Sunday, March 7, 2021

শুভ যাত্রা

 শুভ যাত্রা

এম এ মাসুদ রানা 


সোনালী রং লেগেছে 

পশ্চিম আকাশ মন্তরে,

রূপমার প্রজাপতি

দোলা দিয়েছে অন্তরে।


পরেছো সবুজ শাড়ি আর

নামটা নাকি জামদানি,

করেছো আমার হৃদয়ে

খুশির রেখার আমদানি।


আমাকে সিক্ত করেছো

শিশিরভেজা গল্পতে,

দু'জনে যাই ছুটে যাই

অভিলাসের জলপথে।


দু'জন মিলে চড়েছি এক

চমৎকার এক রথে,

মনের মাঝে সর্বক্ষণে

আসে এক কৌতূহল বটে।


বেলা শেষ আসচ্ছি দু'জন 

ফিরে আপন আপন গন্তব্যে,

কথায় কথায় ছিলো শুধু

তোমার আমার ভিন্ন মন্তব্যে।

No comments: