Friday, September 7, 2018
Wednesday, September 5, 2018
শৈশব
#########শৈশব ########$
@@@@ মাসুদ রানা@@@@@
দিনগুলি মোর সোনার খাঁচায়
রইল না, রইল না।
সে যে আমার নানা রঙ্গের দিনগুলি,
হারানো স্মৃতির নিকুঞ্জপথে।
কুঁড়াই ঝরা ফুল, একেলা আমি।
হারায় না কিছুই যত কথা যত গান,
সবই আছে, সবই সবই থাকে
কিছুই যায়না ভোলা।
ভুলে থাকে যে তো নয় ভোলা,
বিস্মৃতি মর্মে বসিয়ে রক্তে মোর দিয়েছে যে দোলা।।
@@@@ মাসুদ রানা@@@@@
দিনগুলি মোর সোনার খাঁচায়
রইল না, রইল না।
সে যে আমার নানা রঙ্গের দিনগুলি,
হারানো স্মৃতির নিকুঞ্জপথে।
কুঁড়াই ঝরা ফুল, একেলা আমি।
হারায় না কিছুই যত কথা যত গান,
সবই আছে, সবই সবই থাকে
কিছুই যায়না ভোলা।
ভুলে থাকে যে তো নয় ভোলা,
বিস্মৃতি মর্মে বসিয়ে রক্তে মোর দিয়েছে যে দোলা।।
Tuesday, September 4, 2018
নারী
@@@নরী@@@
@@মাসুদ রানা@@
নারীর জন্য বাড়ি গাড়ী
নারীর জন্য মন,
নারী ছাড়া এই দুনিয়ায়
কী আছে আর কন?
@@মাসুদ রানা@@
নারীর জন্য বাড়ি গাড়ী
নারীর জন্য মন,
নারী ছাড়া এই দুনিয়ায়
কী আছে আর কন?
নারী পেলে কব্য লিখি
সুন্দরে হয় লীন
নারী থেকে বিমুখ থাকে
কোন সে হৃদয়হীন?
নারী মাতা, নারী ভগ্নী
নারী হয় আপনজন
নারী আছে, থাকবে নারী
নারীর জন্য হয় রণ।
পুরুষের জীবনে সঙ্গে নারী
গড়বে সাধের সমাজ
আছি সদা মিলেমিশে তাই
সমাজটা সুন্দর আজ।
Monday, September 3, 2018
বিদায়
*********বিদায় *********
+++++মাসুদ রানা+++++
বিদায়ের দিনটা ঘনিয়ে এলো
আমি চলে যাবো দূরে,
জানাচ্ছি সকলকে বিদায়ী সালাম,
অশ্রু বেয়ে আবোরে।
থমথমে হয়ে আছে তোমাদের
চলন্ত পড়ালেখার গতি,
একে একে হচ্ছে সব চলমান
কিছুু অতীতের ইতি।
উস্তাদ ও বন্ধু কেউ রবে না পাশে
হবে কেউ অজানা
আমাদের পক্ষ থেকে তোমাদের
জানায় শুভ কামনা।
Friday, August 24, 2018
কুরবানির পশুর কথা
কুরবানির পশুর কথা
মোঃ মাসুদ রানা
গরু ডাকে হাম্বা হাম্বা
ছাগল ডাকে ম্যা ম্যা,
মহিষ বলে কি হয়েছে
এত চিল্লাচিল্লি ক্যা?
মনের দুঃখে গরু বলে
কি আর বলবো ভাই,
কাল সকালে হতে হবে
কুরবানির জন্য জবাই!
কেঁদে কেঁদে ছাগল বলে
আমারও কেশ তাই ,
তুমি কি ভাই পারবে না
বাঁচাতো আমায় !
কথা শুনে মুচকি হাসে
মহিষ মিঞা তখন,
ভাল করে বুঝিয়ে দেয়
জ্ঞানী গুণীর মতন।
শোন হে ভাই, শোন তবে
আসল কথা কই ,
আমরাতো এ দুনিয়ায়
অমর মোটেও নই !
একদিন হলেও যেতে হবে
দুদিন আগে পরে ,
তার চেয়ে ভালো কুরবান
হওয়া মহান আল্লাহর তরে !
ছাগল গরু ভেবে দেখে
কথা পুরো ঠিক ,
সাথে সাথে কান্না থামায়
নিজেদের দেয় ধিক !
উঁচু কন্ঠে বলে ওঠে
ওহে মহিষ ভাই,
আল্লাহর তরে প্রস্তুত মোরা
মনে নাই কোন ডর !
মোঃ মাসুদ রানা
গরু ডাকে হাম্বা হাম্বা
ছাগল ডাকে ম্যা ম্যা,
মহিষ বলে কি হয়েছে
এত চিল্লাচিল্লি ক্যা?
মনের দুঃখে গরু বলে
কি আর বলবো ভাই,
কাল সকালে হতে হবে
কুরবানির জন্য জবাই!
কেঁদে কেঁদে ছাগল বলে
আমারও কেশ তাই ,
তুমি কি ভাই পারবে না
বাঁচাতো আমায় !
কথা শুনে মুচকি হাসে
মহিষ মিঞা তখন,
ভাল করে বুঝিয়ে দেয়
জ্ঞানী গুণীর মতন।
শোন হে ভাই, শোন তবে
আসল কথা কই ,
আমরাতো এ দুনিয়ায়
অমর মোটেও নই !
একদিন হলেও যেতে হবে
দুদিন আগে পরে ,
তার চেয়ে ভালো কুরবান
হওয়া মহান আল্লাহর তরে !
ছাগল গরু ভেবে দেখে
কথা পুরো ঠিক ,
সাথে সাথে কান্না থামায়
নিজেদের দেয় ধিক !
উঁচু কন্ঠে বলে ওঠে
ওহে মহিষ ভাই,
আল্লাহর তরে প্রস্তুত মোরা
মনে নাই কোন ডর !
Sunday, August 19, 2018
আনন্দ
______আনন্দ______
এম এ মাসুদ রানা
আনন্দ থাকে ফুল বাগানে,
আনন্দ থাকে পাখির গানে,
আনন্দ থাকে অরুণ আলোয়,
আনন্দ থাকে শিশুর প্রাণে,
আনন্দ থাকে বাতাসের সাথে,
আনন্দ থাকে সাগর জলে,
আনন্দ থাকে ধুলি কণায়,
আনন্দ থাকে তৃণের দলে,
আনন্দ থাকে আকাশ জুড়ে ,
আনন্দ থাকে তারায় তারায়,
আনন্দ থাকে সকল সূর্যে,
আনন্দ থাকে রক্তধারায়,
আনন্দ থাকে মধু বনেহ,
তোমার সব আনন্দ জীবনে আসুক
পড়ুক ঝরে আনন্দ আলোর মত
থাকুক তোমার জীবন ভরি।
Wednesday, August 15, 2018
প্রিয়া তুমি আমার হবে
________প্রিয়া তুমি আমার হবে_________
____________মাসদ রানা_______________
যদি জীবন মৃত্যুর মাঝ পথে দাড়িয়ে,
জীবনের সব কিছু হারিয়ে,
তোমার কাছে এসে যদি বলি প্রিয়া তুমি কার?
বলবে কি আমি শুধু তোমার।
যদি দুরারোগ্য কোন রোগে প্রহর গুনি মৃত্যুর দুয়ারে,
তবে কি বলবে আমায় সত্যি করে?
আমি শুধু তোমার,
আপন করে নাও আমাকে,
ভালবেসে জায়গা করে দাও তোমার বুকে,
আজীবন থাকবো পাশে সূখে আর দুঃখে।
তবে;
আমি হয়ে যাবো ভাষাহীন,
তোমার দুচোখে যাবো হারিয়ে,
অপলক নয়নে শুধু দেখবো তোমাকে মনের যন্ত্রনা সড়িয়ে,
দুচোখে বয়ে যাবে অশ্রুর বন্যা,
সেই অশ্রু ধারা বলবে আমার মনের ভাষা,
বলবে মনের আকুতি,
খুশিতে হবো আত্মহারা।
যদি মানষিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়,
তবুকি চিনবে আমায়?
আমি যদি তোমাকেও না চিনি,
তবুও কি চিনবে আমায়?
পাগল বলে ধিক্কারে তাড়িয়ে দেবে নাতো?
তখন কি বলবে ও পাগল নয় ও আমার প্রিয়?
যদি চিন্ন বস্ত্র,অগোছালো চুলে তোমার সামনে এসে দাড়ায়,
যদি তোমায় দেখে স্মৃতি ফিরে পায়।
কাছে এসে যদি বলি চিনতে পারছো কি আমায়?
তখন কি চিনেও অস্বীকার করবে আমাকে?
যদি দূর থেকে চিত্কার করে ডাকি তোমার নামটি ধরে,
আমাকে লজ্জা দেবে নাতো কোন ধিক্কারে?
যদি জীবন যুদ্ধে মাঝ পথে হেরে যায়।
তবুকি ভালবাসবে আমায়?
যদি নেষায় মাতাল হয়ে থাকি অন্ধকারে,
ভালবেসে আনবে কি আমায় আলোর অভিসারে,
যদি সবাই নেষা খোর মাতাল বলে তাড়িয়ে দেয় দূরে,
তুমিও কি ছেড়ে যাবে আমাকে ঘৃণা করে?
যদি কোন দুর্ঘটনায় বিকলাঙ্গ হয়ে যায়।
তবুকি ভালবাসবে আমাকে?
যদি এ দুটি চোখে না দেখতে পাই কাউকে,
নিজে কাছে এসে ধরবে কি আমাকে?
যদি চলার শক্তিও হয়ে যায় বিলীন,
তুমি কি পাশে থাকবে চিরদিন?
জীবনের শেষ মুহূর্তে এসে।
যদি বলি প্রিয়া তুমি কার?
একটাই অনুরোধ তোমার কাছে,
বলিও আমি শুধু তোমার।
মরে ও শান্তি পাবে আমার আত্মা,
পরপারে অধীর অপেক্ষায় থাকবে শুধু তোমার জন্য,
তোমাকে ভালবেসে ধন্য আমি ধন্য।
____________মাসদ রানা_______________
যদি জীবন মৃত্যুর মাঝ পথে দাড়িয়ে,
জীবনের সব কিছু হারিয়ে,
তোমার কাছে এসে যদি বলি প্রিয়া তুমি কার?
বলবে কি আমি শুধু তোমার।
যদি দুরারোগ্য কোন রোগে প্রহর গুনি মৃত্যুর দুয়ারে,
তবে কি বলবে আমায় সত্যি করে?
আমি শুধু তোমার,
আপন করে নাও আমাকে,
ভালবেসে জায়গা করে দাও তোমার বুকে,
আজীবন থাকবো পাশে সূখে আর দুঃখে।
তবে;
আমি হয়ে যাবো ভাষাহীন,
তোমার দুচোখে যাবো হারিয়ে,
অপলক নয়নে শুধু দেখবো তোমাকে মনের যন্ত্রনা সড়িয়ে,
দুচোখে বয়ে যাবে অশ্রুর বন্যা,
সেই অশ্রু ধারা বলবে আমার মনের ভাষা,
বলবে মনের আকুতি,
খুশিতে হবো আত্মহারা।
যদি মানষিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়,
তবুকি চিনবে আমায়?
আমি যদি তোমাকেও না চিনি,
তবুও কি চিনবে আমায়?
পাগল বলে ধিক্কারে তাড়িয়ে দেবে নাতো?
তখন কি বলবে ও পাগল নয় ও আমার প্রিয়?
যদি চিন্ন বস্ত্র,অগোছালো চুলে তোমার সামনে এসে দাড়ায়,
যদি তোমায় দেখে স্মৃতি ফিরে পায়।
কাছে এসে যদি বলি চিনতে পারছো কি আমায়?
তখন কি চিনেও অস্বীকার করবে আমাকে?
যদি দূর থেকে চিত্কার করে ডাকি তোমার নামটি ধরে,
আমাকে লজ্জা দেবে নাতো কোন ধিক্কারে?
যদি জীবন যুদ্ধে মাঝ পথে হেরে যায়।
তবুকি ভালবাসবে আমায়?
যদি নেষায় মাতাল হয়ে থাকি অন্ধকারে,
ভালবেসে আনবে কি আমায় আলোর অভিসারে,
যদি সবাই নেষা খোর মাতাল বলে তাড়িয়ে দেয় দূরে,
তুমিও কি ছেড়ে যাবে আমাকে ঘৃণা করে?
যদি কোন দুর্ঘটনায় বিকলাঙ্গ হয়ে যায়।
তবুকি ভালবাসবে আমাকে?
যদি এ দুটি চোখে না দেখতে পাই কাউকে,
নিজে কাছে এসে ধরবে কি আমাকে?
যদি চলার শক্তিও হয়ে যায় বিলীন,
তুমি কি পাশে থাকবে চিরদিন?
জীবনের শেষ মুহূর্তে এসে।
যদি বলি প্রিয়া তুমি কার?
একটাই অনুরোধ তোমার কাছে,
বলিও আমি শুধু তোমার।
মরে ও শান্তি পাবে আমার আত্মা,
পরপারে অধীর অপেক্ষায় থাকবে শুধু তোমার জন্য,
তোমাকে ভালবেসে ধন্য আমি ধন্য।
Tuesday, August 14, 2018
সুখের সন্ধানে
_____সুখের সন্ধানে_____
মোঃ মাসুদ রানা
বয়সের সূর্য ঠিক মাথার উপরে,তবু
ক্লীষ্টতার ছোঁয়া ষোড়শী যুবতীর মতো
টকবক করে আহনীর্শ,
হঠাৎ মাচরাঙ্গা রুপ নিয়ে
ঝপ করে ঝাপ দেয় সুখ।
দাঁত ভাঙ্গা দান নিয়ে ফিরে এলে ঘর
হঠাৎ দ্যাখে কালোমেঘে এলোকেশী ঝড়
ছুটে আর ছুটে ঝড়ে খেলো না-কি ঘর?
হেথা গিয়ে দেখি কে আপন পর?
চারদিকে ওরা সব সুখ ন্যায় দ্যাখে
পুবের গগনে উঠেছে কি সূূর্য না-কি ডুবেছে?
প্রিয়তমা মোর ছেড়া আঁচলে ছেড়া
কণে মুছে জোড়া চোখ,
অবশেষে ঘুরে ফেঁড়ে দ্যাখে মোরে
নিস্তন্ধ, নিথর এইবুঝি সুখ।
মোঃ মাসুদ রানা
বয়সের সূর্য ঠিক মাথার উপরে,তবু
ক্লীষ্টতার ছোঁয়া ষোড়শী যুবতীর মতো
টকবক করে আহনীর্শ,
হঠাৎ মাচরাঙ্গা রুপ নিয়ে
ঝপ করে ঝাপ দেয় সুখ।
দাঁত ভাঙ্গা দান নিয়ে ফিরে এলে ঘর
হঠাৎ দ্যাখে কালোমেঘে এলোকেশী ঝড়
ছুটে আর ছুটে ঝড়ে খেলো না-কি ঘর?
হেথা গিয়ে দেখি কে আপন পর?
চারদিকে ওরা সব সুখ ন্যায় দ্যাখে
পুবের গগনে উঠেছে কি সূূর্য না-কি ডুবেছে?
প্রিয়তমা মোর ছেড়া আঁচলে ছেড়া
কণে মুছে জোড়া চোখ,
অবশেষে ঘুরে ফেঁড়ে দ্যাখে মোরে
নিস্তন্ধ, নিথর এইবুঝি সুখ।
অতৃপ্তি
________ অতৃপ্তি _______
মোঃ মাসুদ রানা
মাঝ রাতে স্বপ্ন দেখবে যখন
কাঁদবি জেগে একা একা,
হাত নেড়ে খুজে দৃষ্টিতে আমায়
পাবি না মোরে দেখা পাবি না!
আমি হারিয়ে যাবো অজানা দেশে
তোর কাছে আর আসবো না,
দূর হতে অদূর থেকে সুখ চাইবো তোর
আমায় ভালো'টা আর বাসা হল না!
লাভ কি হবে তোমাশ ভালোবেসে
বল আমায় বিষয়টা খুলে,
পাশাপাশি ছিলাম যখন
কেনো চাইলি না মুখ খুলে তখন?
.
Saturday, August 11, 2018
কবরের ডাক
কবরের ডাক
মাসুদ রানা
প্রতিদিন ডাকি তোমায়
নেই কোন চেনা,
সময় থাকিতে কর সাধন
পরকালেরর দেনা।
ডাকার মত ডাকব একদিন
আমি অন্ধকার কবর,
আসতে হবে আমার কোলে
রাখো না কেন খবর?
সাপ বিচ্ছু আজাব গজব তুমি
থাকবে একেলা,
তোমার যে দিন ডাক পারিবে
পরবে কান্নার মেলা।
ছেলে মেয়ে কাঁদবে সবাই
কেউ হবে না সাথী।
আমি কবর নির্জন গৃহ জ্বলবে
কোন না বাতি।
তোমার সম্বল ঈমানের বল
হিসাব কর পথে,
শান্তি পেতে তুমি যদি চাও
নেকী রাখিও সাথে।
রচনাকাল ১২/০৮/২০১৬
প্রতিবাদ
_______ প্রতিবাদ _______
★★ মোঃ মাসুদ রানা ★★
.
অসৎ জনের সাধ্য নেই
সৎ জনেরে রোধ করে
প্রহার ও প্রহসনে।
যেভাবে করেছে কত জনে
এসে তুমি, দাঁড়ালে যখন
শরীরের বস্ত্র ছেড়ে আগুন জ্বলে
লোম শিউরে উঠে গায়ে।
নিরবে দাড়িয়ে থাকে
হরদম দাড়িয়ে থাকবে,
সৎ জন তো ঘাতে প্রতিঘাত করে না
ধৈর্য্য ধরে সহ্য করে, অসতের ঘাত।
সেই সুযোগে এমন কিছু করে ফেলে
ধৈর্য্যশীলরে এমন করে আঘাত করে,
ধৈর্য্য ফেলে হারিয়ে মাথা তোলে সামনে
তখনি শুরু হয় প্রতিবাদ, প্রতিবাদ।
★★ মোঃ মাসুদ রানা ★★
.
অসৎ জনের সাধ্য নেই
সৎ জনেরে রোধ করে
প্রহার ও প্রহসনে।
যেভাবে করেছে কত জনে
এসে তুমি, দাঁড়ালে যখন
শরীরের বস্ত্র ছেড়ে আগুন জ্বলে
লোম শিউরে উঠে গায়ে।
নিরবে দাড়িয়ে থাকে
হরদম দাড়িয়ে থাকবে,
সৎ জন তো ঘাতে প্রতিঘাত করে না
ধৈর্য্য ধরে সহ্য করে, অসতের ঘাত।
সেই সুযোগে এমন কিছু করে ফেলে
ধৈর্য্যশীলরে এমন করে আঘাত করে,
ধৈর্য্য ফেলে হারিয়ে মাথা তোলে সামনে
তখনি শুরু হয় প্রতিবাদ, প্রতিবাদ।
Tuesday, August 7, 2018
তীর্থেরকাক
________ তীর্থেরকাক
__ ___ মোঃ মাসুদ রানা
একপসলা ভালোবাসা দাও,
হাতে তুলে দাও এক ঝাক শিউলি ফুল,
ডানায় ডানায় মৌমাছিরা উড়বে তার সাথে,
এক সন্ধ্যায় দাঁড়িয়ে থাকবো তোমার দক্ষিণ বাতায়নে।
রোজ সন্ধ্যায় তুমি যখন আকাশের তারা গুন আনমনা মনে,
তোমার যৌবন বাতাসে দুলে অভিসারের নতুন শিহরনে।
আমি তখনোও দাঁড়িয়ে তোমার দক্ষিণ বাতায়নে,
নিঃশব্দে ভয়ে কাতুর,
কানাকুয়া আর ক্ষিপ্র হুতুম পেঁচা,
টোকা দেয় মাঝে মাঝে ভয়ের দরজায়।
তবু তোমায় এক পলক দেখবো বলে,
বিক্ষুব্ধ ডেঙ্গুর তীব্র জালাত্বনও,
তরতাজা আধাঁর ঠেলে চেয়ে থাকি,
তুমি আসবে বলে,ভালবাসবে বলে।
__ ___ মোঃ মাসুদ রানা
একপসলা ভালোবাসা দাও,
হাতে তুলে দাও এক ঝাক শিউলি ফুল,
ডানায় ডানায় মৌমাছিরা উড়বে তার সাথে,
এক সন্ধ্যায় দাঁড়িয়ে থাকবো তোমার দক্ষিণ বাতায়নে।
রোজ সন্ধ্যায় তুমি যখন আকাশের তারা গুন আনমনা মনে,
তোমার যৌবন বাতাসে দুলে অভিসারের নতুন শিহরনে।
আমি তখনোও দাঁড়িয়ে তোমার দক্ষিণ বাতায়নে,
নিঃশব্দে ভয়ে কাতুর,
কানাকুয়া আর ক্ষিপ্র হুতুম পেঁচা,
টোকা দেয় মাঝে মাঝে ভয়ের দরজায়।
তবু তোমায় এক পলক দেখবো বলে,
বিক্ষুব্ধ ডেঙ্গুর তীব্র জালাত্বনও,
তরতাজা আধাঁর ঠেলে চেয়ে থাকি,
তুমি আসবে বলে,ভালবাসবে বলে।
Friday, August 3, 2018
শ্রমিকের দাবী
শ্রমিকের দাবী
মোঃ- মাসুদ রানা
আমাদের পাওনা দিয়ে দিবেন
ঘাম শুকানোর আগে
বলতে গেলেই জ্বলেন কেন
আপনারা ভীষন রাগে!
এই "শুয়োরের" বাচ্চা বলে
সদাই ছোড়েন গালি,
বুকের খাঁচায় লাত্থি মেরে
মারেন হাতে তালি।
আপনারা হলেন সভ্য সমাজ
আমরা মজুর কুলি,
আপনার কি মানায় মুখে
অসভ্যদের বুলি।
আপনাদের ঐ সভ্যতাটা
গড়েছি আমরা হাতে
আমরা শুধুই সভ্য হইনি
খোদার দুনিয়াতে।
পাওনা আমার ন্যায্য দিবেন
আজকে এটাই দাবী
নয়তো একদিন বিকল হবে
এই সভ্যতার চাবি।
আপনারা সব মানুষ বটেই
আমরা পথের কুকুর!
আমরা যদিও আপনারা নই
এইত খোদার শুকুর।
উৎসর্গঃ (বিশ্বের সকল নির্যাতিত শ্রমিক ভাইবোনদের)
মোঃ- মাসুদ রানা
আমাদের পাওনা দিয়ে দিবেন
ঘাম শুকানোর আগে
বলতে গেলেই জ্বলেন কেন
আপনারা ভীষন রাগে!
এই "শুয়োরের" বাচ্চা বলে
সদাই ছোড়েন গালি,
বুকের খাঁচায় লাত্থি মেরে
মারেন হাতে তালি।
আপনারা হলেন সভ্য সমাজ
আমরা মজুর কুলি,
আপনার কি মানায় মুখে
অসভ্যদের বুলি।
আপনাদের ঐ সভ্যতাটা
গড়েছি আমরা হাতে
আমরা শুধুই সভ্য হইনি
খোদার দুনিয়াতে।
পাওনা আমার ন্যায্য দিবেন
আজকে এটাই দাবী
নয়তো একদিন বিকল হবে
এই সভ্যতার চাবি।
আপনারা সব মানুষ বটেই
আমরা পথের কুকুর!
আমরা যদিও আপনারা নই
এইত খোদার শুকুর।
উৎসর্গঃ (বিশ্বের সকল নির্যাতিত শ্রমিক ভাইবোনদের)
মোর অংশ দে
মোর অংশ দে
মোঃ- মাসুদ রানা
মোর অর্থে করো বাজেট
সংসদে হয় ভাগ,
তোমার চরন যুগলে পরি
মোর পাওা মোরে দে।
জনগণের অর্থ ঠকিয়ে
নিতে পরল না তোদের মনে।
এই বলতেই হইছো বেজার
বলিস মর পাবলি মর
তোর ভাগ্যের চাকা হবে কেন লরচর।
দেশের বোঝা বইছে পাবলিক
তোরা বলিস মোর ভাগ মোকে দে।
মুখোস পরা জনদরদী হয়ে বলিস,
দেশের তরে জীবন বাজি।
সবই নিলো ভণ্ড নেতা
মোগো বলিস কংস মামা।
মামার সাথে বাজি নিয়ে
ডিম দেওয়া সেই সোনার হাস।
নিয়তি
নিয়তি
এম এ মাসুদ রানা
বয়সটা আর কত হবে?
সাত কিংবা আট,
পায়ে পায়ে ঘুরে বেড়ায়
নেই কোন ফাট্।
ভাবনায় ঘুম ভাঙ্গে
মাকে নিয়ে চিন্তা,
সকালটা কি মধুর হবে
কেমন যাবে দিনটা?
ঘড়িতে জানান দেয়
বেজে গেছে সাতটা,
তড়িঘড়ি ছুটে বেড়ায়
হাতে নিয়ে প্রাণটা।
দাদা দিদি কেউ নেই
নেই তার বাবা,
আছে শুধু মা তার
তাও আবার বোবা ।।
শরীর তো নয় আর
শুধু রোগে ভর্তি,
চিন্তায় ঘুম নেই
নেই মনে ফূর্ত্তি।
পেটে নেই দানাপানি
পকেটটা শূণ্য,
রাতভর মায়ের সেবায়
নিজে হয় ধন্য।।
মনে মনে ভাবে আর
করে কাজ আনমনে,
বিধাতার একি খেলা
শয়নে ও স্বপনে।
পাশাপাশি দুটি পথ
জীবন ও মরণ,
মানা ছাড়া গতি নেই
ভাগ্যের লিখন।।
*****
এম এ মাসুদ রানা
বয়সটা আর কত হবে?
সাত কিংবা আট,
পায়ে পায়ে ঘুরে বেড়ায়
নেই কোন ফাট্।
ভাবনায় ঘুম ভাঙ্গে
মাকে নিয়ে চিন্তা,
সকালটা কি মধুর হবে
কেমন যাবে দিনটা?
ঘড়িতে জানান দেয়
বেজে গেছে সাতটা,
তড়িঘড়ি ছুটে বেড়ায়
হাতে নিয়ে প্রাণটা।
দাদা দিদি কেউ নেই
নেই তার বাবা,
আছে শুধু মা তার
তাও আবার বোবা ।।
শরীর তো নয় আর
শুধু রোগে ভর্তি,
চিন্তায় ঘুম নেই
নেই মনে ফূর্ত্তি।
পেটে নেই দানাপানি
পকেটটা শূণ্য,
রাতভর মায়ের সেবায়
নিজে হয় ধন্য।।
মনে মনে ভাবে আর
করে কাজ আনমনে,
বিধাতার একি খেলা
শয়নে ও স্বপনে।
পাশাপাশি দুটি পথ
জীবন ও মরণ,
মানা ছাড়া গতি নেই
ভাগ্যের লিখন।।
*****
রজনীর শেষে ঈদ
রজনীর শেষে ঈদ
এম এ মাসুদ রানা
রজনী পোহালে আসছে ঈদ
তাড়াও না তোমার চোখের নিঁদ
খুশির ছটা বুকে নিয়ে গাও সেই গীত
দূর করে দাও সকল ভেদাভেদ ।
আজকে বাসো সবাইকে ভালো
তাড়াও মনের বিভেদ কালো
মিষ্টি চাঁদের হাসি দেখে নিজে হাসো
হাসির রেখায় হৃদয় করো আলো।
নিজকে নিজে নতুন সাজে গড়ো
বিশ্বটাকে দৃঢ় করে ঈদের নামাজ পড়ো
ঈদের খুশির খুশবু মেখে ঈদগাহে যাও
হৃদয়টাকে ছোট করে খোদার কাছে চাও।
এম এ মাসুদ রানা
রজনী পোহালে আসছে ঈদ
তাড়াও না তোমার চোখের নিঁদ
খুশির ছটা বুকে নিয়ে গাও সেই গীত
দূর করে দাও সকল ভেদাভেদ ।
আজকে বাসো সবাইকে ভালো
তাড়াও মনের বিভেদ কালো
মিষ্টি চাঁদের হাসি দেখে নিজে হাসো
হাসির রেখায় হৃদয় করো আলো।
নিজকে নিজে নতুন সাজে গড়ো
বিশ্বটাকে দৃঢ় করে ঈদের নামাজ পড়ো
ঈদের খুশির খুশবু মেখে ঈদগাহে যাও
হৃদয়টাকে ছোট করে খোদার কাছে চাও।
মুক্ত মনের পাখি
মুক্ত মনের পাখি আমি
এম এ মাসুদ রানা
___________________
___________________
মুক্তমনের পাখি আমি,
স্বডানায় ভর করে,
উড়ে চলি দূর অজানায়।
মেঘহীন এ গগণ,
পুরোটাই আমার শহর।
পারো তো এসো এ শহরে,
রৌদ্র হয়ে পোড়াতে নয়,
পূর্ণদীপ্ত শশী হয়ে,
আমি মুক্তডানায় মাখবো তোমার জোছনা।
না হয় এসো মুক্ত পাখি হয়ে,
দুর্বার ডানায় উড়ে উড়ে আপন মনে,
দু' জনায় হারিয়ে যাব,
ভালবাসার গহীন বনে।
এম এ মাসুদ রানা
___________________
___________________
মুক্তমনের পাখি আমি,
স্বডানায় ভর করে,
উড়ে চলি দূর অজানায়।
মেঘহীন এ গগণ,
পুরোটাই আমার শহর।
পারো তো এসো এ শহরে,
রৌদ্র হয়ে পোড়াতে নয়,
পূর্ণদীপ্ত শশী হয়ে,
আমি মুক্তডানায় মাখবো তোমার জোছনা।
না হয় এসো মুক্ত পাখি হয়ে,
দুর্বার ডানায় উড়ে উড়ে আপন মনে,
দু' জনায় হারিয়ে যাব,
ভালবাসার গহীন বনে।
বাংলাদেশ
বাংলাদেশ
এম এ মাসুদ রানা
এক.
চোখের পাতায় ডুবলো সকাল
খুঁজবো কোথায় নীল,
নামলো আঁধার হারিয়ে গেলো
সুখের শঙ্খচিল।
মনের নদী শুকিয়ে মরু
বৃষ্টি ভীষণ খরা,
রাজনীতিতে বর্গী এলো
দেশটা এখন মরা।
কাঁদছে স্বদেশ মরছে স্বজন
পিচাশ এলো হেসে,
রফিক শফিক একুশ মাখা
আমার বাংলাদেশে।
কোথায় গেলো আসাদ তোমার
রক্তমাখা জামা,
চোখের জলে ভরছে সাগর
বিরান এ ভূম তামা।
দুই.
লোনায় কাঁদুক চোখের পাতা
বধির বিবেক মানবতা,
বাংলা মায়ের হৃদয় জুড়ে
শক্তি খুঁজুক শোকের বীজ,
ইশরাতের রক্ত অনল-
পুড়াক পিচাশ সকল নিজ।
তন্দ্রা কাটুক আগামরা আজ
গর্ব ত্যাগের মোদের ফায়াজ,
১৬ কোটি দ্রোহের শিখা
জঙ্গি জ্বলুক- কাটুক ঘোর,
অবন্তিদের ত্যাগের আলো

বাংলা জুড়ে আসুক ভোর।
এম এ মাসুদ রানা
এক.
চোখের পাতায় ডুবলো সকাল
খুঁজবো কোথায় নীল,
নামলো আঁধার হারিয়ে গেলো
সুখের শঙ্খচিল।
মনের নদী শুকিয়ে মরু
বৃষ্টি ভীষণ খরা,
রাজনীতিতে বর্গী এলো
দেশটা এখন মরা।
কাঁদছে স্বদেশ মরছে স্বজন
পিচাশ এলো হেসে,
রফিক শফিক একুশ মাখা
আমার বাংলাদেশে।
কোথায় গেলো আসাদ তোমার
রক্তমাখা জামা,
চোখের জলে ভরছে সাগর
বিরান এ ভূম তামা।
দুই.
লোনায় কাঁদুক চোখের পাতা
বধির বিবেক মানবতা,
বাংলা মায়ের হৃদয় জুড়ে
শক্তি খুঁজুক শোকের বীজ,
ইশরাতের রক্ত অনল-
পুড়াক পিচাশ সকল নিজ।
তন্দ্রা কাটুক আগামরা আজ
গর্ব ত্যাগের মোদের ফায়াজ,
১৬ কোটি দ্রোহের শিখা
জঙ্গি জ্বলুক- কাটুক ঘোর,
অবন্তিদের ত্যাগের আলো

বাংলা জুড়ে আসুক ভোর।
বিশ্বকাপ
______ বিশ্বকাপ ______
__এম এ মাসুুদ রানা___
♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
বিশ্ব কাঁপে আজব নেশায়
বিশ্ব জাগে ঐ খেলায়
বল পরে মানুষ উড়ে
আমরা থাকবো কই?
কে জিতবে আর কে হারবে
ধরি আমরা টাকার বাজি
কি করে আজ জিতবে খেলা
ভাবায় তুলে সারা বেলা।
খেলা খেলে আঁচে প্যাঁচে
নারী নাচে খেলার মাঠে
মাতাল হয়ে দেখি নাচ
নাচায় বিশ্ব ভারিয় তোলে।
নানা রঙ্গয়ের জার্সি পরে
কথায় কাটি কথার প্যাচ,
চায়ের কাপে চুমুক দিয়ে
কথায় ছাড়ি কথার লেজ।
রঙ মেখে সং সেজে
খাচ্ছে কি আর রঙ্গিন সুপ,
কেউবা দেখি জামা খুলে
নাচন নাচে গোলের তালে।
উৎসাহ আর সাহস দিতে
কেউবা সাজে বাজি বেশে
খেলার ছলে নগ্ন নারীর
নাচে পাগল হইল সবে।
__এম এ মাসুুদ রানা___
♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
বিশ্ব কাঁপে আজব নেশায়
বিশ্ব জাগে ঐ খেলায়
বল পরে মানুষ উড়ে
আমরা থাকবো কই?
কে জিতবে আর কে হারবে
ধরি আমরা টাকার বাজি
কি করে আজ জিতবে খেলা
ভাবায় তুলে সারা বেলা।
খেলা খেলে আঁচে প্যাঁচে
নারী নাচে খেলার মাঠে
মাতাল হয়ে দেখি নাচ
নাচায় বিশ্ব ভারিয় তোলে।
নানা রঙ্গয়ের জার্সি পরে
কথায় কাটি কথার প্যাচ,
চায়ের কাপে চুমুক দিয়ে
কথায় ছাড়ি কথার লেজ।
রঙ মেখে সং সেজে
খাচ্ছে কি আর রঙ্গিন সুপ,
কেউবা দেখি জামা খুলে
নাচন নাচে গোলের তালে।
উৎসাহ আর সাহস দিতে
কেউবা সাজে বাজি বেশে
খেলার ছলে নগ্ন নারীর
নাচে পাগল হইল সবে।
Subscribe to:
Posts (Atom)