________প্রিয়া তুমি আমার হবে_________
____________মাসদ রানা_______________
যদি জীবন মৃত্যুর মাঝ পথে দাড়িয়ে,
জীবনের সব কিছু হারিয়ে,
তোমার কাছে এসে যদি বলি প্রিয়া তুমি কার?
বলবে কি আমি শুধু তোমার।
যদি দুরারোগ্য কোন রোগে প্রহর গুনি মৃত্যুর দুয়ারে,
তবে কি বলবে আমায় সত্যি করে?
আমি শুধু তোমার,
আপন করে নাও আমাকে,
ভালবেসে জায়গা করে দাও তোমার বুকে,
আজীবন থাকবো পাশে সূখে আর দুঃখে।
তবে;
আমি হয়ে যাবো ভাষাহীন,
তোমার দুচোখে যাবো হারিয়ে,
অপলক নয়নে শুধু দেখবো তোমাকে মনের যন্ত্রনা সড়িয়ে,
দুচোখে বয়ে যাবে অশ্রুর বন্যা,
সেই অশ্রু ধারা বলবে আমার মনের ভাষা,
বলবে মনের আকুতি,
খুশিতে হবো আত্মহারা।
যদি মানষিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়,
তবুকি চিনবে আমায়?
আমি যদি তোমাকেও না চিনি,
তবুও কি চিনবে আমায়?
পাগল বলে ধিক্কারে তাড়িয়ে দেবে নাতো?
তখন কি বলবে ও পাগল নয় ও আমার প্রিয়?
যদি চিন্ন বস্ত্র,অগোছালো চুলে তোমার সামনে এসে দাড়ায়,
যদি তোমায় দেখে স্মৃতি ফিরে পায়।
কাছে এসে যদি বলি চিনতে পারছো কি আমায়?
তখন কি চিনেও অস্বীকার করবে আমাকে?
যদি দূর থেকে চিত্কার করে ডাকি তোমার নামটি ধরে,
আমাকে লজ্জা দেবে নাতো কোন ধিক্কারে?
যদি জীবন যুদ্ধে মাঝ পথে হেরে যায়।
তবুকি ভালবাসবে আমায়?
যদি নেষায় মাতাল হয়ে থাকি অন্ধকারে,
ভালবেসে আনবে কি আমায় আলোর অভিসারে,
যদি সবাই নেষা খোর মাতাল বলে তাড়িয়ে দেয় দূরে,
তুমিও কি ছেড়ে যাবে আমাকে ঘৃণা করে?
যদি কোন দুর্ঘটনায় বিকলাঙ্গ হয়ে যায়।
তবুকি ভালবাসবে আমাকে?
যদি এ দুটি চোখে না দেখতে পাই কাউকে,
নিজে কাছে এসে ধরবে কি আমাকে?
যদি চলার শক্তিও হয়ে যায় বিলীন,
তুমি কি পাশে থাকবে চিরদিন?
জীবনের শেষ মুহূর্তে এসে।
যদি বলি প্রিয়া তুমি কার?
একটাই অনুরোধ তোমার কাছে,
বলিও আমি শুধু তোমার।
মরে ও শান্তি পাবে আমার আত্মা,
পরপারে অধীর অপেক্ষায় থাকবে শুধু তোমার জন্য,
তোমাকে ভালবেসে ধন্য আমি ধন্য।
____________মাসদ রানা_______________
যদি জীবন মৃত্যুর মাঝ পথে দাড়িয়ে,
জীবনের সব কিছু হারিয়ে,
তোমার কাছে এসে যদি বলি প্রিয়া তুমি কার?
বলবে কি আমি শুধু তোমার।
যদি দুরারোগ্য কোন রোগে প্রহর গুনি মৃত্যুর দুয়ারে,
তবে কি বলবে আমায় সত্যি করে?
আমি শুধু তোমার,
আপন করে নাও আমাকে,
ভালবেসে জায়গা করে দাও তোমার বুকে,
আজীবন থাকবো পাশে সূখে আর দুঃখে।
তবে;
আমি হয়ে যাবো ভাষাহীন,
তোমার দুচোখে যাবো হারিয়ে,
অপলক নয়নে শুধু দেখবো তোমাকে মনের যন্ত্রনা সড়িয়ে,
দুচোখে বয়ে যাবে অশ্রুর বন্যা,
সেই অশ্রু ধারা বলবে আমার মনের ভাষা,
বলবে মনের আকুতি,
খুশিতে হবো আত্মহারা।
যদি মানষিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়,
তবুকি চিনবে আমায়?
আমি যদি তোমাকেও না চিনি,
তবুও কি চিনবে আমায়?
পাগল বলে ধিক্কারে তাড়িয়ে দেবে নাতো?
তখন কি বলবে ও পাগল নয় ও আমার প্রিয়?
যদি চিন্ন বস্ত্র,অগোছালো চুলে তোমার সামনে এসে দাড়ায়,
যদি তোমায় দেখে স্মৃতি ফিরে পায়।
কাছে এসে যদি বলি চিনতে পারছো কি আমায়?
তখন কি চিনেও অস্বীকার করবে আমাকে?
যদি দূর থেকে চিত্কার করে ডাকি তোমার নামটি ধরে,
আমাকে লজ্জা দেবে নাতো কোন ধিক্কারে?
যদি জীবন যুদ্ধে মাঝ পথে হেরে যায়।
তবুকি ভালবাসবে আমায়?
যদি নেষায় মাতাল হয়ে থাকি অন্ধকারে,
ভালবেসে আনবে কি আমায় আলোর অভিসারে,
যদি সবাই নেষা খোর মাতাল বলে তাড়িয়ে দেয় দূরে,
তুমিও কি ছেড়ে যাবে আমাকে ঘৃণা করে?
যদি কোন দুর্ঘটনায় বিকলাঙ্গ হয়ে যায়।
তবুকি ভালবাসবে আমাকে?
যদি এ দুটি চোখে না দেখতে পাই কাউকে,
নিজে কাছে এসে ধরবে কি আমাকে?
যদি চলার শক্তিও হয়ে যায় বিলীন,
তুমি কি পাশে থাকবে চিরদিন?
জীবনের শেষ মুহূর্তে এসে।
যদি বলি প্রিয়া তুমি কার?
একটাই অনুরোধ তোমার কাছে,
বলিও আমি শুধু তোমার।
মরে ও শান্তি পাবে আমার আত্মা,
পরপারে অধীর অপেক্ষায় থাকবে শুধু তোমার জন্য,
তোমাকে ভালবেসে ধন্য আমি ধন্য।