এম এ মাসুদ রানা
কিছু কিছু পরিচয় হয়ে থাকে অচেনা
তারা কল্পনার রঙে ছড়ায় দুটি ডানা।
মনে মনে ছবি এঁকে যায় দিবানিশি
তাদের মনের তুলিতে আল্পনায় সুখ।
কিছু জানা নাইবা হলো তাদের জানা
তৃষ্ণাত্ব বুকে কোন থাক না শূন্যতা।
কাছে এসে প্রেমী হারিয়ে যায় সব কথা
কষ্টের ঢেউ যতই আসুক তাদের বুকে!
থাকে না কোন ব্যথা তাদের মনে।
এম এ মাসুদ রানা
কিছু কিছু পরিচয় হয়ে থাকে অচেনা
তারা কল্পনার রঙে ছড়ায় দুটি ডানা।
মনে মনে ছবি এঁকে যায় দিবানিশি
তাদের মনের তুলিতে আল্পনায় সুখ।
কিছু জানা নাইবা হলো তাদের জানা
তৃষ্ণাত্ব বুকে কোন থাক না শূন্যতা।
কাছে এসে প্রেমী হারিয়ে যায় সব কথা
কষ্টের ঢেউ যতই আসুক তাদের বুকে!
থাকে না কোন ব্যথা তাদের মনে।
Wednesday, December 12, 2018
জিজ্ঞাসা
______________ জিজ্ঞাসা
___________ এম এ মাসুদ রানা
তুমি কি এখনো দিবানিশি আময়া নিয়ে ভাবো?
তুমি কি এখনো সারারাত জোছনা দেখো?
তুমি কি এখনো আগের মতই গান লিখো?
তমি কি এখনো আগের মতোই থাকো?
তোমার সে স্বপ্ন কি এখনো নতুন?
নতুন দিনের হলেও, কি শুরু না কি শেষ?
তুমি কি এখনো সে দিনের কথা মনে করো?
তুমি কি এখনো আকাশের পানে চেয়ে চেয়ে থাকো?
নিঝুম রাতের তারারা এখনো কি তোমাকে খোঁজে না?
অশ্রুকণা গুলো কি এখনো বৃষ্টি হয়ে ঝড়ে পরে না?
তোমার সেই স্বপ্নগুলো এখনও কি নতুন?
নতুন দিনের হলো কি এখন নতুন ভাবে সাজাও?
তোমার চোখের মাঝে এখন আর কি তারারা হাসে না?
রাতের পাখিরা এখন তোমায় কি আর ডাকাডাকি করে না?
ভালো নেই বলে কি থেমে যাবে তোমার জীবন?
চেয়ে দেখো সেই জোছনা তাকিয়ে আছে তোমার পানে।
আমি বলি,
তুমি তো এখনো ঘুমিয়ে আছো আমারি মাঝে ,
আয়নায় মোর প্রতিচ্ছবি সে তো আমি নই।
___________ এম এ মাসুদ রানা
তুমি কি এখনো দিবানিশি আময়া নিয়ে ভাবো?
তুমি কি এখনো সারারাত জোছনা দেখো?
তুমি কি এখনো আগের মতই গান লিখো?
তমি কি এখনো আগের মতোই থাকো?
তোমার সে স্বপ্ন কি এখনো নতুন?
নতুন দিনের হলেও, কি শুরু না কি শেষ?
তুমি কি এখনো সে দিনের কথা মনে করো?
তুমি কি এখনো আকাশের পানে চেয়ে চেয়ে থাকো?
নিঝুম রাতের তারারা এখনো কি তোমাকে খোঁজে না?
অশ্রুকণা গুলো কি এখনো বৃষ্টি হয়ে ঝড়ে পরে না?
তোমার সেই স্বপ্নগুলো এখনও কি নতুন?
নতুন দিনের হলো কি এখন নতুন ভাবে সাজাও?
তোমার চোখের মাঝে এখন আর কি তারারা হাসে না?
রাতের পাখিরা এখন তোমায় কি আর ডাকাডাকি করে না?
ভালো নেই বলে কি থেমে যাবে তোমার জীবন?
চেয়ে দেখো সেই জোছনা তাকিয়ে আছে তোমার পানে।
আমি বলি,
তুমি তো এখনো ঘুমিয়ে আছো আমারি মাঝে ,
আয়নায় মোর প্রতিচ্ছবি সে তো আমি নই।
Subscribe to:
Posts (Atom)