Sunday, March 7, 2021

কথার আঘাত

 কথার আঘাত

এম এ মাসুদ রানা 


কথার আঘাত বড় কঠিন 

যেন বিষমাখা তীর

আঘাতে কিছু আহত মন

হয় না যে স্থীর। 


লাঠির আঘাত যদি করো

তবু পিঠে সয়

কথার আঘাতে ভাঙ্গে যে

পলকে এই হৃদয়


কথার আঘাত হলো তো

খোলা তলোয়ার

করে দেয় হৃদয়কে কচুকাটা

হয় টানাপোড়া


হয় তো পাথর মুখে রেখে 

পড়ে আছে তালা

পারলে নম্রতায় পরিয়ে দাও

কাঁটা তুলে মালা।

No comments: