Sunday, March 7, 2021

অতৃপ্তি তৃষ্ণা

 অতৃপ্তি তৃষ্ণা 

এম এ মাসুদ রানা 


আকাশে কত এলো পূর্ণিমা

এলো অমানিশা

কতো মেঘ নিজে সরে গেলো

বুকে নিয়ে তিশা।


নেই কোন কারো আক্ষেপ

শূন্যতাকে ঘিরে,

থাক না প্রেম শুধু অপাপ্তির

অস্থায়ী নীড়ে।


ক্ষনিকের সুখের সমাধান

চাই না এ তীরে

পরপারে এসো ওগো তুমি

হুর হয়ে ফিরে।


তোমার গ্রহণে থাকবে না 

কোন রকম বাঁধা 

না পাওয়ার অতৃপ্তি তৃষ্ণায়

হবে না তো কাঁদা।

No comments: