Sunday, March 7, 2021

শান্তি চাই

 শান্তি চাই 

এম এ মাসুদ রানা 


বার্মা থেকে ফিলিস্তীন

আফগানিদের রক্তহীন

শীরিয়াবাসী নিন্দ্রাহীন

ইরাকীদের আজাদের দিন।


রক্ত খাবে আর কতো

যমুনাতে জল যতো

লাশের স্তুপ হয় কত

মুসলিম তবু হয় না নত।


সবখানেতে ইসলামের

ইস্যু বানায় মুসলিমের!

সুন্নত দেখলেই জঙ্গীবাদ 

কথায় কথায় বলে বদজাত।


বিশ্বে কোন বিবেক নাই

কান্না শত শব্দ শুনতে পাই

সুশাসনের কোন আলামত নাই 

নির্যাতন দেখলে বলে হাই হাই। 


মুসলমানের এদেশ ভাই

তবু ইসলাম স্বাধীন নাই

ইসলামী কথার ঠাই নাই 

ধর্মবাদী সবাই হচ্ছে উধাও ্


বুনো হাওয়া মোর দেশে

পশ্চিমারা যেন যায় ভেসে

নির্যাতন শেষে দেশে শন্তি আসে

সবাই তো হরদমে শান্তি যাচে।

No comments: