সময়
এম এ মাসুদ রানা
সবাই যেন লাগায় তাড়া
সোয়ারী দুয়ারে হয় খাঁড়া
বের হয়ে আয় এবার তোরা
জড়সড় এখন নয়তো মোরা।
চলে যাবো এটা জানায়
কোন এক দূর অজানায়।
সময় আপন গতিতে চলে
এই কথা গুণীজন বলে।
ফুরিয়ে যায় জীবনের দিন
আর থাকতে না জ্ঞানহীন
শোধতেই হবে সব কিছু ভুল
কবর গহ্বরে পাবো না কুল।
সময়ের ঋণ করতে হবে শোধ
থাকবো না আর এখন নির্বোধ।
No comments:
Post a Comment