Sunday, March 7, 2021

চক্ষু কানা

 চক্ষু কানা

এম এ মাসুদ রানা 


শির করো উচু, চক্ষু দ্বয় কানা

দেহের রূপকাণ্ড সবে জানা।

অন্যের কাজে করি মাথা গরম

নিজে কর্মের তরে নাহি সরম। 


রাব্বুল আল আমিনের কানুন ভুলে 

যত্রতত্র ভিন্ন ভিন্ন বাজনার তালে, 

প্রেম পিরীতির মিছে মায়ার জালে

সমাজ গেছে আজ চলে কোন হালে।


একক মনের ভাব হয়েছে নির্বলে 

দ্বিমত পোষণ করি সবে মনঞ্জিলে

দিল মিলে না কারো দিলে দিলে

আধুনিক জগৎ চলছে গরমিলে। 


বিবেকের দোয়ারে দিয়েছে হানা 

গুণীজনদের হয়েছে চক্ষু কানা।

No comments: