জবান
এম এ মাসুদ রানা
চুড়ি পরা তোমার দুটি হাত
শুধু অজুহাত চলবে তাতে
পর-দোষ দেখবি দিন রাত
মনে আছে কাকে করবে কাত
মসজিদে, মন্দিরে ও গীর্জায়
ইনসাফ কান্দে হাই হাই
ফতোয়ার তরবারী চলে তাই
শান দে রে শান দে জবান নাই।
হাতেও বেড়ি, পায়েও বেড়ি
জবানে নাই রে কারো লাগাম
জবান দিয়ে কিনছি শুধু হারাম
অসৎ কাজে চলি ধারাম ধারাম।
ধরনীর তলে আছে এখনো জবান
জবানের তরে জান করে কুরবান।
No comments:
Post a Comment