Thursday, December 17, 2020

জীবন

জীবন

এম এ মাসুদ রানা


জীবন সংগ্রামে চলছি একা

নেই কোন সজনীর দেখা,

কি আসে আর বা কি যায়

আয়োজন সবে হবে বৃথা?


তা নিয়ে আর কিছু ভাবি না

জয় না হয় পরাজয়,

হবে তো নিশ্চয়

হব মনে হয় যন্ত্রণায় ক্ষয়।


বারে বারে ফিরে আসে

ঘুরে যায় কি আর?

জীবন চলে কি ভাবনায়

তা নিয়ে আছে কি তার?


রচনাকাল ১৮/১২/২০১৭

Tuesday, December 8, 2020

ঘুষ

      ঘুষ

এম এ মাসুদ রানা 


চল্ চল্ চল্ প্রচুর ঘুষ পাবি চল্

সরকারি চাকরিতে এখন ঘুষ প্রবল

ছলে বা কৌশলে একটি পদ দখল

বিসিএস ক্যাডার কিংবা পিয়ান বল।


বর্তমানযুগে মানুষের এটাই গান

ঘুষের সুযোগ ও পেনশন পান

দোষ কি সবাই খায় আপ্নেও খান?

অবৈধ সম্পদ কারা না চান।


ঘরে ঘরে তোলে কেউ সময়ের দাবি

আইন করা হোক ঘুষে, মুখে মুখে রাখি।

ঘুষ হলো উন্নয়নের প্রধান একটা চাবি

বেশি ঘুষ নিলে আবার পুরস্কারো পাবি।


ঘুষ দিলে তুমিও তো ঘুষই পাবি

যা কিছু ক্ষতি করে দিবি শতগুণ নিবি

ঘুষ হয়েছে এখন জাতীয় একটা ছবি

সরকারি চাকুরী তরে তুমিও ঘুষ দিবি।


ঘুষ ছাড়া হয় কি এখন কোন কাম 

ঘুষ দিলে তো বেড়ে যাবে তেমার মান

সচিব, আমলা সবাই  করবে সম্মান

ঘুষ না দিলে, দিতে হতে পারে জান।

Monday, December 7, 2020

ঈদের ছড়া

 ঈদের ছড়া

এম এ মাসুদ রানা 


 

প্রতি বছর রমজান মাসে,

রোজা শেষে ঈদ আসে।

এসেছে ঈদ বছর ঘুরে

ঈদের আনন্দ সবার তরে।


 


ঈদগাতে আলোর বাহার,

আজকে ঈদে আনন্দ সবার।

নতুন পোশাক পরে সবে,

সন্ধ্যা আকাশে চাঁদ উঠবে।


 


ঈদের খুশি চলবে ভুবন ময়,

কররো মোরা বিশ্বজয়।

হিংসা ঘৃণা নয়কো করি ভাই,

আনন্দে উপভোগ করি সবাই।


 


ঈদ মোবারক বলি সবাই

হিংসা বিদ্বেষ মনে নাই ।

ঈদগাতে নমাজ পড়ে,

খুশির জোয়ার সবার তরে।


 


খুশির রঙে মাতবে ত্রিভুবন 

ঈদ আনন্দে থাকে সবার  মন।

আজকে খুশির ঈদের দিনে,

নাহি কেহ ঈদের আনন্দ বিনে।

বন্দি দাস

 বন্দি দাস

এম এ মাসুদ রানা 


একাত্তরে আমারা আজাদ হলেও

এখনো আমজনতার বন্দি দাস,

নিরবে সয়েতে হচ্ছে জনতাকে

পাগলা কুকুরের হিংস্র ত্রাস!


বাংলায় মুক্তি লড়াই চলুক আবার

সাগরে বুকে উঠুক ঢেউ!

বঙ্গ জাতির মুক্তির ফের আসুক 

সিপাহশালায় নতুন কেউ!


শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা

শেখ মুজিবের অগ্নিবানীর সুর!

বাংলায় কালো রাতের হোক অবসান

আসুক আবার নতুন ভোর!

মধ্য নিশি

 .                   মধ্য নিশি

             এম এ  মাসুদ রানা 


একা একা আগুনে  জ্বলতে জ্বলতে, 

আমি একদিন অগ্নি শিখাকেও, 

হাড় মানিয়ে নিশ্চয়ই হবো জয়ী। 


ঐ সুদূর গগনে আছে যে একটি চাঁদ  

কলঙ্কিত করে রেখে সেটাকেও আজ,

সুন্দর বসবাস ঘটবে এটাই তো কাজ। 


অন্ধকারকে জয় করে নিশান উড়িয়ে

আমব‍্যসার ঘোর যাবে একেবারে ফুরিয়ে, 

উদ্বীপ্ত আলোক ছটায় মনকে জুড়িয়ে। 


অবহেলিত অনাকাঙ্ক্ষিত কলঙ্কিত বেশে,

চাঁদের আলো নিয়ে পরে থাকে ধুলির মাঝে

পৃথিবী আলোকিত করবে আছে যে কাজে।


আর তখনি দিপ্তমান একা একা জ্বলতে থাকা,

প্রজ্বলিত অগ্নি শিখাও  জয়ের ধ্বনি দিবে।

কবিতায় তোমাকে

 কবিতায় তোমাকে 

এম এ মাসুদ রানা 


যখন মেঘময় আকাশভরা নীলের মাঝে সাদা'রঙ

মনের মেঘের পাপড়িগুলো সাজে আবার সঙ।

হাওয়ার সাথে বৃক্ষের শাখা প্রশাখা দুলে উঠে

সবুজ পাতায় প্রজাপতিরা আনন্দে নাচেও বটে।

মনের রঙে রঙ আকাশে রংধনুকে মাতিয়ে তোলে

সন্ধ্যার ভারা মনে হাসে তোমায় পরীরা ডেকে বলে।

একদিন সবুজ বাগানে যখন একাকী হলো দেখা

অন্তরচোখে কত্তো কথা মনে মনে হয়েছিল শেখা।

হৃদয়ের উচ্ছাসের পুষ্প গাছে পুস্প কলিও ফোটেনি

হটাৎ যখন কালো আকাশে তারার দ্যুতি  ঘটায়নি।

নিভৃত চমকহীন আকৃতিময় শেষযাত্রার পথিক

রঙ্গীন অক্টোপাস ঘিরে আছে সমুদ্রের তলদেশ!

অনেক দিন থেকে  নিজেই চেয়ে দেখিনি শেষে

চাওয়া পাওয়ায় মাঝে তোমার কথা শুধু আসে।

অতীত

 অতীত

এম এ মাসুদ রানা 


অতীত ভীষন কষ্টদায়ক

যায় না তো ভোলা,

অতীতের পাতা বদলে গেলে

প্রাণে দেয় দোলা।


অতীতের পাতা অনেক কঠিন

যায় না সহজে ঘুচা,

কত কিছু মনে করে ছুটেছিলাম 

তোমার পিছু বৃথা।


স্বপ্ন ছিল আমার মনে 

আরো ছিলো আশা,

হঠাৎ করেই ভেঙ্গে গেলো

গুছানো ভালোবাসা।


অতীত ভাঙ্গা মন নিয়ে

কেঁদেছি কত্তো রাতে,

চোখের জল মুছিয়ে দেবে

কেউ ছিল না সাথে।


মনের সাথে যুদ্ধ করে 

ভুলতে চেয়েছি তোমায়

রাতের আধাঁর বাড়লে পরে

অতীত এসে যায়।


অতীতের পাতা প্রখর হলে

ব্যথা বাড়ে বুকে,

আমায় তুমি ভুলে গিয়ে

আছো অনেক সুখে।


অতীত গুলো থাকুক আমার

তুমি থাকো সুখে,

অতীতের পাতা ঝাপসা হয়ে

অশ্রু ঝড়ুক চোখে।

নামাজ

নামাজ

এম এ মাসুদ রানা 


মাগো আমি পড়বো নামাজ  

উঠবো সকাল বেলা,

করবো না আর মোয়াজ্জিনের 

আযান অবহেলা।


শীতের দাপটে যতই থাকুক

নেই পরওয়া আর, 

আযান শুনে শয্যা ছেড়ে

ঘর থেকে হবো বার।

৭১এর শহীদ

 ৭১এর শহীদ

এম এ মাসুদ রানা 


৭১এর শহীদদের কথা মনে আসলে

শুধুই দু"নয়ন অশ্রুতে ভাসে। 


কোন পিতা তার জীবনের বিনিময়ে,

সন্তানের সুখ রচনা করতে গিয়েছিল।

কোন ত্যাগী পিতা তার দু"নয়ন ভরা 

সুখের স্বপ্ন বিনিময় করেছিলো 

সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ রচতে গিয়েছিলো!


পিতার ত্যাগের নষ্ট সন্তানেরা আজ,

পঙ্গু জননীর সিনায় রাখে পা।

গলায় চালায় অস্ত্র কিসের আশায়!

আহ! কি নির্মম যন্ত্রণা হয় তাঁদের!

আহা! কি  আত্মচিৎকার চিৎকার! 


মা ও মেয়ের নির্মম লড়াই!

আমি লজ্জায় মরে যাই,

দু'হাতে মুখ লুকাই,

বেদনার চোখ লুকিয়ে আড়ালে কাঁদি।

সেই সব নষ্ট সন্তানেরা অধম

সব দেখে শুনে চুপ করে থাকি।

আমি মুক্তি চাই

আমি মুক্তি চাই 

এম এ  মাসুদ রানা 


আমি যখনি ছিলাম বেকার 

ছিলো না কোন আকার

তুমি কথায় কথায় দিয়েছো 

আমায় অনেক ধিক্কার 


সয়ে ছিলাম তোমার শত কথা 

রখিনি কোন আবদার 

আমি যে সত্যি বেকার তাই তো 

ছিলো না জানার অধিকার।


মনে মনে জপেছিলাম কতই না 

রঙ্গিন খামের স্বপ্ন 

দেখার সাথে সাথে করেছিলাম 

মনে হয় এটাই রত্ন।


আমার স্বপ্ন একান্ত আমারি ছিলো 

জানেনি কেহ কোন ক্ষণে

সফল হবার চেষ্টার তরেও আমিও 

ছুটেছি কত্তোই রণে রণে।


এখনো তো আমি বিজেতা রণ সৈনিক 

প্রতিদিন বলো কত্তো কৌতুক 

ক্ষণে অনুক্ষণে সুখী হবার তরে দিতে 

চাও আমাকে অনেক যৌতুক। 


স্বার্থ তুমি পাওনি খুঁজে তেমার যখন 

তুমিও দূরে ছিলে তখন

তুমি এখন কেন বলো তবে আমায়

আমার সবকিছুই তোমার এখন?


প্রশ্ন করি তোমাকে আমি এখন 

তুমি তো ভালোবাসনি তখন

আমি নিঃস্ব, বৃত্তিহীন ও বেকার 

আকার ছিলো না যখন।


আমি চাই না তোমার স্বার্থের প্রম

 যে, অর্থ খুঁজো সারাক্ষণ 

আমি হেতু খুঁজিনি  যে, কোন রণে

তাই মুক্তি চাই সর্বক্ষণ।

আমি আমার মতো

 আমি আমার মতো 

এম এ  মাসুদ রানা


আলোর মাঝে কুয়াশা আমি 

হাসির মাঝে কান্না, 

আমার জীবনে এসেছে যা কিছু

তা আর ভুলা যায় না?


মাঝে মাঝে  বলে অনেকেই 

আমি নাকি ভাঙ্গা আয়না

লোকে বলে কখনো আমার 

মুখ দেখাও যাবে না?


আমার দিকে তাকালে হবে

বলে নাকি পাপ?

তাইতো দেখাতে চাইনি তোমাকে

আসেও যদি চাপ।


তখনিই বুক ফেটে যায় আমার 

সয়তে পরিনা অপবাদ, 

নিদ্রাহীনতায় কেটে গেছে যে, 

জীবনের কত্তো রাত।


তোমার বচনে, তোমার সাথে চলার 

হয়েছি কি আমি যোগ্য? 

আমার মতো হতে গেলে তোমার 

লাগে অনেক বড় ভাগ্য। 


আমি তো কিছু নিতে আসি নাই 

তোমাদের সুখের নীড়ে,

যা কিছু আছে আমার কাছে দিবো

তোমাদের মন উজার করে।


আমি আমাকে নিয়ে ভাবি না কখনো 

ধরেছি সাম্যের গান 

তোমারদের চাওয়ার মাঝে পায়নি 

আমার ছন্দের মান। 


আমাকে আমার মতো চলতে দাও 

এতেই কি আসে যাই,

মৃত্যুর মুখোমুখি হয়ে গেলেও আমি

বাঁচার অনুকম্পা নাহি চাই।

Friday, November 27, 2020

মন্ত্রী পরিষদ নিয়ে কথা

 মন্ত্রী পরিষদ নিয়ে কথা   

 "এম এ মাসুদ রানা" 


মন্ত্রী পরিষদের পরিকল্পনায়

ক্ষেপেছে মহিষ ও গোরু,

রেগে বেগে বলে মানুষ গুলো 

করলো আবার কি শুরু? 


মাছ ভাত আর কোরমা পোলাও 

আমরা আরা কি খাই?

খড়, ভুষি, ঘাস আর কচুরিপানা 

আমরা বাঁচার জন্যই চাই ।


সেটাতেও তোর হাত দিলে

হিংস্র মানব জাতি, 

মন চাচ্ছে  দানব গুলোর

মাথায় মারি ঘুষি লাথি। 


গোরু বলল দেখছি আমি 

তোরা আমার চেয়েও গোরু, 

কেমন করে এমপি মন্ত্রী হলো

মোরা মারি মাথায় ঝাড়ু?


ছাগল বলে ওরা হলো পাগল

কেমনে সংসদে পেল ঠাই ,

পাবনার সেই পাগলা গারদ 

সংসদকে বানাতে চাই। 


ঘোড়া ভেড়ার গভীর দৃষ্টি 

কচুরিপানার তরে, 

এগুলোও যদি মানুষে খায়

না খেয়ে যাবো মরে।


আমি বলি মাননীয় মন্ত্রী 

একটি বয়ান শুনুন, 

কচুরিপানার ভাবনা ছেড়ে 

ভালো কিছু নিয়ে ভাবুন ।


মাঝে মাঝে অনেকেই বলছে

খাদ্য খেতে কম,

কেউ বলেছে ভাত না খেয়ে 

আলু খাবেন হরদম।


জনতায় তাদেরকে বলে পাগল 

কতই দিয়েচ্ছে ধিক্কার,

মন্ত্রী পরিষদে মন্ত্রী হতে গেলে 

প্রয়োজন আছে শিক্ষার।


রচনাকাল:১৮/০৩/২০২০ ইং

প্রায়োপবেশন

প্রায়োপবেশন 

এম এ মাসুদ রানা 


অনাদর একোন অনাদর, 

বড় অবহেলা পেলাম ভালোবেসে, 

নিঃশ্বাস টুকু রেখে হারিয়ে য়াবে শেষে। 

এমন কি করবো বলো? 

কেমন করে রব একা? 

ফিরে দেখো এখনও আছি দাঁড়িয়ে,

আমি যায়নি এখনো  হারিয়ে

হাত দু'টো রেখেছি বাড়িয়ে! 

কেন হঠাৎ তুমি এলে?

হৃদয়ে জায়গা করে নিলে,

আপন করে নিয়েছিলে।

পেয়েও হারানো যায় না, 

হারিয়ে যাবার করছো বাহানা।

বাঁচার মানে টা যাবে হারিয়ে

যদি মন থেকে দাও তারিয়ে! 

শুনছো কি তুমি আমার কথা?

বুঝেছো আমার মন কি চাই? 

অতি গোপনে তোমায় শুধাই

আগে করো নাই কেন যাচাই?

এখন করো না আর বাছাই।

এমন করছো কিসের আশায়

পাগলামি করো কোন নেশায়।

বিচ্ছেদের বেদনা করে শনশন 

এখন করি মরনের জন্য অনশন।

আমার যাবার বেলায়

আমার যাবার বেলায়    

এম এ মাসুদ রানা 


তুমি বললে, 

তুমি চলে যাও, তুমি চলে যাও ;

আমার সীমানা ছেড়ে দূর বহুদূরে

আসতে চেওনা আবার কখনো ফিরে।

তোমাকে রাখতে চাইনা সাজানো নীড়ে 

অচেনা হয়ে যাও অচেনাদের ভীড়ে।

নতুন করে সাজাও নিজেকে কোন তীরে 

বলবো না তোমার চলল আস্তে না ধীরে। 


আমি চলে যাবো, চলে যাবো দূর বহুদূরে 

আসবো না কখনো কারো সাজানো নীড়ে।

সাজিয়ে নিবো নিজেকে আচেনাদের কাছে

নিজেকে নিয়েই নিজে থাকবো আমি বাঁচে।

আপন মনে বাঁধবো বাসা এক নতুন তীরে

কেহই বলবে না তোমার চলন কেন ধীরে।


আমরা যাবার বেলায়, আমি চেয়ে চেয়ে ছিলাম 

ফিরে যাবো আশা ছিলো ডাকবেই ভাবলাম।

ডাকলে না শুধু তুমি চেয়ে চেয়েই কাঁদলাম

মনকে প্রশ্ন করে আনেক কিছুই যাচলাম।

ফুল হাসে তাই ভ্রমর প্রেমেতে পড়ে 

হৃদয়কে হৃদয় দিয়ে পুড়িয়ে প্রেম বীরহ গড়ে।

চেয়ে দেখ একবার এই দিকে জল পরে পাতা নড়ে 

বিচ্ছেদের যন্ত্রণা তবুও তোমার হৃদয়ে নাহি ধরে।

জীবনের হিসাব

 জীবনের হিসাব

এম এ মাসুদ রানা 


নয়ন হয়েছে অশ্রু সজল, 

মনে কষ্ট প্রয়োগ করে বল, 

মুখে লুকানো হাসির ছল

চারপাশে অট্টহাসির ছলবল।


যে হাসিয়ে ছিলো, এক শুভ লগ্নে

সেই আবার কাঁদায়, অতি যতনে,

তবুও, নিরবে হেঁটেই চলি সুখের পতনে

পথের পর পথ ঘুরে খুঁজি অমূল্য রতন।


আমার নেই কোন জীবনের গল্প

আমার জীবনটাই অতি অল্প।

গল্প আছে  হয়ত সল্প

সল্প গল্পেই করি আবার কল্প।


তবুও, খুঁজি গল্পের শেষ অধ্যায়,

কল্পনায় ভাসি,কল্পনায় ডুবি তাই। 

কেটে যাচ্ছে সময়, জীবন যাচ্ছে বেশ

জীবনের হিসাব কষতেই সময় শেষ।

তোমাকে বলছি ললনা

 তোমাকে বলছি ললনা

এম এ মাসুদ রানা 


আমি তোমাকেই বলছি ললনা 

আমার দু'টো কথা শুনো না। 

কথায় কথায় করো কেন বাহানা?

তোমার হাসির মাঝেও থাকে ছলনা।


তুমি তো ধূর্তবাজ, জ্বেলে দাও প্রণয়ের ধূপ

আছে যে, তোমার মায়াবতী, মায়াবী রূপ 

তোমার চলন বলনে হও নাই কখনো শিষ্ট  

সুবিধার তরে হয়ে না আবার কখনো দৃষ্ট।


তোমার আদপহীনতায় বেয়াদব বানাও

তোমার আসল রূপটি নাহি কাওকে জানাও।

তোমার ছলনার পদতলে পৃষ্ঠ করছো কত প্রাণ 

দিয়েছো কি তাদের পবিত্র ভালোবাসার দাম।


নারীরা হয় সম্মানের নরেরা তাই যেন জানে 

খুঁজে না যেন বিপরীত কোন কিছুর মানে,

সম্মানের চোখে দেখুক তোমাকে সর্বক্ষণে

তোমার কুকৃতি বলে না যেন জনে জনে।


জোর নিবেদন করি তোমার তরে, 

তোমার বেহিসাবি চলনে যেন আরা নাহি কেহ মরে।

তোমরা তোমাদের জ্ঞানের দরজা খুলে দাও, 

সভ্য চলন-বলন ও পোষাক-আষাক বেছে নাও।

Thursday, November 19, 2020

মা

 মা 

এম এ মাসুদ রানা


মা'গো!

তোমার আঁচল এতো যে নিরাপদ 

আমি বুঝতে পেরেছি আজ।

তোমার গর্ভ হতে জন্ম আমার 

তবু কেন এত জীবনের লাগি বাজি।


মা'গো! 

তোমার আমার একই নরীতে বাধা প্রান 

ভুলে যাইনি গো মা আজো আমি।

কাজের চাপে ভুলে আছি মা

'করো না অভিমান! 

করলে অভিমান 

তোমার অভিমানে হবে অকল্যাণ। 

তুমি মমতা ময়ী মা' গো তুমি মমতা ময়ী!

আমি পরাজিত তুমি জয়ী।।


মা'গো! 

তোমার কাছে তোমার খোকা 

তোমার জীবনের চাইতে দামী 

তাইতো আমারে রেখেছিলে 

যঠরে জানে অন্তযামি।


মা'গো!

তোমার বকনিতে মধু মাখা 

মাগো শাষনেও আদর মাখা! 

আমি দৃষ্টির আড়ালে গেলে 

পরে মাগো তোমার হৃদয় হাহাকার করে।


 মা'গো!

আমি  অধম মা'গো ;

তোমার সন্তান, 

তুমি উওম আমি জানি,

মা'গো বড়ই আমি অপরাধী!

Wednesday, November 18, 2020

তোমার যাবার বেলায়

 তোমার যাবার বেলায় 

       এম এ মাসুদ রানা 


তুমি চলে যাবে, তবে চলে যাও, 

ফিরে এসো না, এই চেনা ভুবনে 

এই ক'দিনে তোমায় চিনেছে বা ক'জনে।

তুমি চলেই যাবে যদি কেন এসেছিলে? 

আমার খড়কুটোর এই ছোট্টো ঘরে

বসে ছিলে অগোছালো বিছানায়। 

বলেছিলে কতই না মধুর কথা 

রেখেছো কি মনে কিছু যথাতথা।

তোমার যত কথা বলেছো একসাথে, 

তোমার মন তখনও উঠেছিল নেচে

তোমার মন এখন নতুন ভুবনে গেছে

তাইতো বিদায় নিবে আমার কাছে। 

তোমার হরিণী চোখ, মায়াবতী কপল 

পরিশেষে দিয়ে গেলে আমায় ছবল।

Tuesday, November 17, 2020

তুমি

  তুমি  

এম এ  মাসুদ রানা 


তুমি হতাশার মাঝে আশা

তুমি নিরাশার মাঝে ভালোবাসা।

তুমি আবেগ ভরা মনের মাঝে বিবেক

তুমি অভিমানের মাঝে নিরভিমান।

তুমি শিশির মাঝে মিষ্টি সকাল

তুমি ক্লান্ত দুপুরের মাঝে প্রশান্তি।

তুমি গ্রীষ্মের রোদ্দুরের মাঝে শীতল হাওয়া

তুমি বর্ষার কর্দমাক্তর মাঝে বসন্তের ফুল।

তুমি ছেলেবেলার ক্রোধের মাঝে প্রবল উচ্ছাস 

তুমি ছোটবেলার দুষ্টুমির মাঝে শিষ্ট। 

তুমি মরুভূমির মধ্যে একমুঠো ঘাস 

তুমি মরীচিকার মাঝে পানির সন্ধান। 

তুমি কুৎসিত এর মাঝে পরম সুন্দরী

তুমি হৃদয়ের গহীনে অনুপমা, অনন্য, অনবদ্য।

Thursday, November 12, 2020

হতাশীর প্রত্যাশা

  হতাশীর প্রত্যাশা

এম এ মাসুদ রানা 


আমি নিরর্থক, আমি নয় কোন খানে স্বার্থক,

কথায়-কথায় সময়ে, অসময়ে করি চিৎকার 

চারিদিকে শব্দ শুনি শুধুই শুনি হাহাকার 

কারো করো কটু কথায় হৃদয় হয় ছাড়খাড়।


আমারে ধরতে করতে না কোন কৌশলের দরকার

আমি হয়ে গেয়েছি যে, তোমার সমাজে নিরাকার। 

আমায় খুঁজতে  দিতে দিতে হয় না কোন খানে হানা

আমায় ডাকলেই পাওয়া যাবে এটও তোমার জানা।


আমার সাথে  করো তুমি অনেক ছলাকলা 

বলতে চাই অনেক কিছু, হয় না কখনো বলা

মনকে বলি তোমাকে তো করবেই সবাই হেলা

তোমার জীবন নদীতে যে, ভাসে দূখের ভেলা।


আমায় করেছো হেলা, কাঁটছো আসময়ের বেলা 

তুমি তৈরী করেছো তোমার ভুবনে আনন্দের মেলা

তোমার মনানন্দের তরে আমার সাথে তোমার খেলা

আমায় দিয়ে তোমার ক্লান্ত মনকে শান্ত করে নিলা।


ভেবো না তুমি, আমি কিছুই বঝিনা

তোমার মনে লুকানো কথা সবাই জানি।

চেষ্টায় আছি, আমি আমাকেও যেন পাল্টে পরি

তোমার মতোই হতে পারি যেন অতি তারাতাড়ি

সেই তরে তোমার সাথে করি না কখনো বাড়াবাড়ি।


রচনাকাল ১১/১১/২০২০