Sunday, March 7, 2021

খুব ভোর

 খুব ভোরে

এম এ মাসুদ রানা 


রোজ ভোরে পানিকণা

হয় অনেক হিম

জ্বলে ওঠে এই পাপির

আশার পিদিম।


কোন সুখে বুক ভরে

জানি না রহিম

সাঁড়া দিতে ভালো লাগে 

হে করিম।


শীত হোক না যতোই

লেপের আদর

আমার এ মন খোঁজে

রহমানের চাদর।


অনন্ত কাল থাকতে চাই 

খোদার পথে 

খোদার খুশির তরে 

মসজিদে হয় যেতে।

No comments: